
শৈশব কালে পাখির পালক
রেখে বইয়ের ভাঁজে,
বিশ্বাসী মনে বুক বাঁধিতাম
আশা নিয়ে ভোর সাঁঝে।
দাদু বলিতেন বারে বারে দিয়ে
ফোকলা দাঁতের হাসি,
ভাবিস নে ভাই ঠিক একদিন
বেড়ে হবে রাশি রাশি।
কৈশোর গেলো যৌবন গেলো
রাখিনি তো কভু খোঁজ,
এরই মাঝে কতো বিশ্বাস গেলো
করে অকাতরে ভোজ।
আজ বসে দেখি জীবনের শেষে
খুলে বইয়ের পাতা,
আবেগে গড়া সে বিশ্বাস ছিল
ভিত নড়বড়ে যা-তা।
ভেবে বলি তাই যদি বা আবেগে
ঝরে অক্ষির জল,
মন থেকে গুণ বাদ দিয়ে দ্যাখো
শুণ্যই আসে ফল।।
৮টি মন্তব্য
আরজু মুক্তা
গুণ না থাকলে ফলাফল জিরো।
সুন্দর কবিতা।
শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
একদম যথার্থ বলেছেন প্রিয় কবি।
মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
ফয়জুল মহী
অনবদ্য উপস্থাপন।
অপার ভালোলাগা।
বোরহানুল ইসলাম লিটন
সীমাহীণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শৈশবের স্মৃতি মনে পড়ল
শুভকামনা রইল সতত
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা।
মুগ্ধতা রেখে গেলাম।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানবেন ।
সুস্থ থাকুন ভালো থাকুন।