টুঙ্গিপাড়া

জাহাঙ্গীর আলম অপূর্ব ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ০২:১৯:০৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
 তুমি যাবে, যাবে ভাই,
 যাবে মোর সাথে টুঙ্গিপাড়ায়,
যেথায় ঘুমিয়ে আছে স্বাধীনতার জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যেখানে আছে তার স্মৃতি বিজড়িত মধুমতী নদী
আর যেখানে করছে স্নান
সেই স্থান গুলো দেখবে
জনক খেলেছে যেথায়
সেই স্থান গুলো দেখবে ।
দেখবে তাঁর স্পর্শ লেগে থাকা টুঙ্গিপাড়ার প্রকৃতির সৌন্দর্য
যাঁর গান শুনেছে হাজারো পাখির দল
সেই পাখিদের তুমি দেখবে
আরো স্মৃতি বিজড়িত শেখ বাড়ি খানা
যেখানে মুজিবের কেটেছে শৈশব কৈশোর
দেখলে ভাই তোমার মন জুড়াবে
চল না ভাই,
চল যায় টুঙ্গিপাড়ায়।
রচনাকালঃ
০৮/১২/২০২০
৫৯৯জন ৫১৬জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ