প্রার্থনা ২

জাহাঙ্গীর আলম অপূর্ব ২১ ডিসেম্বর ২০২০, সোমবার, ০২:০৩:৩৭অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

হে পরম করুণাময় রহিম রহমান

আমি যেন সদা পালন করতে পারি
তোমার দেয়া সকল ফরমান
যদি হয় কভু ভ্রান্তি হে পরম করুণাময়
অনুতপ্ত হলে করে দিয়ে
পাপ থেকে মুক্তি  আমায়
ভোগ করছি তোমার দেয়া সকল নিয়ামত
ভোগবিলাসে নিমজ্জিত থেকে
পারিনি করতে তোমার শুকরিয়া
পরজন্মে আমায় থেকে তুমি নিয়ে না হিসাবটা
আমি তো ক্ষুদ্র দূর্বল জীব পারব না দিতে
তোমার নিয়ামত ভোগবিলাসের হিসাবটি
করে দিয়াে ক্ষমা আমায়
হে সৃষ্টিকর্তা পরম করুণাময়
আমায় যেতে বাঁধা দিয়ো না ঐ সুখের স্থানটায়
পেরেছি যতটুকু পালন করতে তোমার হুকুম
তাতে আমায় শাস্তি দিয়ো না
তোমার কাছে আমার করজোড়ে এই সদা প্রার্থনা
করি সৃষ্টিকর্তা হে পরম করুণাময় রহিম রহমান।
রচনাকালঃ
১১/১১/২০২০
৭১১জন ৬২৪জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ