
১
জীবনটা বাঁধা আছে
স্বপ্নের জালে
গগনটা ভরে আছে
নক্ষত্রের তলে।
২
রাতের আঁধারে গগনে
তাঁরার মেলা
আঁধার পেয়ে জোনাকিরা
করে খেলা ।
৩
মেঘের মেয়ে মেঘকুমারী
তোর বাড়ি কই
স্বপ্নে দেখেছি আমি
তুই আমার সই।
৪
নিন্দুক নিন্দুক নিন্দুক
সবার আপন সাথী
বিনা মূল্যে করে পরিস্কার
হয়ে অন্ধকারের বাতি।
রচনাকালঃ
১১/১২/২০২০
১১টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনু চারটি।
বেশ অনুভবে।
মুগ্ধতায় শুভেচ্ছা অন্তহীণ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
শুভকামনা রইল সদা
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ছন্দময় কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল নিত্য প্রিয় পাঠক
শুভকামনা রইল
ফয়জুল মহী
সুনিপুণ লেখনশৈলী
মুগ্ধতা অন্তহীন।
আরজু মুক্তা
সবগুলোই সুন্দর
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
রোকসানা খন্দকার রুকু
ছড়া সুন্দর হয়েছে।
শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
সদা সুস্থ থাকুন
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
ছড়া পড়তে ভালো লাগে ছন্দ মিলিয়ে পড়ার জন্য।
খুব ভালো লাগলো।
নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
মন্তব্য গুলো লেখা র অনুপ্রেরণা দেয়
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক