
কোথা গেলি সোনা খুকি
কেমনে রইলি লুকি
সারাদিন বসে থাকি উঠোন বাতায়,
তোর কি হয়েছে রাগ নয় অভিমান
কখন আসবি ফিরে আঁচলের ছায়?
খেলার সাথীরা এসে কেঁদে কেঁদে রোজ,
আকুল ব্যাকুলে তোর সদা করে খোঁজ।
বানিয়ে বালির ঘর
করে ওরা ধড়ফড়
কখন ফিরবি বাড়ি এই আশা নিয়ে।
তুই না ফিরলে বাড়ি মহা ধুম ধামে
কেমনে পড়াবে ওরা পুতুলের বিয়ে?
সারাদিন বসে কাঁদে তোর ছোট ভাই,
কখনো বৃক্ষ তলে নয়তো মাচায়।
হারায়ে মুখের হাসি
ছবি আঁকে দিবা নিশি
কখন দেখবি ফিরে আশা ভরা মন।
তুই বিনে ঘরে বসে হয়ে সাথী হারা
কেমনে চলবে ওর একলা জীবন?
রাত্রে জোনাক জ্বলে কবরের দেশে,
ঝিঝিরা ডাকিয়া চলে পাষাণের বেশে।
দু একটা পাখি ডেকে
তাড়া দেয় থেকে থেকে
জ্যোৎস্না আলোয় পড়ে কাতরের ধুম।
এমন নিশীথে শুয়ে কেঁদে ভাবি একা
কে দিল পাড়ায়ে তোরে জনমের ঘুম??
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অন্যরকম ভাবনায় খুব সুন্দর কবি দা
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম প্রিয় কবি দা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব বেদনা বিধুর কবিতা
খুকি যে ঘুম দিয়েছে তার ঘুমের শেষ নেই।
শুভকামনা রইল প্রিয়
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
ফয়জুল মহী
বাহ্ মাধুর্যতায় নানন্দিক একটি কবিতা ,
অত্যন্ত মুগ্ধ হলাম পাঠ করে।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ- আপনার কবিতাটি পড়ে মনে পড়ে গেল সেই বিখ্যাত কবিতাটি।
সন্তান হারানো মায়ের আকুতি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
হারানো সন্তানের বেদনা মা ছাড়া কেউ বুঝে না।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আরজু মুক্তা
বেদনাদায়ক। এভাবেই খুকিরা হারিয়ে যায়। আর মায়েরা খুঁজে মরে
বোরহানুল ইসলাম লিটন
সন্তান হারা মায়ের যন্ত্রনা আজীবন।
সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
যে চলে যায় সে আর ফিরে আসে না। স্মৃতি আগলে অপেক্ষায় থাকার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে স্বজন।
মর্মস্পর্শী কবিতা পড়ে মন আদ্র হয়ে গেলো।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
দুঃখ সুখে এভাবেই জীবনের পথচলা।
সন্তান হারা মায়ের স্মৃতিটুকুই সম্বল হয়ে বেঁচে থাকে।
সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।