
হিম শীতে বিষণ্ণ মায়াকাব্যের পরতে পরতে
জড়িয়ে থাকা শিশিরকণার আস্তরণে
একফালি রৌদ্রজ্জ্বল আলোক ফোঁটা,
অস্তমিত মনের ভাবনার বেড়াজালে বন্দী
চূর্ণবিচূর্ণ আক্ষেপমালার ভারে নুয়ে পড়েছে।
অন্ধকূপের ব্যাঙ্গমী-
আমড়া কাঠের কালো চশমা চোখে
গলায় মুক্তোর মালার জট পাকিয়ে
সন্ত্রস্তার সাথে বিরামহীন আপোষে লিপ্ত।
বহুরূপী দিনরাত্রির বাহ্যিক বদনে ময়ূরীর সাজ
এ যেন তীর্থের কালো দাঁড়কাক!
কুলকুল স্রোতের উষ্ম সময় বহতায়
শুভ্র শিশির শুকিয়ে যায়,
রুপান্তরিত মায়াকাব্য মহীরুহ খোক্কশের গল্পে
জন্ম হয় লক্ষ ব্যাঙাচির।
কুচকুচে বর্ণে কিলবিল জনস্রোতে
বাতুলাগার হিংস্র আস্ফালন গোগ্রাসে গিলছে-
নতজানু পৌষ রোদ্দুরের সোনালী আলোকে।
[ছবি- নেট থেকে]
২৬টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
সময়টাই এমন!
বেপরোয়া রাজনীতির কূটচালে বন্দী সবাই,
অমানবিকতা, অসহিষ্ণুতার নিন্ম সীমা অতিক্রম করতে বাঁধেনা কারুর।
চারিদিকে শুধু স্বার্থের চতুরঙ্গ খেলা,
এ বলে আমায় দেখ তো ও বলে আমায়।
জানিনা ঠিক ধরতে পেরেছি কিনা।
আমাদের দৈন্যতাকে পূর্ণ করুন একটু বুঝিয়ে দিয়ে।
সমৃদ্ধ শব্দ সম্ভার! মানতেই হবে।
তৌহিদ
ধরতে পেরেছেন তো! আসলে মাঝেমধ্যে কিছু সময় আসে যখন সম্পর্কগুলি বন্দী হয় স্বার্থপরতার বেড়াজালে। একটা ভালো উদ্যোগকেও নিজেদের স্বার্থের জন্য অনেকেই বাধাগ্রস্ত করতে থাকে।
আপনার মত পাঠক পেয়ে সত্যি স্বার্থক মনে হয়। শুভকামনা সবসময়।
জিসান শা ইকরাম
নিজ স্বার্থের কারনেই অনেকেই ভালো বিষয়ের বিরুদ্ধে অবস্থান নেয়।
পদ্মা সেতু এর সবচেয়ে বড় উদহারন।
কবিতা ভালো হয়েছে,
শুভ কামনা।
তৌহিদ
একদম ঠিক ভাই। কোন ভালো কাজকেও তারা হিংসের চোখে দ্যাখে।
ধন্যবাদ ভাইজান।
সুপর্ণা ফাল্গুনী
এতো সুন্দর কবিতা ! শব্দচয়ন ও কাব্যকথনের মুন্সিয়ানায় চমৎকার ভাবে সমসাময়িক কালো অধ্যায় গুলো তুলে ধরলেন। স্বার্থের কাছে আজ সবাই বাঁধা পড়েছে। স্বার্থে আঘাত লাগলে সবাই পশু হয়ে যায়, হিংস্র হয়ে যায়।
তবে রাজনৈতিক কূটচাল গুলো সহ্যের সীমা লঙ্ঘন করেছে।
নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো সুকবির জন্য
তৌহিদ
চমৎকার বললেন দি ভাই। মানুষ হিসেবে আমরা আমাদের মানবতাকেও হিংসাত্মক কাজে ব্যবহার করি। স্বার্থপরতার কাছে সবাই বন্দী।
ভালো থাকুন আপনিও।
সাবিনা ইয়াসমিন
স্বার্থের বেড়াজাল পশমি চাদরের চেয়েও উষ্ণ হয়। শীত গ্রীষ্ম বর্ষা সবই ঢেকে যায় এই চাদরে।
সময়কে যতভাবে ভাগ করা হোক স্বার্থবাজরা সব সময়কেই সুসময় বানিয়ে নেয়।
কবিতা বেশ কঠিন লাগলো,
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
কিছু মানুষ নিজেদের অযাচিত বড় ভাবা শুরু করে। এরপরে অন্যন্য মানুষের মাঝে বিদ্বেষ ছড়ায়, নিজের স্বার্থের জন্য একজনের ভালো থাকা অন্যদের সহ্য হয়না। বেশীরভাগ ক্ষেত্রে এসব কুটনামি যার নামে ছড়াচ্ছে তারা আপনজন।
আপনজনের কাছ থেকে কষ্ট পেলে প্রকৃতিও তখন মন খারাপ হয়ে ধরা দেয়। এইতো….
সহজ করে দিলাম। ভালো থাকুন সবসময়।
রোকসানা খন্দকার রুকু
আমি কিচ্ছু ধরতে পারি নাই। খালি এট্টু বুঝলাম।
হিংসা হিংসা ভালোটা নিতে কষ্ট হয় আর কি?
শুভ কামনা রইলো। শুভ সকাল।
তৌহিদ
লেখা বুঝতে না পারাটাও ভালো পাঠকের গুন। তারমানে সে বুঝতে চাচ্ছে। ধন্য ধন্য।
হিংসে খুব খ্রাপ জিনিস, আমরা মানুষ হিসেবে ভালোবাসতে চাই সকল অহংকার ভুলে গিয়ে।
শুভকামনা আপু।
বোরহানুল ইসলাম লিটন
নগ্ন বাস্তবতার ইতিকথা।
সুন্দর উপমার শৃঙ্খলে।
নিঃসন্দেহে অসামান্য প্রিয় কবি।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা একরাশ।
তৌহিদ
মুগ্ধতা রইলো। ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা অনেক শীত উষ্ণতার শুভেচ্ছা রইল
তৌহিদ
শুভেচ্ছা জানবেন ভাই। ধন্যবাদ অশেষ।
মোঃ মজিবর রহমান
সবাই স্বার্থের জালে বন্দী
খাটি প্রেমিকও চাই অসহায় গৃহকর্তী।
সবাইযুক্ত মায়াবীজালে।
তৌহিদ
বাহ! চমৎকার বললেন ভাই। কেমন আছেন?
মোঃ মজিবর রহমান
আল্লাহপাক খুব ভালো রেখেছে। আপনাদের দোয়ায়। আপনারা কেমন আছেন?
তৌহিদ
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর লেখা
শুভকামনা রইল নিত্য
তৌহিদ
ধন্যবাদ, ভালো থাকুন ভাই।
প্রদীপ চক্রবর্তী
কবিতা ফুটে তুললেন স্বার্থের সামগ্রিক বিষয়!
ভালো লিখেছেন,দাদা।
তৌহিদ
পড়েছেন জেনে ভালো লাগলো। শুভকামনা দাদা।
আরজু মুক্তা
পরের কারণে স্বার্থ আর নিজের কারণে স্বার্থ দুটোই পাশাপাশি। “যতই বলো কাঁঠাল গাছটা আমার” এটাই মুখ্য।
তৌহিদ
একদম ঠিক, কিছু মানুষকে বুঝিয়েও কাজ হচ্ছেনা আপু।
ধন্যবাদ, ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
কুটচক্র জীবনের অনেক কিছুই কেড়ে নেয়, আমাদের করে ফেলে নতজানু।
তৌহিদ
তারা আপনজন হলে সমস্যাটা আরও বাড়ে। ধন্যবাদ ভাই, শুভকামনা রইলো।