জ্ঞানীর স্বপ্ন

বোরহানুল ইসলাম লিটন ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার, ১১:৫২:৩২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

মন গহীণের স্বপ্ন খাসা
জ্ঞান গরিমায় গড়লে বাসা
কেউ কভু কি শুদ্ধ আশা
রুখতে পারে তার,
হয় যদি তা পদ চলনে
মন জীবনের সার?

 

থাক যত বীজ অনাদরে
হোক ঘরে বা ছাই পাগাড়ে
অঙ্কুরী আশ যায় কি মরে
কিংবা খরায় মন,
জাগ্রত বা সুপ্ত শ্বাসে
রয় যদি তার ভ্রুন?

৭০৩জন ৬২১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ