
যদি ইচ্ছের চোরাবালিতে না ডুবতাম,
যদি ঝিঁঝিঁ পোকার ডাকে ঘর না ছাড়তাম,
যদি চাঁদনী পসরে পথ না হারাতাম,
যদি অভয়ারণ্যে তোমাকে না খুঁজতাম,
যদি খেয়ালি মনে শেকল বাঁধতে পারতাম,
যদি নিরালায় দুটো শব্দের ফাঁদে না পড়তাম,
যদি ভল্লুকের আঁচড়ে ক্ষত বিক্ষত না হতাম,
যদি চক্ষু নদীর গতিপথ বদলাতে পারতাম,
যদি মাঝের বাধার পাহাড় ডিঙ্গাতে পারতাম,
যদি গোল্লা ছুট মাঠের ডাক না শুনতাম,
যদি আপন চোখের তারায় পৃথিবী না আঁকতাম,
যদি গড্ডালিকায় ভাসতে পারতাম,
যদি নিয়তিকে রুখে পদবীতে আসীন হতে পারতাম,
যদি এলোমেলো ভাবনা গুঁচিয়ে নিতে পারতাম,
যদি একটি ও কাব্য মনের মতো সাজাতে পারতাম,
যদি চরকাকাটা ঘুড়ির মতো মুখ থুবড়ে না পড়তাম,
যদি তুমি-আমি, আমরা হতাম,
যদি আমি সৃষ্টিছাড়া না হতাম,
যদি আর সবার মতো লক্ষী মন্ত হতে পারতাম,
‘যদি’টাকে যদি জীবন থেকে হটাতে পারতাম,
যদিহীন নদীতে ইচ্ছেমতো সাঁতরাতাম।
১১টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতির প্রকাশ করেছেন কবি আপু অনেক শুভেচ্ছা রইল
রোকসানা খন্দকার রুকু
পুরো পৃথিবী যদিময়। এতসব গায়ে না লাগিয়ে মনের চাওয়াটাই আগে। যদি তুমি আমি আমরা হতাম, যদিহীন যদিতে জীবন কাটাতে পারতাম। হয়না হয়ত তারপরও ইচ্ছের চোরাবালি, ঝিঁঝিঁ পোকার ডাক, চাদনী পসরে পথ হারানো, অভয়ারণ্যে তাকে খেয়ালী মনে খোঁজাখুঁজি চলতে থাকুক।
শুভ কামনা রইলো।❤️❤️❤️
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর লেখা
শুভকামনা রইল নিত্য
আরজু মুক্তা
আহা!
যদি একটা বিস্ময়সূচক শব্দ
সুপর্ণা ফাল্গুনী
যদি নিয়ে চমৎকার কাব্যকথা। যদি টাকে সব কাজের অন্তরায় বলেই ধরে নেয়া যায়। যদিহীন জীবন নদীতে সাঁতার কাটতে আমারও বড় সাধ হচ্ছে।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। বিজয় দিবসের শুভেচ্ছা
প্রদীপ চক্রবর্তী
যদি টা কে মানিয়ে নিতে হয়,মানাতে হয়!
ভালো প্রকাশ, দিদি।
তৌহিদ
আমরা যদি এর বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছি। যদি আপনি এই কবিতা লিখতেন তাহলে এত সুন্দর কবিতা কিন্তু পড়তে পারতাম না!
ভালো থাকুন আপু।
ছাইরাছ হেলাল
যদি
এক অন্ধকারে বসে ভাবতা পারতাম
চন্দ্রহীনের আকাশে কী কী আঁকা থাকে,
অর্থহীন অমাবস্যার আধার-বিষ্ময়-প্রাঙ্গণে
ভয়াবহ তুচ্ছতার প্রতিনিধি হয়ে
ছিনিমিনি জীবনের
শুকনো পাতার অন্তর্দোলায় তাড়িয়ে নেয়া ফুলদানিতে
একটুখানি ফুরফুরে হাওয়া!!
অথবা
দূরের নীলাকাশে জন্ম নেয়া অগুনতি মুকুল-ভরা-তারা!!
জিসান শা ইকরাম
যদি কে তো জীবন থেকে বাদই দেয়া যায় না,
গলার কাঁটা হয়ে থাকে আমাদের কাছে ‘ যদি ‘
শুভ কামনা।
সাখাওয়াত হোসেন
যদিও আমাদের যদি-র গোলকধাঁধা থেকে বেরুনোর উপায় নেই, তবুও ইচ্ছেগুলো দারুণ।
শুভেচ্ছা রইলো অবিরত।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ পড়ার জন্য