
সময় কত দ্রুত বয়ে যায়! অতি সন্তর্পনে অতিক্রম করে চলে যায় অচেনা কোন ঠিকানায়। সে কারো কাছেই থাকে না। একজনের কাছ থেকে এসে আবার ফিরে যায় অন্য কারো কাছে। এভাবে আমার কাছ থেকেও সে কেড়ে নিয়েছে বছরের পর বছর। মাত্র ক’দিন হল বন্ধু-বান্ধব-শুভানুধ্যায়ীরা জানিয়ে দিল অর্ধশতকে পা পড়েছে আমার। নানান ধুমধাম, শুভেচ্ছা-অভিননন্দনে সিক্ত করল আমাকে। আর অশ্রুতে সিক্ত হল আমার দুটো চোখের পাতা। না, মৃত্যু আমার দিকে ধেয়ে আসছে বলে কাঁদছি না। কাঁদছি শূন্যতার জন্য। জীবনের এতটা পথ অতিক্রম করলাম, পৃথিবী থেকে শুধু নিয়েই গেলাম, দিতে পারিনি কিছুই। জন্মের পর থেকে অদ্যাবধি যে ভালবাসা পেয়েছি, সে ঋণ কি করে শুধাবো আমি! ঋণ শোধের দায় নিয়ে দু’ পাঁচটা লেখা লিখি, কিন্তু সেটাও কারো মনে দাগ কাটার ক্ষমতা রাখে না। পা পড়েছে পঞ্চাশে। সোনেলায় পঞ্চাশতম পোস্ট দিয়েছি বেশ কিছুদিন আগে ! কিভাবে কিভাবে শততম পোস্টও পার করে ফেলেছি। আজ ১০১ তম পোস্টে এসে তাই মনে হচ্ছে এইসব ছাইপাশ লেখা আসলেই অবান্তর। যে লেখা পাঠকের মনকে নাড়া দিতে পারে না তা আসলেই অর্থহীন। জানিনা তেমন করে কবে লিখতে পারব কি না। ততদিন হয়তো নীরব থাকতে হবে আমাকে।
৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
শুভ জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শততম পোস্ট এর জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। কে বলেছে আপনি কিছু দিতে পারেননি? অনেক অনেক ভালো লিখেন আপনি তবে আপনার এই বিরতি ভালো লাগে না। আপনাকে দেখলে মনেই হয়না পঞ্চাশ পেরোলেই। ইহা সত্যিই ভাইজান? শুনেছি লেখকরা বয়স বাড়িয়ে বলে 😛😛। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
শুভ জন্মদিন ভাইয়া। শুভ কামনা রইলো।
একশতম পোষ্টের জন্য শুভ কামনা রইলো॥
দুঃখ নিয়েন না জীবন এমনই। পাওয়া না পাওয়া মিলেই।
আমাকেও কেউ পন্চাশতমর শুভেচ্ছা পোস্ট দেয়নি। তাতে কি লিখছি এটাই বড়। 😍😍❤️❤️🌹🌹
জিসান শা ইকরাম
বয়সের হাফ সেঞ্চুরী পার করেছি আট বছর আগেই।
পঞ্চাশে স্বাগতম আপনাকে।
শূন্যতা কেটে যাক আপনার।
একশত পোষ্ট হয়ে গিয়েছে আপনার! আমি খুবই ব্যস্ত থাকায় এ বিষয়টি খেয়াল করতে পারিনি ভাই।
সেঞ্চুরী পোষ্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
লিখবেন আপনি আমাদের জন্য। আর মনের শান্তির জন্য।
অপেক্ষা করি আপনার লেখার জন্য।
শুভ কামনা অনেক অনেক।
তৌহিদ
সোনেলায় আপনার শততম পোষ্ট এর জন্য অভিনন্দন ভাই। আপনার মত লেখকের লেখা সোনেলার সম্পদ হয়ে থাকবে সবসময়।
আসলে কিছুটা ব্যস্ততা যাচ্ছে সবারই। এ কারনে হয়তো আপনার শততম লেখাটির জন্য শুভেচ্ছা জানাতে দেরী হলো কিছুটা। আপনি নিজেও কিন্তু অনিয়মিত হয়েছেন ভাই।
আমার শততম, দুইশততম লেখার অনুভূতি পোষ্ট আমি নিজেই লিখেছিলাম। ভবিষ্যতেও লিখবো। কি সান্ত্বনা পেলেন কি কিছুটা? আসলে এসব কোন ব্যাপারই না। এসব বিষয়ে একজন লেখক হিসেবে আমি নজরই দেইনা।
আপনি নিয়মিত লিখুন ভাই। শুভকামনা সবসময়।
ইঞ্জা
শততম পোস্টের জন্য অভিনন্দন ভাই।
এত দ্রুত শত পোস্ট দেওয়া আপনাকেই মানায়, নতুন চাকরিতে জয়েন করাতে ব্লগে আসতে পারিনা, নাহলে আপনাকে শুভেচ্ছা পোস্ট আমিই দিতাম, আমার অক্ষমতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই।
দোয়া করি যেন দ্বিশত তম পোস্ট যেন দ্রুতই হয়।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
মনির হোসেন মমি
জন্মদিনের শুভেচ্ছা সহ শততম পোষ্টের জন্য অভিনন্দন এবং শুভ কামনা।।
আরজু মুক্তা
শুভেচ্ছা ও ভালোবাসা সবসময়।