
অস্থির সময়ে বসবাসের উপেক্ষায়
দিনরাত্রির কালসমুদ্র পারাপারের মাঝি
এখন বৈঠা হাতে অপেক্ষা করেনা আর।
কে আসে কে যায় সে সংখ্যা হিসেবহীন!
অন্তরিক্ষের কালো গহ্বরে অসীমের যাত্রা আমাদের।
সীমাবদ্ধকরণ সূত্রের নিয়ম ভাঙ্গা-ভাঙ্গির খেলায়
অপেক্ষায় আমি/তুমি মাঠে নামবো একদিন।
ডান পায়ের চক্রান্তে আহত বাম পায়ে শক্তপোক্ত প্লাস্টার লাগবে হয়তো,
সাদা না হয় কালো কিংবা নীল!
স্বার্থক বিচরণস্মৃতিরা এখন বিস্মৃত প্রায়!
ভুলেভরা সত্যমিথ্যের আড়ালে আবডালে
কিচিরমিচির শব্দের জট খুলে দেয়া বিবাগী সন্যাসী
নিজেই নিজের গিঁট খুলতেই অপারগ।
কমলিনীর এঁটো জল দিয়ে
পরিশুদ্ধি লাভে মত্ত আমি/আমরা কি করে ভুলি-
বিনম্র পদধূলিতে আশ্রিত সেই শান্তিও
নিমিষেই ম্লান হয়ে যায় শ্রুতিমধুর বাকবাকম ডাকে।
অথচ দিনশেষে আমাদের নীরেই ফিরতে হয়!
ভালো থাকুক পৃথিবী-
ভালো থাকুক পৃথিবীর মানুষ!
[ছবি- নেট থেকে]
২৪টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
আসলে একটা সময় সম্পর্ক ভাঙতে লোকে ভয় পেতো,তেমনি সম্পর্ক গড়তেও সময় নিতো। এখনতো বিজলীর চমকের মতো ভাঙা গড়ার খেলা।
বন্ধন গুলো কেমন আলগা হয়ে আসছে,অথচ দিনশেষে ঠিকানা পরিবার পরিজনের নীড়ে।
সম্পর্কের যত্ন নেওয়ার জন্য সময় দিতে হবে ভাবতে হবে।
খুব ভালো লিখেছেন।
ঠিক বুঝতে পেরেছি কিনা জানিনা।
তৌহিদ
১০০ তে ১০০। মন্তব্য অনেক প্রীত হলাম আপু, লেখার মুল ভাব ধরতে পেরেছেন।
শুভ কামনা সব সময়।
বন্যা লিপি
একেকটা শব্দের পিঠে ভর করে জাগতিক যত নির্নিয়মান বর্তমান/ অতীত/ভবিষ্যতের বিজ্ঞাপন।কতটা বাস্তবতার ডামাডোল সরব হলে আমাদের কলমের কালিগুলোও টগবগ করে উছলে ওঠে! এখন আর লেহাজ বলে কোনো শব্দের মানদন্ড নেই। চলছে অনিয়মের বার্তাকক্ষে নিয়মের টাটকা যত অনাহুত সময়ের ব্রেকিং নিউজ। চলছে চলুক!
ভালো থাকারাও রকম বদলে নিয়েছে।
তবু বলি ভালোই থাকুক সব…….
তৌহিদ
চটকদার বিজ্ঞাপন নির্মাণ করতে গিয়ে আমরা ভুলে যাই আমার আমিত্বকে। সমাজে বসবাসকারী প্রত্যেকটি মানুষের নিজস্ব জগৎ আছে। সেই জগতে বিচরণকারী আমাদের ভালবাসার মানুষগুলো যত্ন নিতে হবে। স্বার্থপর সম্পর্ক প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা অমানুষ হয়ে যাচ্ছি।
চমৎকার মন্তব্য করেছেন আপু।
আলমগীর সরকার লিটন
ভালো থাকুক পৃথিবী-
ভালো থাকুক পৃথিবীর মানুষ!———চমৎকার এক অনুভূতি কবি দা
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
কে আসে কে যায় মাঝির এখন তাতে কিছু এসে যায় না। সম্পর্কগুলো কাঁচের মত যখন তখন একটু অসাবধানতায় ভেঙে যায়। স্বার্থের পুরু আস্তর পড়েছে অনিয়মের নিয়ম মেনে। নীড় হবে ভাইয়া।
পৃথিবী ভালো থাকুক, ভালো থাকুক পৃথিবীর মানুষ। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
আমাদের আশেপাশে বসবাসকারী মানুষগুলোর সাথে নিজেদের সম্পর্কের যত্ন নেয়া উচিত। দিন শেষে যে ঘরে ফিরতে হয় সেখানে তিক্ততা তৈরি করে কি লাভ তাই না? আপু সুন্দর মন্তব্য করেছেন।
ভালো থাকুন।
রেজওয়ানা কবির
সম্পর্কগুলো ভাঙ্গা গড়ার মধ্যে দিয়েই চলছে,তবুও সম্পর্কগুলো ধরে রাখার জন্য সময়, বোঝার ক্ষমতা, আর যত্ন আবশ্যক। ভালো লিখেছেন ভাইয়া।
তৌহিদ
অবশ্যই স্বপ্ন গুলো যত্ন নিতে হবে। আপনিও ভালো থাকুন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
কে আসে কে যায় সে সংখ্যা হিসেবহীন!
অন্তরিক্ষের কালো গহ্বরে অসীমের যাত্রা আমাদের।
হিসেবহীনের অন্তরীক্ষে কালো গহ্বরে জমা হয় অসংখ্য না বলা না দেখা কথা।
তবুও আমাদের চলতে হয় ভাঙা গড়ার নিয়ম মেনে।
খুবি ভাবনাযুক্ত লেখনী, দাদা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, শুভকামনা জানবেন।
কান্ত রায়
কে আসে কে যায় সে সংখ্যা হিসেবহীন!
কবিদা 💜
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভাল থাকবেন আপনিও।
রোকসানা খন্দকার রুকু
সবাই সব বলেই ফেলেছেন। আমি শুধু বলব অসাধারণ একটি কবিতা পড়লাম। শুভ কামনা ভাই।🌹🌹
তৌহিদ
ধন্যবাদ আপু, আপনার জন্যেও শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
একান্ত অনুভূতি পড়ে মুগ্ধ
শুভকামনা রইল
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকুন।
আরজু মুক্তা
পৃথিবী বদলায়। আমরাও বদলে যাই। কিন্তু সম্পর্ক আলাদা জিনিস। এখানে হারাবার ভয় নেই। একজন কে ঠকিয়ে জেতার সম্ভাবনা নেই। একটু শুধু আত্মত্যাগ দরকার
তৌহিদ
এই আত্মত্যাগেই যখন স্বার্থপরতা আসে সমস্যা হয় তখনই।
ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
দিন-শেষের হিসেব ই আসল হিসেব। আমরা বুঝতে পারি বা না-পারি।
সময় বয়ে যায় নিজ নিজ নিয়মে।
তৌহিদ
সময় বয়ে যায় তার গতিতে, পিছনে রেখে যায় জানা অজানা নামহীন কিন্তু স্পর্শকাতর কিছু সম্পর্ক।
ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
সব কুছ ঝুটা হ্যায়,
দিন শেষে আমাদের নীড়েই ফিরতে হয় ফিরতে হয়, এটিই একমাত্র সত্য।
শুভ কামনা।
তৌহিদ
এটাই বাস্তব ভাই। একারনে সম্পর্কগুলোর যত্ন নেয়া উচিত।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অশেষ।