অনাহূত সময়

তৌহিদুল ইসলাম ৩ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১২:১৮:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

 

অস্থির সময়ে বসবাসের উপেক্ষায়
দিনরাত্রির কালসমুদ্র পারাপারের মাঝি
এখন বৈঠা হাতে অপেক্ষা করেনা আর।
কে আসে কে যায় সে সংখ্যা হিসেবহীন!
অন্তরিক্ষের কালো গহ্বরে অসীমের যাত্রা আমাদের।

সীমাবদ্ধকরণ সূত্রের নিয়ম ভাঙ্গা-ভাঙ্গির খেলায়
অপেক্ষায় আমি/তুমি মাঠে নামবো একদিন।
ডান পায়ের চক্রান্তে আহত বাম পায়ে শক্তপোক্ত প্লাস্টার লাগবে হয়তো,
সাদা না হয় কালো কিংবা নীল!

স্বার্থক বিচরণস্মৃতিরা এখন বিস্মৃত প্রায়!
ভুলেভরা সত্যমিথ্যের আড়ালে আবডালে
কিচিরমিচির শব্দের জট খুলে দেয়া বিবাগী সন্যাসী
নিজেই নিজের গিঁট খুলতেই অপারগ।

কমলিনীর এঁটো জল দিয়ে
পরিশুদ্ধি লাভে মত্ত আমি/আমরা কি করে ভুলি-
বিনম্র পদধূলিতে আশ্রিত সেই শান্তিও
নিমিষেই ম্লান হয়ে যায় শ্রুতিমধুর বাকবাকম ডাকে।
অথচ দিনশেষে আমাদের নীরেই ফিরতে হয়!

ভালো থাকুক পৃথিবী-
ভালো থাকুক পৃথিবীর মানুষ!

[ছবি- নেট থেকে]

৯৩০জন ৭৯৭জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

কোনো পোস্ট নেই!

ফেইসবুকে সোনেলা ব্লগ