দিনগুলো

আলমগীর সরকার লিটন ২৮ নভেম্বর ২০২০, শনিবার, ১০:১৪:২১পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

এখনকার দিনগুলো বড় অসহায়
কোন চঞ্চলতা নেই- নেই কোন দুরন্তপনার
একজেদি বিকালের খেলাধুলার মাঠ!
সবই জানি বয়সের কাছে হারমানো দিন;
শ্যাওলাতে পরে নয় উঠানে দ্বার কিংবা রাস্তা
তবুও রঙিন চশমা জেনো জল জল করে।

অনুভবের দিনগুলোর ইচ্ছাডানার উড়েযেতে চায়
নীলাকাশে কিংবা সবুজ চিনাজানা গাঁয়ের
মেঠোপথ কিন্তু কথায় জানি অবরুদ্ধ করা দিন
খুলা জানালা দক্ষিণা দ্বারে ফিরে যেতে চাই
অথচ সময়ের তানবাহানা বড় দুষ্টুমির খেলা করে
অতঃপর একলা হয়ে যাচ্ছে কিছু দিনগুলো।

১৩ অগ্রহায়ণ ১৪২৬, ২৮ নভেম্বর ২০

——————————————-

৭০৬জন ৫৯৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ