
ভর দুপুরে তৃষ্ণার্ত পথ কাঁদি কাঁদি ডাবে ডোবে গেল । চৈত্রের রোদে ঘামের নদী থেকে হেঁটে এলো বর্ষার লালচে পুঁটি। প্রণয়ের সুর ভেসে গেলো কেন্দ্রে কেন্দ্রে । কমলার কোষে জ্বলে উঠলো অস্তিত্বের আগুন । তিন দিনের মাথায় তাবু চিরস্থায়ী হলো। কেউ পেল আর কেউ হারালো । স্নেহ আর ভালোবাসার দায়ে পৃথিবী ছেড়ে গেল ঘরের সবচেয়ে বড়ো টাওয়ারটি ।
পাঁচটি আঙুল জড়িয়ে ধরলো ম্যানগ্রোভ কোলাহল। নতুনের আগমন সবসময় উজ্জ্বল। আনন্দ করতালে পেরিয়ে গেল বছর। সেদিনের শিশু মেয়েটিও জন্ম দিল আরেক শিশুর।
এদিকে বাড়ির কুকুর মন্টু একাই ছিলো বছর ধরে । তপ্ত দুপুরে জিহবা বের করে বসে থাকে রোজ । রেলের বগির মতো নড়ে তার পেট। আনমনা উদাসীন বেসেলর। হঠাৎ করেই ওপাড়ার সুখী সঙ্গী হলো তার। বেশ জমেছে এবার সমগ্র এলাকায় তাদেরকে এখন সুখী দম্পতি বলা যায়।
আরও বছর পরে নক্ষত্র কেঁদেছিলো । মমতার দায়ে বুকের বালিশে জমেছিল অপেক্ষার লবন । সে বছর ছেলেটি বিদেশ গেল অবরুদ্ধ গরম বাতাস আর ডাকিনী শাশুড়ির জ্বালা যন্ত্রণায় বাসা বাঁধলো শরীরে হৈমন্তীর রোগ। ছেলেটি ফিরে আসার পর প্রমাণিত হলো পরকীয়া অভিযোগ। গভীর এক অন্ধকারে আঙুলগুলো ফুঁসলে ধরলো মেয়েটির গলা। দড়িতে ঝুলিয়ে দিলো ভালোবাসা।
পড়শির শত্রুতার ফাঁদে মন্টু সাবান খেয়ে মরেছে দুদিন হলো ।পতিত ভূমিতে চাপা দিয়েছে বাড়ির লোকেরা।একে একে সপ্তাহ গেল। সুখী আর বাড়ি ফিরে না । যেন তার সবকিছুতেই ঢুকে গেছে কাল । নাওয়া-খাওয়া ছেড়ে পড়ে রইলো কবরের পাশে। যতক্ষণ না তার আত্মা ছেড়ে গেল তাকে।
১৬টি মন্তব্য
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর মনোভাবের সাবলীল প্রকাশ। সার্থক g লেখা
দালান জাহান
কৃতজ্ঞতা দাদা। শুভরাত্রি
জিসান শা ইকরাম
মানুষের প্রেমের তুলনায় পশুর প্রেমই নির্ভেজাল মনে হয় আজকাল,
আমরা পশুদের অনুসরন করতে পারি।
ভালো লেগেছে ছোটগল্প।
শুভ কামনা।
দালান জাহান
আপাত দৃষ্টিতে তাই মনে হয় কিন্তু এর পরেও আমরা মানুষ। আর মানুষ বলেই এতো রূপ বৈচিত্র্য বিরাজমান আমাদের চরিত্রে। অনেক অনেক কৃতজ্ঞতা দাদা।
সুপর্ণা ফাল্গুনী
মানুষ এর প্রেমে যত ই সৌন্দর্য থাকুক আজকাল সেখানে কালসাপ ঢুকেছে, নোংরামি ঢুকেছে। পশুর প্রেম আজো খাঁটি ই আছে। চমৎকার গল্প। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
দালান জাহান
কৃতজ্ঞতা কবি শুভরাত্রি
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার চমৎকার চমৎকার লিখেছেন
শুভকামনা রইল সতত
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা
তৌহিদ
তারপরেও আমরা মানুষ। পশুত্ববৃত্তির সাথে আমাদের কিছুটা ফারাক তো আছেই।
ভাল থাকুন ভাই।
দালান জাহান
হা দাদা। এটাই বিচার্য
সুরাইয়া নার্গিস
অসাধারন লিখেছেন ভাইজান।
দালান জাহান
ধন্যবাদ কবি শুভরাত্রি
রেজওয়ানা কবির
তবুও আমরা মানুষ কারন আমরা আশরাফুল মাখলুকাত। তবে ইদানীং মানুষরুপী হায়েনা রয়েছে যারা মানুষ নামটার বদনাম করে। ভালো লিখেছেন ভাইয়া। শুভকামনা।
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা
রোকসানা খন্দকার রুকু
আমরা মানুষ অথচ কি অবস্থা আমাদের। নোংরামীতে ভরপুর আমাদের প্রেমিক মন।
অনেক ভালো লাগলো ভাইয়া।
শুভ কামনা রইলো।
শুভ সকাল🌹🌹
দালান জাহান
ধন্যবাদ আপু ভালো থাকুন সবসময়