বৃক্ষরা ভুলে যায় শেঁকড়ের নাম-গোত্র

হালিম নজরুল ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার, ১২:৩৩:৪১অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

চেয়ে দ্যাখো’ ওই বিস্তৃত শাখাগুলোয়,
ফুঁটে উঠেছে পত্রপল্লব-ফুল ও ফসল।
কেউ ভালবাসে স্ববর্গীয় ছায়া,
কেউ বা ধার করা আলো।

এভাবেই চারাগুলো বৃক্ষ হয় একদিন।

অতপর বিস্তৃতি অন্ধকার থেকে আলোয়,
আলো থেকে অন্ধকার,
রাজপথ থেকে গলিপথ,
গলি থেকে নিষিদ্ধ নগর।

ঘাসের ছায়াগুলো বড় হতে হতে–
পৃথিবীতে নামায় অন্ধকার।
গেঁয়ো প্রদীপটাও কখনো কখনো–
হয়ে ওঠে দীর্ঘমেয়াদী সূর্য।
এভাবেই ওরা একদিন——
ভুলে যায় শেঁকড়ের নাম-গোত্র।

———————0 0——————-

৬৪৪জন ৫৪৬জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ