চেন ভাই? চেন বোন? চেন এই মাকে?
সারাক্ষণ আঁচলে যার মমতারা থাকে।
তার স্নেহে বেড়ে ওঠে ওই গাছগুলি,
গেয়ে ওঠে দোয়েল আর ঘুঘু-বুলবুলি।
মায়ার পরশে আম কাঁঠালের বনে,
ওরা যেন নেচে ওঠে প্রতি ক্ষণে ক্ষণে।
কাতল-বোয়াল-রুই-রূপালী ইলিশ,
পদ্মায় মেঘনায় করে ফিস ফিস।
শাপলা-শালুক-জুঁই-শিউলির ফুলে,
গুনগুন গান গায় নানা সুর তুলে।
ওই যে সবুজ ক্ষেত ওই রঙধনু,
নীলাকাশে গোলাকার চাঁদ-তারা-ধনু,
জান কেউ,কি করে তা আমাদের হল?
কার প্রতিদানে রোজ পতাকাটা তোল?
তিরিশ লক্ষ প্রাণ, শহীদের দানে,
মুক্ত আকাশের ঐ সূর্যটা আনে।
দুই লাখ মা বোনের সম্ভ্রমও গেল,
রক্তের স্রোত বেয়ে স্বাধীনতা এল।
শোধরানো যায় না তো তাদের ঐ ঋণ
তাই মনে বেজে ওঠে বেদনার বীণ।
চিনলে তো, এই মা আমাদের এ দেশ,
চলো গড়ে তুলি তাকে,গড়ি পরিবেশ।
———————0 0———————-
১৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
যাদের আত্নত্যাগে এই মাটি, দেশ, গাছ, পতাকা পেয়েছি তাদেরকেই অসম্মানিত হতে হচ্ছে বারবার, পদে পদে। আমরা এখন বেইমান জাতি হিসেবে পরিচিত, বিখ্যাত। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ রাত্রি
হালিম নজরুল
দেশকে ভালবাসার জন্য ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
রক্তের ঋণ কখনো শোধ হবার নয়। যাদের কারণে স্বাধীন দেশ পেয়েছি সেই সকল বীর বীরাঙ্গনাদের সশ্রদ্ধ সালাম।
আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা নজরুল ভাই।
মনে মানে সব সময় সেরা হয়ে থাকুন সকলের মাঝে।
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
আপনার জন্যও শুভকামনা রইল
ছাইরাছ হেলাল
ভুলে যাওয়া, ছুড়ে ফেলার নিয়ত অভ্যাসে সব কিছু ধোঁয়াশা,
দৃষ্টি-বিভ্রম কী-না তাও ভাবতে বসি।
ভালোবাসা ফিরে আসুক ভালোবাসাবাসিতে এ কামনা করি।
হালিম নজরুল
ভালবাসার জন্য ধন্যবাদ প্রিয় কবি ভাই।
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনার প্রকাশ কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
শামীম চৌধুরী
এই ঋণ শোধানোর নয়। দারুন কবিতা।
হালিম নজরুল
প্রেরণার জন্যে ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
তাঁদের ঋণ কখনোই শোধ হবার নয়।
শুভকামনা
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা আপু।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ সুন্দর কবিতা মাকে নিয়ে লিখেছেন
শুভকামনা রইল সতত প্রিয় কবি
প্রদীপ চক্রবর্তী
তিরিশ লক্ষ প্রাণ, শহীদের দানে,
মুক্ত আকাশের ঐ সূর্যটা আনে।
দুই লাখ মা বোনের সম্ভ্রমও গেল,
রক্তের স্রোত বেয়ে স্বাধীনতা এল।
শোধরানো যায় না তো তাদের ঐ ঋণ
তাই মনে বেজে ওঠে বেদনার বীণ।
এই ঋণ শোধরানোর নয়।
খুবি ভালো লিখেছেন, দাদা।
রোকসানা খন্দকার রুকু
কিছু ঋণ কখোনোই শোধ হয়না।
অনেক ভালোবাসা আমাদের সেই মায়েদের জন্য।
আপনার জন্যও শুভকামনা রইলো ভাইয়া।🌹🌹