
১
প্রতি ভোরে হরেক ফুল ফুটে
সব ফুলের বুকে , সুবাস কি জুটে
তবু তারা ফুটে, পাপড়ি মেলে
আকাশের বুক জুড়ে , স্বপ্ন ঢেলে
কে রাখি, কবে তার খোঁজ
অযুত ,নিযুত কোটি, এভাবেই হয় নিখোঁজ ।
২
আছি টান পোড়নের বৈচিত্রে
রীতিমালায় নাই অভিমানের খোঁজ
বৈরী সময়ের প্রতিকুলতা ছুঁয়ে যায়
জীবন নামের প্রবাহে , ত্রিভুজ ।।
রচনা কাল ঃ ২২/১১/২০১৯
ঢাকা
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
মাশাআল্লাহ , সুকোমল মনের ভাবনা । অনুপম অনুভূতি
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
অনেক ফুল ফোঁটে কিন্তু সব ফুলের বুকে গন্ধ থাকে না। ভালো থাকুন সুস্থ থাকুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
হালিম নজরুল
দ্বিতীয়টি বেশি ভাল লাগল।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
ভাল থাকবেন
সাবিনা ইয়াসমিন
সব ফুলে সুগন্ধি নিয়ে ফোটে না, কিছু ফুল অনাদরে রয়ে যায়, তেমনই অভিমান কোন রীতিনীতির ধার ধারে না। দুটো লেখাই ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
শামীম চৌধুরী
বাহ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
আরজু মুক্তা
২য় টি বেশি ভালো লেগেছে
কামরুল ইসলাম
ধন্যবাদ
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ লিখেছেন প্রিয় কবি
সদা শুভকামনা রইল
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা