
এই কি সেই প্রেম!
যারে আমি নিজের হাতে…..
না, না আমি খুন করিনি!মূলত পারিনি।
বলতে পারো কেউ?
বুকের পিঞ্জরে কার পদধ্বনি শুনি!
খাঁচার খিল খুলতে কার আকুলিবিকুলি!
পোষা ময়না ও তো ছেড়ে যায় নাকি?
সাধে কি আর বন্দি করেছিনু তোরে প্রাণপাখি!
তুই কি জানিস না?
কার তরে বুকের ভেতর উথলে ওঠে ঢেউ!
সেই ঢেউ ভাসিয়ে নেয় সংযমের সব বাঁধ,
ভেঙে দেয় একা থাকার সমস্ত প্রতিরোধ।
চাইলেই কি ভোলা যায় প্রেম!
প্রেম তো মনের আয়নায় এসে দাঁড়ায়,
ধূলিমাখা তানপুরাটায় সুর তুলে বিষাদ জাগায়,
হোক বিষাদ তবুও প্রেম!
অরুণের তরুণী প্রেম বেলা পড়ে এলেই কি ভ্রম!
কস্মিনকালেও নয়,
সে যে তুলে রাখা নিপাট প্রিয় শাড়িটির মতোন,
যার ন্যাপথলিনের গন্ধটাও অতি প্রিয়!
সেই তো বিষন্ন অনুভব হলেও প্রেম!
তাই তো তোকে চোখে চোখে রাখি,
নিভৃতের অশ্রু ফোঁটাটি তো তুই,
মুখের হাসির ক্ষীণরেখাটি ও তুই।
তোকে নিয়ে সাজাই কল্পরাজ্যে গল্পের ডালি,
তুই যে আমার আঁধার কুঠুরিতে চাঁদের ফালি।
২১টি মন্তব্য
শামীম চৌধুরী
প্রেমটা আসলেই মনকে আনচান করে তুলে। আর সেই প্রেম যদি হয় স্বর্গীয়। কোন প্রেমিক বা প্রেমিকাই পারেন না নিজ হাতে তার প্রেমকে খুন করতে। প্রেমের মাঝে যদি এমন করে হাবুডুবু খান তবে এত শত শত প্রশ্নতো আসবেই।
অসম্ভব ভালোলাগা একটি কবিতা।
খাদিজাতুল কুবরা
শামীম ভাইয়া এখানেই সমস্যা বাস্তবে আমি কাটখোট্টা দিদিমণি। আমার পরিবারের সবাই এটা জানে। লেখক আর অভিনেতার বহিঃপ্রকাশ দেখে আসল মানুষকে বোঝা যায় না।
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
ছাই পাশ লিখি সময় কাটাই।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর
ফয়জুল মহী
ভালো লেগেছে লেখা
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ মহী ভাইয়া।
আন্তরিক শুভেচ্ছা রইল
সাবিনা ইয়াসমিন
প্রেমের ভাবসম্প্রসারণ পড়লাম। যেই প্রেম বর্ণে, অনুভবে অথবা ক্ষণে/ ক্ষমায় / ক্ষমতায় অদলবদল হয় সেই প্রেম প্রেম নয়। প্রকৃত প্রেম এমনই হয়, এই কবিতার মতন 🙂
খাদিজাতুল কুবরা
আমার ছাই পাশ লেখায় ও আপনার সুন্দর মন্তব্য আমাকে বিশেষ ভাবে অনুপ্রাণিত করে।
ভালোবাসা নেবেন আপু।
মোঃ মজিবর রহমান
প্রেম অন্তরনিহিত অস্থিতে স্থান পায়। যা ভুলার নয় হৃদয় জাগ্রত।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকুন শুভকামনা রইল
ছাইরাছ হেলাল
সুবে সাদেকের নিঝুম ভোরে ,
ঘাসের তীর্থে
নেমে আসে শিশির-ফোঁটা,
গুনগুন করা কবিতার মত,
স্তব্ধতার কোল ঘেঁষে গভীর অনুরাগে ;
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার ছাই পাশ লেখা পড়ে সুন্দর কবিতার চরণ উপহার দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা সহ শুভেচ্ছা জানাই।
রোকসানা খন্দকার রুকু
দুরো ভাল্লাগেনা!!
খাদিজাতুল কুবরা
হায় হায়!
এতো পঁচা লিখেছি!
পরের বার চেষ্টা করবো।
রোকসানা খন্দকার রুকু
কি সর্বনাশ অর্ধেক চলে গেছে। সরি।
সুপর্ণা ফাল্গুনী
যে ভালোবাসে সে কখনো প্রেমকে খুন করতে পারে না। পদধ্বনি শুনি তার আমি বারে বারে-গানটির কথা মনে পড়ে গেল। প্রেম বদলে যায়না নিপাট শাড়ির মতো আলমারিতে তোলা থাকে মাঝে মাঝে খুলে দেখা হয় অনেক যত্নে গচ্ছিত প্রেমকে। চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
খাদিজাতুল কুবরা
দিদি ভাই আপনার মন্তব্য পাওয়া অব্ধি আমার লেখা পূর্ণতা পায় না।
খুব ভালো লাগলো সুন্দর মন্তব্য পেয়ে।
অনেক ভালোবাসা রইলো প্রিয় দিদি ভাই
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹।
আরজু মুক্তা
হায় প্রেম! দারুণ উপস্থাপন।
পারো,সাধে, তানপুরাটা বানান সম্পাদন করেন
খাদিজাতুল কুবরা
আপু পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বানান বলে দেওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানবেন।
ভালোবাসা রইলো আপু
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির প্রকাশ কবি আপু
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ লিটন দা
তৌহিদ
চাইলেই প্রেম ভোলা যায়না,,আবার প্রেমকে আগলে না রাখলে, যত্ন না করলে ফুড়ুৎ করে উড়াল দিতেও দেরী করেনা।
সুন্দর অনুভাবী লেখা। ভালো থাকুন আপু।