
প্রাচীন শশাংক গগনে হেলান দিয়ে নামতা আওরাচ্ছে,
খোলসবিহীন আত্নারা নীরদের চড়কায় ঘুরছে সময়ের পেন্ডুলামে।
বৃন্দাবনে শ্যাম কীর্তনে মাতোয়ারা ললিতাগণে;
তুমি-আমি ব্রত জীবনের হিসাব মেলাতে।
নানান অলঙ্করণে সজ্জিত ঐতিহাসিক মানব-সভ্যতা;
চরিত্র গুলো পোশাক বদলাচ্ছে গিরগিটির আদলে।
দেয়াল ঘড়িতে মৃত্যু পরোয়ানা বহাল- তবুও রঙ্গমঞ্চে চলছে অভিনয়ের দুর্দান্ত প্রদর্শনী।
অনুভূতিহীন সমাজ-ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন-
হৃদয়ের বেলাভূমিতে স্মৃতিগুলোর অস্তিত্বের হুংকার;
তথাপি বিস্মৃতির অতলে আশ্রয় খুঁজি চাতুরীয় ঢংয়ে।
প্রবীণ-চোখে আগুনের উত্তাপ ছাইভস্ম উড়ায় অলক্ষ্যে,
নেশার পানীয়তে দুঃখ বিলাসী সুখের পায়রা গুনে।
সাগরের ফেনিল স্রোতে শবদেহের দ্রবীভূত লোনাজল-
বালিতে সমাধিস্থ।
পালকবিহীন ঘুড়ি এথা হোতা খাচ্ছে গোট্টা, তবুও উড়তে চায় নাটাই ছাড়া;
সোমরসে বুঁদ হয়ে জীবনকে খুঁজি মর্ত্যের স্বর্গ-দ্বীপে।
সহস্র আর্তনাদ, অপ্রকাশিত গল্প- নোনায় ধরা দেয়ালে বন্দী;
নাগরিক সভ্যতা মাকড়সার জালে জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে।
ছবি-নেট
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা বর্ষপূর্তির।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া।😍😍😍 আপনাদের সাথে থাকতে পেরে খুব ভালো লাগছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
হিংস্র-হিংসার বিষাক্ত-কুহক-নিঃশ্বাস ধেয়ে আসে,
পরক্ষণেই মলিন/বিলীন হতে দেখি।
আলোর প্রত্যুষ নিয়ে প্রবহমান নদী-জলের মত
বর্ণমালার বিচরণ উপচে-পড়া কুল উপকূলে।
সুপর্ণা ফাল্গুনী
🌹🌹💓💓 ভালো থাকবেন নিরাপদে থাকবেন। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ।
তৌহিদ
সোনেলায় একবছর পুর্তিতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন দিদিভাই। সময়ে আবর্তে বন্দী আমরা সবাই। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে গিরগিটিরর মত।
ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই। আপনাদের সবার অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। 🌹🌹 আপনাদের সাথেই আছি থাকবো
রোকসানা খন্দকার রুকু
বর্ষপূর্তির শুভেচ্ছা দিদিভাই।🌹🌹🥀🥀🌺🌺😍😍
কলম চলুক দূর্বার গতিতে। কিন্তু একবছর মানে বুড়ো যে হয়ে গেলেন তার কি হবে?😜
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
মাত্তল দুখানা দাঁত দেখা গেছে আপুনি এক বছরে 😋😋। বুড়া হইনি 😭😭😭😭। অসংখ্য ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
বর্ষশেষেও গেঁয়ে যাক কাব্য
এই হোক অনুভূতির শ্রাব্য।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভকামনা রইলো আপনার জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন সতত
শামীম চৌধুরী
আগেই দিদিভাইকে বর্ষপূর্তিতে অভিনন্দন জানাই।
আর সুন্দর কবিতার জন্য রইলো শুভ কামনা।
ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অভিনন্দন ও শুভকামনা জানানোর জন্য। আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন।একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
আরজু মুক্তা
আরও সামনে এগিয়ে চলুন। বর্ষপুর্তির শুভেচ্ছা।
সময়ের দেয়ালে বন্দি। সভ্যতার পেন্ডুলাম শুধু ঘোরে আর পেঁচিয়ে যায়।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণায় সামনে এগিয়ে যেতে চাই। ভালো থাকুন সুস্থ থাকুন। সতত শুভ কামনা
হালিম নজরুল
দেয়াল ঘড়িতে মৃত্যু পরোয়ানা বহাল- তবুও রঙ্গমঞ্চে চলছে অভিনয়ের দুর্দান্ত প্রদর্শনী।
———–চমৎকার
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা অফুরন্ত।
সাবিনা ইয়াসমিন
আমি এত্ত কঠিন শব্দের কবিতা ঠিকঠাক বুঝি না 🙁
এই ব্লগে এমন একজন আগে থেকেই আছেন, এখন আপনিও তার সাথে যোগ হলেন। কবিতা পড়ে বোঝার স্বপ্ন ধুলিস্মাৎ হয়ে গেছে আমার।
“খোলসবিহীন আত্নারা নীরদের চড়কায় ঘুরছে সময়ের পেন্ডুলামে”
এখানে আত্মার নীর আসলে কেমন নীড় যদি একটু বলে দিতেন কৃতার্থ হতাম 😇
সুপর্ণা ফাল্গুনী
😍😍 আপু নীর নয় নীরদ ।অর্থ হলো মেঘ। মরে গেলে আত্নারা নাকি আকাশে চলে যায়, তাই আত্নারা মেঘের চড়কায় ঘুরছে বোঝালাম। ভালোবাসা অবিরাম 🌹🌹। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
শামীনুল হক হীরা
যেখানে শান্তির সুবাতাস বয়,।সেখানেই আত্নার শান্তির নীড়।।
এক কথায় অসাধারণ লিখলেন প্রিয়।।
আর কিছু বলার নেই শুভকামনা নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। খুব খুব খুশি হলাম আপনার মন্তব্যে। ভালো থাকুন সুস্থ থাকুন। নিয়মিত মন্তব্য চাই, মন্তব্যের উত্তর চাই। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
নবকুমার দাস
সুন্দর উপস্থাপনা । ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনার জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল