
একদা মন পাড়ার পাড় ভাঙার শব্দ শুনেছিলো হৃদয়!
ভাঙতে ভাঙতে মস্ত কূপ।
ভেবেছিলাম বেশতো কূপের জলে কাটিয়ে তুলবো, সমস্ত খরা দুঃখ জরা।
না ভাঙন আর থামেনি একটি মুহূর্তের জন্য,
সেই থেকে কেবল ভাঙছে…..
রাশি রাশি জল জমে সেথায় এখন ফেনিল সমুদ্র!
দীর্ঘ সোনালী সৈকত, সাদা বেলাভূমি।
এতো সাদা যে চোখ ঝলসে যায়!
অপর প্রান্তে উঁচু উঁচু অন্তরীপ আর ধূসর পর্বত মালা!
রোজ রাতে উপকূলে চলে আসে সে,
শুনতে পায় সাদা সমুদ্রতটে আছড়ে পড়া ঢেউয়ের গর্জন!
ঢেউ ভেঙে এগিয়ে আসছে কে যেন!
কিন্তু সে কখনো তীরে পৌঁছায়না।
বুঝতে পারে উপকূলীয় আদ্র বাতাস মাটির সোঁদা গন্ধই কেবল সঙ্গী।
সাগরতল কিংবা দ্বীপের অমলধবল চূড়া জেগে উঠা দেখার স্বপ্ন নেই আর…
বহির নোঙর তো দুঃস্বপ্ন!
অস্পৃশ্য হৃদয় আর কোন ঝড়ের স্বপ্ন দেখেনা,
ঢেউ ভেঙে যে এগিয়ে আসতে চাইতো তাকে ও না।
এখন সে কেবল সাদা বালুচরে ফেনিল সমুদ্র সফেনের মিছিল দেখে।
সন্ধ্যার অন্ধকারে বিড়াল ছানার মতো খেলা করে ওরা।
ওদের সে ভালোবাসে।
দুঃখ বিলাস নয় কিন্তু শুধু সমুদ্র বিলাস!
২৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ভাঙনের খেলায় মেতেছে মন,
মন ভাঙার দ্বায় নিতেই আছড়ে এলো উত্তাল ঢেউ!
তীর-কূল ভাঙা হলে ঝাপসা দৃষ্টি মেলে খুঁজে ফিরি হৃদয়,
হৃদয়! সেতো ভেঙেছে ভাঙনের প্রাক্কালেই…
অনেক সুন্দর লেখেন আপনি। শব্দ গুলো একদম মনের ভিতরে প্রবেশ করে।
* ফনিল এর স্থানে ফেনিল পড়তে ভালো লাগবে।
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপু আমি ফেনিল শব্দটাই ব্যবহার করলাম আপনার কথামতো
সাবিনা ইয়াসমিন
প্রতিটি লেখকেরই কিছু নিজস্ব ভাষা থাকে যার দ্বারা লেখককে আলাদা করে নেয়া যায়। আপনি আপনার মতো করে দিলেও ভালো লাগতো, ভক্ত পাঠকের কাছে লেখকের সব শব্দই সমাদৃত 🙂
খাদিজাতুল কুবরা
আপু আপনার মন্তব্য মানেই উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়।
আপনার সুপরামর্শ সবসময়ই ভালোলাগে।
সম্প্রতি “The Old Man &The Sea ” Written by Ernest Hemingway. বইটির বাংলা অনুবাদ পড়েছি সেখানে ফনিল শব্দটি বেশ কয়েক জায়গায় ব্যবহৃত হয়েছে। ফনিল/ফেনিল শব্দ দুটির কোনটি সঠিক নাকি দুটোই সঠিক?
সবসময় সুপরামর্শ দিয়ে পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় আপু
আরজু মুক্তা
আপনি ডিকশনারি দেখেন। একটু রূপক মনে হয়।
খাদিজাতুল কুবরা
আপু কবিতাটি রুপক অর্থে লিখেছি
সাবিনা ইয়াসমিন
ইংরেজি বইয়ের বাংলা অনুবাদে অনেক সময়ই আমরা কিছু ব্যতিক্রমী শব্দ পাই। যেগুলো প্রায় একই অর্থে মনে হলেও ভাষাগত কারনে উচ্চারণ আলাদা মনে হয়।
আমরা যেমন, বলেছে, শুনেছে এমন সব শব্দ লিখতে/ পড়তে অভ্যস্ত তেমনি কোলকাতার বই গুলোতে কয়েচে, শুনেচে এই টাইপ। অর্থ একই কিন্তু উচ্চারণ ভিন্ন।
সে অনুযায়ী আমরা ফেনিল পড়ে অভ্যস্ত হয়েছি 🙂
খাদিজাতুল কুবরা
সুন্দর করে বুঝিয়ে বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ভালোবাসা রইলো
রোকসানা খন্দকার রুকু
সকালের সোনারোদ, হাতে কফি আর আপনার কবিতা॥ মোহময় মুহূর্ত। 😍😍
তো ম্যাডামের সমুদ্র বিলাস ছিল নাকি। অনেকদিন পর লিখলেন। মিস করছিলাম। ধন্যবাদ সুন্দর একটি কবিতার জন্য।
ভালো থাকবেন। শুভ সকাল।
খাদিজাতুল কুবরা
আপু আপনার মতো গুণিজনের প্রশংসা আমাকে অনুপ্রেরণা দেয়। তবে আজকাল মনের জোর পাইনা।
আমি নোয়াখালীতে আমার নিজের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে মসিবত হচ্ছে নেট পাইনি। আর কিছুটা ইচ্ছে ও ছিল সব প্রযুক্তির বাইরে থাকার। আমিও আপনাকে মিস করেছি।
কবিতাটি রুপক অর্থে লেখা। কিছু আবেগ কিছু স্মৃতির কথা। এ সময়ের মোহহীন জীবনের কথা।
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনার কথাগুলো যেন হৃদয়ের অন্তঃস্থল থেকে তুলে ধরলেন। ফনিল একটা ইনজেকশন এর নাম যতদূর জানি। আরো দুএকটা কবিতায় ফনিল শব্দটি পেয়েছি। এটা কি উচ্চারণের জন্য এমনটা করেছে জানিনা। কবিতার শব্দচয়নে বিমোহিত হলাম বরাবরের মতোই। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা।
খাদিজাতুল কুবরা
দিদি ভাই আপনি একজন লেখক হিসেবে ভালো করেই জানেন অনুভবের নির্যাসই কবিতা। আমি ফনিল সমুদ্র পড়েছি বঙ্গানুবাদ বইয়ে। তা থেকেই লেখা। আপনার সুন্দর প্রশংসায় অনুপ্রেরণা পেলাম।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর
আরজু মুক্তা
কবিতা বরাবরি মনোমুগ্ধকর।
খাদিজাতুল কুবরা
আপু আপনি আমার অনুপ্রেরণা
ছাইরাছ হেলাল
সমুদ্র-সুখ
এখন পড়শি কুটুমের মত ডাকে
বিনিদ্রের নিশীথে, শুধুই ডাকে,
দূরে ফেলে রাখা মাদল-মাতমে,
মধু পূর্ণিমা-রাতে, এক নিরাময়ের কণ্ঠে;
খাদিজাতুল কুবরা
সেই তো, জীবনের স্রোত ভাটায় টানছে যখন তখন ক্রমশঃ সুদূরমগ্ন হওয়ার স্বপ্ন ভুলে যাচ্ছি।
আপনার লেখা দুটো লাইন আমার পুরো লেখাটিকে পূর্ণতা দিয়েছে ভাইয়া।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
তৌহিদ
ছবিটির দিকে অনেক্ষণ তাকিয়ে তারপরে লেখা পড়লাম। এ যেন দীর্ঘশ্বাসের গল্প। সমুদ্রের অগনিত ঢেউয়ের সাথে নিজের কথামালার এমিন রুপ দেখে মনে হচ্ছে আমরা আসলেই বড্ড নিঃস্ব।
শুভকামনা সবসময়।
খাদিজাতুল কুবরা
এতোক্ষণে মনের মতো মন্তব্য পেলাম। লেখাটির মূলভাব ছবিটি। একটি স্বপ্নহীন বিকলাঙ্গ হৃদয়ের সমুদ্র বিলাসে উচ্ছ্বাস থাকে না থাকে দীর্ঘশ্বাস!
ধন্যবাদ ভাইয়া।
আপনার মন্তব্য আমার কবিতাটির প্রাণ ছুঁয়েছে।
জিসান শা ইকরাম
জীবনটাই এমন, এতে অভ্যস্থ হয়ে যেতে হয়।
এমন কবিতা বার বার পড়তে হয়,
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অভ্যস্থ হওয়ার পাশাপাশি হৃদয় বিকলাঙ্গ হয়ে যায়।
তবুও বেঁচে থাকা সবচেয়ে বড়ো জয়।
ধন্যবাদ ভাইয়া সুন্দর প্রশংসার জন্য।
আপনার কাছে কৃতজ্ঞতা সীমাহীন।
সুপায়ন বড়ুয়া
সমুদ্র বিলাশে কাব্যিক চয়নে
সুন্দর এনেছেন তুলে।
স্মৃতি পাতায় হাতড়িয়ে মরি
দু:খ কষ্ট ভুলে।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ দাদা। আপনাদের উৎসাহ না পেলে হয়তো কিছুই লিখতে পারতাম না।
ভালো থাকুন শুভকামনা রইল
হালিম নজরুল
ভাল লাগল।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো
রোকন রিপন
সমুদ্র বিলাস মন ছুঁয়ে গেল।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সুহৃদ