
মৃদু হাসির শীতটা বিছানায় আয়েশ করে বসেছে,
উত্তরের মলয়ে হেম-বাবু এসেছে নবান্নের উৎসব রাঙাতে।
সোনালী কিরীটে সবুজাভ জমিনটা রাজকন্যার সাজে,
দিগন্ত জুড়ে রাজকীয় আলো ঝলমল করছে ইন্দ্রধনু-রঙে।
দন্তহাসির দৈত্যটা হাড়ে কাঁপন ধরাতে ভীষণ ব্যাকুল;
ফাঁদ পেতে অপেক্ষায়-উন্মুক্ত রক্তমাংসে রসনাবিলাস মিটাতে।
কুয়াশার আবরণে ঢাকা প্রকৃতির উলঙ্গ ক্যানভাস।
কন্টক মান্দারের চিরল ফুলে শালিক-টিয়ার আগমন;
নতুন ধানের পিঠা-পুলিতে রসুইঘর ভরে উঠেছে অতিথি আপ্যায়নে।
সুমিষ্ট জলধারা টিপটিপ ঝরছে- গাছিদের সুনিপুণ কারুকার্যে।
সজনের ডালগুলো ধবল ফুলে ফুলে ভরে উঠেছে,
শীত-কম্বলে বাঁধা পড়েছে উত্তরীয় সমীরণ;
পাড়া-পড়শির ঘুম কেড়েছে রঙীন-চালচিত্র।
পত্রপল্লব ঝরে পড়ছে নব উদ্যমে নবীন-বরণে;
বিনি সুতার রূপালী-হার জড়িয়েছে ঘাসকন্যার দল।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ঘন কুহক-শীতের সীমান্ত-বাঁধুনির আদিখ্যেতায়
কে আর কাকে সঙ্গ দেয় /নেয় !
অবশিষ্টের পথ রেখায়, বিহ্বল জগতের কলকল্লোল
খোলা বাতাসের মত ঠিকানা বিহীন।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্য করার জন্য অভিনন্দন। হুম সঙ্গ দেবার লোকের বড্ড অভাব ভাইয়া। চমৎকার মন্তব্য এর জন্য অফুরন্ত ভালোবাসা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
সত্যই শীত শীত ভাব উষ্ণতা সূর্যের উত্তাপ
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শীত এর আমেজ কিছুটা পাচ্ছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা নিরন্তর
রেজওয়ানা কবির
কুয়াশার আবরণে ঢাকা প্রকৃতির উলঙ্গ ক্যানভাস।
এত সুন্দর করে কিভাবে লেখেন আপু??অনেক বেশি ভাল থাকেন,ভালোবাসা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
😍😍 অফুরন্ত ভালোবাসা আপু। নিয়মিত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত
হালিম নজরুল
এ তো শুধু হেমন্তবন্দনা নয়, এ যেন এক চিরন্তন কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা।
আরজু মুক্তা
কুয়াশা ঝরা সকালে হাঁটতে মন্দ লাগে না। সঙ্গি হলে ভালো। আবার একাও হনহনিয়ে হাঁটা যায়। প্রকৃতি দেখার এইতো সময়।
শীতের উষ্ণ শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার এইতো স্বর্ণালী সময়। সুন্দর মন্তব্যে ধন্যবাদ ও ভালোবাসা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শামীম চৌধুরী
অসাধারন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য
তৌহিদ
এ যেন শীতের উপখ্যান পড়ললাম। প্রকৃতি বন্দনায় চমৎকারভাবে শীতকে ফুটিয়ে তুলেছেন।
ভালো থাকুন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
জিসান শা ইকরাম
শীতের এমন রূপ খুবই ভালো লাগে।
সুন্দর কবিতা ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। ভালো লাগলো জেনে খুব খুশি হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সতত। হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা
প্রদীপ চক্রবর্তী
হেমন্ত এসেছে।
কত আনন্দ গ্রামবাংলা জুড়ে।
মাঠ জুড়ে ইরিধানের সুধাময় গন্ধ।
কৃষকের ঘরেঘরে নতুন চালে নবান্নের উৎসব মেতে উঠে।
.
কবিতায় একরাশ মুগ্ধতা রেখে গেলাম,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও ভালোলাগা জানিয়ে দিলাম। ভালো থাকুন সুস্থ থাকুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
আপনি যা লিখেন তাই অসাধারন হয়ে ওঠে। কেমন করে দিদিভাই। শুভ কামনা। শুভ রাত্রি❤️❤️
সুপর্ণা ফাল্গুনী
এটা আপনাদের ভালোবাসা। তাই আমার সবকিছুতেই আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা পাই উজাড় করে। অশেষ ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন