গাধা-হাতির সাদাবাড়ি

হালিম নজরুল ৮ নভেম্বর ২০২০, রবিবার, ১২:২৪:০১পূর্বাহ্ন ছড়া ১৮ মন্তব্য

 

মরলে হাতি লাখ টাকা, তাও
মরুক হাতির দল,
গাধাটাকেই আজ বেছে নাও
গাধার দলে চল।

এই বলে সব আমজনতা
ছুটল গাধার দলে,
তবুও হাতি সাদাবাড়ি
রাখবে নানান ছলে!

বলল সবাই গাধাই ভাল
হাতিই অধম জাত,
গাধাই মানুষ,হাতি কেবল
দিনকে বানায় রাত।

গায়ের জোরে জাত কেড়ে নেয়
পাত কেড়ে নেয় লোকের,
এই হাতিটাই পাল্টে খোলস
রূপ ধরে নেয় জোকের।

সুযোগ পেয়ে তাই জনগণ
উঠল গাধার পিঠে,
করল রঙিন সাদাবাড়ি
লাগছে দারুন মিঠে!

১০০৩জন ৯০৯জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ