
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
বাঙালি জাতির ক্রান্তিকালে যে দিয়েছিল
মুক্তি সংগ্রামের ডাক-
যাঁর ডাকে শত্রুর ভেঙ্গেছিল মনের কূল,
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাগানে ফোটা
যে একটি মাত্র প্রিয় ফুল।
যাঁর ঘ্রাণে সাতকোটি বাঙালি ছিল আকুল।
প্রিয় কবি জসীমউদ্দীন তাই লিখেছেন-
“বাংলাদেশের মুকুটবিহীন তুমি প্রসূর্ত রাজ,
প্রতি বাঙালির হৃদয়ে হৃদয়ে
তোমার তক্ত তাজ”।
তাঁকেই খুঁজি যাকে বাঙালি করে রেখেছে
দুই নয়নের আলো,
যে সরিয়েছে বাংলার সকল আঁধার কালো।
যাঁর অসীম সাহসিকতায় বাংলার দিকে
দিকে ছড়িয়েছে স্বাধীনতার আলো।
স্বাধীনতা উপহার দিয়ে যাঁর অমর বাণী-
“বাংলাদেশ দুনিয়ায় এসেছে,বাংলাদেশ
থাকবে কেউ একে ধ্বংস করতে পারবেনা”।
যে সেই বাংলার সাহসী মুকুটহীন সম্রাট
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
৩টি মন্তব্য
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা
মোঃ মজিবর রহমান
তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।
সুপর্ণা ফাল্গুনী
ভালো থাকুন সুস্থ থাকুন। হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভকামনা রইলো। শুভ সকাল