
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যাকে পেয়ে ধন্য টুঙ্গিপাড়া,ধন্য মধুমতীর
তীর,ধন্য স্বপ্নের বাংলাদেশ,
যাকে পেয়ে ধন্য সকল বাঙালি জাতি,
যাকে নিয়ে গর্বের হয়না কভু শেষ।
কবি শামসুর রাহমানের সেই বাণী আজো
অমর-“ধন্য সেই পুরুষ,যাঁর নামের ওপর
পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা,
ধন্য সেই পুরুষ,যাঁর নামের ওপর ঝরে
মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি”।
তাঁকেই খুঁজি যাঁর নাম প্রকৃত দেশপ্রেমিকের
বুকে আজীবন স্বর্নাক্ষরে লেখা রবে,
যে দুঃখীদের দুঃখে দুঃখ পেয়ে বলেছিল-
“এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত
স্বাধীনতা হয়ে উঠবে,যে দিন বাংলার
কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল
দুঃখের অবসান হবে”।
যে সেই দুঃখীদের হৃদয়ের শ্রেষ্ঠ আপনজন
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা রইল কবি দা
সুপর্ণা ফাল্গুনী
বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম। আপনার জন্য শুভকামনা ও শুভেচ্ছা রইল
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা
শামীম চৌধুরী
বিনম্র শ্রদ্ধা।