
হঠাৎ থেমে গেছে সময়
পুরনো বেহালার সুরে
অনিয়মের মাঝে, নিয়মিত
নিয়ম করে চলা ,
যেন, চির চেনা পথ
প্রাণে ঝাঝানো সুর
বাতাসের ধুলি মাখা গন্ধ
তপ্ত দুপুর, ফেরার নেই টান
বুকে অজানা গন্তব্য
অনিশ্চিত সম্ভাবনার প্রান্তরে ।
ধুসর আকাশে মেঘের পালক
কাশবনে শরতের হাত ছানি
পিছু ডাকেনা আর, প্রকৃতির রুপ
গোধুলীর রঙ মাখা আঁচলে
আবৃত্ত করি প্রতিক্ষার প্রহর
একাকীত্বের কৃষ্ণ গহ্ববরে ।
বয়ে চলা সময়ের স্রোতে
প্রতিকুলতার বৈরী অবয়ব
গাঁথা হয়, মনের অগোচরে
হাজার ছলনার ছলে ।।
রচনা কাল ঃ ২৮/১০/২০২০
ঢাকা
১০টি মন্তব্য
আরজু মুক্তা
সময় বৃদ্ধ হয়ে গেছে।
আর আমরাও পথ হারিয়েছি।
কামরুল ইসলাম
হয়ত তাই,
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
সময় বহতা নদীর মতো ধরে রাখা যায় না। আমাদের ও এগিয়ে যেতে হবে । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
হাজার ছলনার মাঝেই চলতে হবে। শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
ফয়জুল মহী
শুধু সময়োপযোগী বিষয় নয়, কবিতা মাধুর্যময়
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই