
হেমন্তের পাতা ঝরার শব্দ শুনবো বলে
নিঃশব্দে অপেক্ষা করেছি
তোমার ফোনের জন্য ,
হয়তো শুনবো, ” একসঙ্গে বের হবো! ”
বিরান ভুমিতে সেই একাকী থাকলাম!
আবারও অপেক্ষা —
বললে, ” কাল সকালে ড্রাইভে যাবো! ”
কাপ্তাই লেক!
অপেক্ষায় থেকেছি!
গোলাকার চাঁদ, খোলা আকাশ
লেক, কিছুই দেখা হলো না
কবিতা লেখার উপাদানও
পেলাম না!
আজ তোমার জন্য অপেক্ষায় থাকবো না,
প্রতীক্ষা করবো।
‘ প্রতীক্ষা ‘ শব্দটি আলমারীতে তুলে রাখবো;
‘ অপেক্ষা ‘ দরকারি শব্দ
‘ প্রতীক্ষা ‘ যথার্থ শব্দ ;
এখন তোমার জন্য প্রতীক্ষা বৃক্ষের মতো।।
২৬টি মন্তব্য
তৌহিদ
প্রতীক্ষার ফল মিঠাই হয় কিন্তু। আলমারিতে তুলে রাখলেও মাঝেমধ্যে বের করিয়েন আপু।
শুভকামনা রইলো।
আরজু মুক্তা
হা হা।
ধুর! আমি কবিতা লিখতে পারিনা। শুধু তালমেলানো যারা সুন্দর সুন্দর কবিতা লিখে।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার কবিতা আপু। কবিতা লেখার উপাদান নাই তাইতেই এতো সুন্দর কবিতা! প্রতীক্ষা বৃক্ষের মতই করতে হয়। তয় আলমারিতে তুলে রাইখেন না তাহলে ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যাবে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
হা হা।
আমি কবিতা লিখতে পারিনা। আপনাদের দেখাদেখি তালমেলানো।
শুভকামনা
সুপায়ন বড়ুয়া
প্রিয়জনের জন্য প্রতীক্ষায়
থাকুন অবিরত।
সফল সার্থক হোন
পূর্ণ হোক শত।
জানাই শুভ কামনা
প্রিয়, অবিরত।
আরজু মুক্তা
কবি দাদা
আমার কবিতা
বরাবরি সাদা
ভিতর বাহির
সব ফকফকা।
মানে কবিতা লিখতে পারিনা।
মোঃ মজিবর রহমান
প্রিয়োজনের প্রতিক্ষা
বড়ই মধুর সুরে সুরাসুর
যেখানেই রাখুন সুমিষ্ট।
আরজু মুক্তা
একদম তাই। প্রিয়জনের অপেক্ষা সুমিষ্ট।
ফয়জুল মহী
বেশ চমৎকার অসাধারণ শব্দ চরন
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
শুভকামনা
ছাইরাছ হেলাল
এমন করে আগলে/আলগে রাখা প্রতীক্ষাকে পেলে
অপেক্ষার নিকুচি করাই যায়। হৃদয়-আলমারিতে তুলে রেখে আমাদের একটু দেখিয়েন।
সহজে কত কথা বলে রে!!
আরজু মুক্তা
আমি তো আপনার মতো লিখতে চাই। দারুণ শব্দ চয়নে পারিনা।
ছাইরাছ হেলাল
আমিও আপনার মতই সুন্দর করেই লিখতে চাই , পারছি কৈ !
আলমগীর সরকার লিটন
তারপর শুধু হেমন্ত শুভেচ্ছা দিলাম
আরজু মুক্তা
আপনাকেও।
ভালো থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু
প্রতিক্ষায় থাকতে হবে। সব কিছুর শুরু প্রতিক্ষা থেকেই। কিছু পাওয়া না পাওয়া সবকিছুই।
শুভ কামনা রইলো আপুনি।
আরজু মুক্তা
একদম। প্রতীক্ষা নমঃ
নাজমুল হুদা
প্রতীক্ষা- যথার্থ শব্দ।
প্রতীক্ষা বৃক্ষের মতো, অথচ ফল দিচ্ছে না।
খুব খারাপ অবস্থা যাচ্ছে 😛
আরজু মুক্তা
আর এট্টু ধৈর্য ধরলেই, উনি আসিয়া ঐ লাল জিভটা কেটে দিবে।
হা হা
নাজমুল হুদা
হা হা হা, 😷😷 মাস্ক পরছি 🙊
মনির হোসেন মমি
দারণ কবিতা ।
আরজু মুক্তা
ভাই, কেমনে কি?
আমি তো কবিতা লিখতে পারিনা।
মনির হোসেন মমি
কবিতা লেখা বলে কয়ে হয় না।মনে ভাব এলেই শব্দের নিপুণ কারুকার্যে সাজাতে হয়।আপনার শেষ পেরায় এতো চমৎকার সব শব্দ ব্যাবহার করেছছেন আপনাকে কবি আপু না বলেই আর পারলাম না। শব্দরা ধরা দিক ভাবের মাঝে সেই অপেক্ষার অবসান হউক।
শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ অশেষ
উর্বশী
সবুরে মেওয়া ফলে,প্রচলিত কথা অবশ্য।তবে ধৈর্যের বাঁধ না ভাঙা পর্যন্ত সামিয়া তো হেরে যাওয়ার পাত্রী নয়।
আপু চমৎকার লিখেছেন । আমি তো ভাবছি আপনার লেখা কেই নিয়ে স্টাডি করবো।আধুনিকতার ছোঁয়া লেখায় তা শতভাগ প্রকাশ পেয়েছে।কারণ আমরা সচারাচর যা কথাবার্তা আদান – প্রদান করি হুবহু লেখায় প্রকাশ পেলে সেটি বর্তমান ধারায় আধুনিক লেখা হিসেবে বিবেচিত হয়।
এই পান্ডিত্য অবশ্য আমার কথা নয়, আমার একটি প্রোগ্রামে কবি রেজাউদ্দিন ষ্ট্যালিন ভাইয়া ও কবি টিপু রহমান ভাইয়া তাদের বক্তব্যে বলেছিলেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।গুনীজন দের কাছে কিছু উপস্থাপন করতেও বুঝে শুনে করতে হয়।
বেশ ভাল লাগলো।ভালোবাসা রইলো।
আরজু মুক্তা
আপি, আমি মনের আনন্দে লিখি।
এতো সুন্দর কমেন্ট আমার লেখার গতিকে বাড়িয়ে দিবে। আর আমি চেষ্টা করবো। তবে, কঠিন করে কিছু লিখতে পারিনা। মনে হয়, সবাই যেটা বুঝে, ঐটাই লিখতে ভালো লাগে।
সামিয়া হেরে যাওয়ার পাত্র নয়।
দোয়া করবেন। আর আপনি সুস্থ থাকুন সবসময়