তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-২৪)

শামীনুল হক হীরা ১৮ অক্টোবর ২০২০, রবিবার, ০৬:৩১:২১পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যে মিশে আছে ভোরের কুঁয়াশার আলতো
পরশে সবুজ শ্যামল প্রকৃতির বনে,
রিমঝিম বৃষ্টিতে নদীর খলখল শব্দে বুঁনো
হাঁসের দলের মিষ্টি আলিঙ্গণে।
অনন্য সব কীর্তিতে সকল ভালবাসার
উঞ্চতায় থাকবে আজীবন।
বাঙালি কবি এবং প্রাবন্ধিক অন্নদাশঙ্কর
রায়ের সেই অমর বাণীতো বাঙ্গালি জাতির
হৃদয়ে-“যতকাল রবে পদ্মা যমুনা গৌরি
মেঘনা বহমান,ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবর রহমান”।

তাঁকেই খুঁজি যার কাছে সবচেয়ে বড় সম্পদ
সাধারণ মানুষের ভালবাসা।
দেশের মানুষকে ভালবেসেই মিটেছে যার
মনের সকল আশা।
মনের দুর্বলতাও যে নির্দ্বিধায় বলতে পারে-
“আমার সবচেয়ে বড় শান্তি আমার দেশের
মানুষকে ভালবাসি,সবচেয়ে বড় দুর্বলতা
তাদের কে খুব বেশী ভালবাসি”।
যে সেই উদার মহান বাংলার শ্রেষ্ঠ নায়ক
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

৪০৪জন ৩৪৪জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ