
প্রেমিক হৃদয়ের ক্যানভাসে আঁকা ছবির মতো জীবন্ত নও তুমি,
তাই কোন জাগতিক দৃষ্টিতে দেখবোনা কখনোই তোমায় আমি।
তৃষাতুর অন্তঃক্ষরা ভুভূক্ষ থাকুক চাতকের ন্যায়,
কর্ষণহীন অনাবাদি হৃদ ভূম চৌচির হউক তৃষ্ণায়!
না না একফোঁটা জল ঢালবোনা,
প্রাণ যায় যাক বৃষ্টির আশায় অসময়ে হয়না মেঘের আনাগোনা।
একদিন ছিলো হৃদয়ে প্রেমের পদ্ম কমল,
আজ আছে শুধু সরোবর চোখ ঊর্মিমালায় ছলছল।
কাঁটায় ভরা কমল তুলিতে স্বাধ সাধ্যের সমন্বয়হীন ললাট,
রুদ্ধশ্বাসে সপাটে বন্ধ করেছি লাগামহীন ইচ্ছের কপাট।
এ ছাড়া আর কী-ই -বা করতে পারতাম,
একজীবনে ফোটাতে পারিনি একটি বাগান বিলাস।
অবশেষে বুকের ভেতর খুঁজে পেলাম বিষাদ কণ্টকাকীর্ণ ক্যাকটাস।
কাঁটার শরীরে ও ক্যাকটাস যে ফুল ফোটায় সে আমার একান্ত অনুভূতির ক্ষুদ্র নির্যাস!
২৪টি মন্তব্য
তৌহিদ
অসুস্থ থাকলে কি এরকম দুঃখ কষ্টের শব্দমালা গাঁথতে হয় আপু? সব ইচ্ছে সবসময় পূরণ হয়না। এরই মাঝে ভালো থাকতে হয় আমাদের।
ভালো থাকুন সবসময়।
খাদিজাতুল কুবরা
হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন সবকিছু নিয়েই ভালো থাকতে হবে।
আপনি ও সবসময় ভালো থাকুন শুভকামনা নিরন্তর।
অসংখ্য ধন্যবাদ।
ফয়জুল মহী
অপূর্ব।মুদ্ধ আমি।বিমুদ্ধ চিত্তে অনন্ত শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ মহী ভাইয়া। ভালো থাকুন।
রিমি রুম্মান
বেশ সুন্দর! ‘ কাঁটার শরীরে ও ক্যাকটাস যে ফুল ফোটায় সে আমার একান্ত অনুভূতির ক্ষুদ্র নির্যাস!‘
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইলো আপু।
ভালো থাকুন সবসময়
ইঞ্জা
খুব সুন্দর লিখলেন আপু।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
ইঞ্জা
আপু খুব ব্যস্ততার মাঝে আছি তা কম আসি ব্লগে।
শুভেচ্ছা জানবেন
খাদিজাতুল কুবরা
ব্যস্ততা অপার সাফল্য এনে দিক জীবনে।
শুভেচ্ছা অবিরাম
মোঃ মজিবর রহমান
ব্যাথাতুর ভংগ্ন হৃদয় কষ্টের মাঝেই খুজে নিন একটু সুখের নির্যাস। তাতেই হয়তো তৃপ্ত মন।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো মন্দ সবকিছু নিয়েই জীবন চলছে জীবনের নিয়মে।
লিখতে গেলে একটু কোথাও যেন বেসুর বাজে এই আর কি!
মোঃ মজিবর রহমান
তা বাজুক কিন্তু এর মাঝেই খুজে নিতে হবে চলার সুন্দর পাথেয়।
আরজু মুক্তা
এই বোবা ক্যাকটাস টা একটু বেশি ভালোবেসেছিলো।
খাদিজাতুল কুবরা
তা একটু বেসেছিলো বই কি?
অনেক ভালোবাসা রইলো আপু।
তবে মনে হয় আপনাদের ভালোবাসার মোহটাই এখন বেশি টানে।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুস্থতা কামনা করছি। শেষের লাইনটা অসাধারণ লেগেছে আপু। অবিরাম শুভ কামনা রইলো আপনার জন্য
খাদিজাতুল কুবরা
দিদি ভাই এখন একটু ভালো বোধ করছি। এজমা বেড়ে গিয়েছিল।
আমার লেখা একটি লাইন ও যদি আপনার ভালো লাগে সেটাই আমার প্রাপ্তি।
ভালোবাসা রইলো দিদি ভাই।
সুরাইয়া পারভীন
তৃষাতুর অন্তঃক্ষরা ভুভূক্ষ থাকুক চাতকের ন্যায়,
কর্ষণহীন অনাবাদি হৃদ ভূম চৌচির হউক তৃষ্ণায়!
না না একফোঁটা জল ঢালবোনা,
বাব্বাহ কি দুর্দান্ত দৃঢ় প্রত্যয় ব্যক্ত!! কিন্তু ভালোবাসার আলতো স্পর্শে কণ্টকাকীর্ণ ক্যাকটাসও যে নেতিয়ে যায় আপু
চমৎকার হয়েছে প্রত্যেকটি লাইন
খাদিজাতুল কুবরা
এতো সুন্দর বিশ্লেষণ করেছেন আমি অভিভূত!
এই প্রাপ্তিটুকুই পথের পাথেয়। ভালো থাকুন অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতিটি সৃজনের জন্য।
ভালোবাসা একরাশ।
ছাইরাছ হেলাল
ক্যাকটাসে ফুল ফোটান চাট্টিখানি কথা নয়,
কিন্তু এত সুন্দর লেখা পড়ে মনে হচ্ছে, এতে ফুল ফোটানো কোন ব্যাপার না।
খাদিজাতুল কুবরা
অনেক বড় মন্তব্য পেলাম ভাইয়া।
নিশ্চয়ই নিরন্তর খুঁজে নিবো ইনশাআল্লাহ ক্যাকটাসে ফুলের নির্যাস।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রাশি রাশি।
রোকসানা খন্দকার রুকু
আমি কাল থেকে খুঁজে খুঁজে হয়রান । ক্যাকটাসে ফুল ফোটানো সহজ কথা না। তারপরও ক্যাকটাস ছুঁতেই মন চায়, ভালো লাগে। কষ্টবোধেও শান্তি।
কেউ যদি এত ভালো লেখে নিজের মাথায় মারা ছাড়া-
***এ ছাড়া আর কী-ই -বা করতে পারতাম,***
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
রুকু আপু আমার লেখা আপনি খুঁজেছেন এতো আমার প্রাপ্তির ঝুলি ভরিয়ে দিল। এই সুন্দর মন্তব্যের লোভেই হয়তো কলম ধরার দুঃসাহস খুঁজে পাব।
অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আপু।
রোকসানা খন্দকার রুকু
হুম ভালোবাসা আপনার জন্যও॥ শুভ সকাল।