বিষাদ নির্যাস

খাদিজাতুল কুবরা ১৭ অক্টোবর ২০২০, শনিবার, ১২:৩৫:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

 

প্রেমিক হৃদয়ের ক্যানভাসে আঁকা ছবির মতো জীবন্ত নও তুমি,
তাই কোন জাগতিক দৃষ্টিতে দেখবোনা কখনোই তোমায় আমি।
তৃষাতুর অন্তঃক্ষরা ভুভূক্ষ থাকুক চাতকের ন্যায়,
কর্ষণহীন অনাবাদি  হৃদ ভূম চৌচির হউক তৃষ্ণায়!
না না একফোঁটা জল ঢালবোনা,
প্রাণ যায় যাক বৃষ্টির আশায় অসময়ে হয়না মেঘের  আনাগোনা।
একদিন ছিলো হৃদয়ে প্রেমের পদ্ম কমল,
আজ  আছে শুধু সরোবর  চোখ ঊর্মিমালায়  ছলছল।
কাঁটায় ভরা কমল তুলিতে স্বাধ সাধ্যের সমন্বয়হীন  ললাট,
রুদ্ধশ্বাসে সপাটে বন্ধ করেছি লাগামহীন ইচ্ছের কপাট।

এ ছাড়া আর কী-ই -বা করতে পারতাম,

একজীবনে ফোটাতে পারিনি একটি বাগান বিলাস।
অবশেষে বুকের ভেতর খুঁজে পেলাম বিষাদ কণ্টকাকীর্ণ ক্যাকটাস।
কাঁটার শরীরে ও ক্যাকটাস যে  ফুল ফোটায় সে আমার একান্ত অনুভূতির ক্ষুদ্র নির্যাস!

৮২৩জন ৬২৫জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ