
সময়ের হাত ধরে দেখতে দেখতেই সোনেলা ও সোনেলার বন্ধুদের সাথে কেটে গেলো একটি বছর ।
এক বছরেই সোনেলার সাথে বন্ধুত্ব হয়ে উঠেছে এক জনমের । কখন যে সোনেলার সাথে এতো নিবিড় ভাবে জড়িয়ে গেলাম, টের ই পাইনি । দীর্ঘ এক বছরে সোনেলার আঙিনায় ৯৯ টি পোস্ট প্রকাশ করেছি । হাজারের ও অধিক কমেন্ট পেয়েছি বন্ধুদের ভালবাসা মিশ্রিত ।
কয়েক জন বন্ধুর নিয়মিত কমেন্টে তো আমাকে ভালবাসায় আবদ্ধ করে ফেলেছে । আমিই বড় দুর্ভাগা, বন্ধুদের ভালবাসার মূল্য দিতে পারিনি । ব্যস্ততা আর প্র্য়োজনের তাগিদে নিজেকে অনেক টা নিবেদিত রাখতে হয় ।
তাই বন্ধুদের লেখায় সম মূল্য আর ভালবাসা প্রকাশ করতে পারিনি ।
প্রকৃত অর্থে এখনো আমি ব্লগের ব্যবহার বিধিতে পরিপক্কতা পাইনি । অনেক ভুল ভ্রান্তি আর আনাড়ি ব্যবহারে সংশোধন এনে দেন ব্লগের সিনিয়র ভাই বন্ধুরা, তাদের প্রতি কৃতজ্ঞতা অশেষ ।
পরিশেষে জয় হোক সোনেলার,
দীর্ঘজীবি হোক সোনেলা,
ভালবাসার কেন্দ্র স্থল হোক সোনেলা
বন্ধুত্বের বাঁধন হোক সোনেলা
হৃদ্যতা আর ভ্রাত্বিত্বের উপসর্গ হোক সোনেলা
আমার প্রাণের অবস্থান হোক সোনেলা ।।
১৭টি মন্তব্য
শামীম চৌধুরী
শতবর্ষ পূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
মনির হোসেন মমি
একটি বছর কম সময় নয় আবার বেশীও নয় মনে হয় এইতো সেদিন এলেন কবিতায় মন ভরে দিলেন সোনেলার পাঠক বৃন্দদের। শুভ কামনা থাকল। জয়তু সোনেলা।
কামরুল ইসলাম
দেখতে দেখতে ই এক বছর পেরিয়ে গেছে,
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা জানাই
আরজু মুক্তা
কবিতা দিয়ে ২০০ পোস্ট হোক। পাঠকের মন জয় করে এগিয়ে চলুন।
শুভকামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ,
তাই চেস্টা করবো,
অনেক শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
সোনেলায় বর্ষ পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা রইল
ভালো থাকুন সুস্থ থাকুন সোনেলার সাথেই থাকুন
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
কৃতজ্ঞতা ও অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
দুইশত পোষ্টের জন্য শুভকামনা জানাতে অতি শীঘ্রই। নিয়মিত লিখুন কবি ভাইয়া। অভিনন্দন ও শুভেচ্ছা রইল। ভালো থাকুন সুস্থ থাকুন
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
শততম পোস্ট এবং একই সময়ে বর্ষপূর্তি! দারুণ ব্যাপার। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ভাই। আরও লিখুন, ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
শততম দিয়েই বর্ষপূর্তি করলাম,
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
কামরুল ইসলাম
শততম দিয়েই বর্ষপূর্তি করলাম,
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক প্রীতি ও শুভ কামনা
প্রদীপ চক্রবর্তী
শতশতম পোস্ট একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন, দাদা।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
অনেক শুভ কামনা