সমসাময়িক সোচ্চারিত কন্ঠস্বরের আঘাজ। শব্দের কি তীব্রবাণ ছুঁড়েছো প্রতিটি লাইনে। ছাগলের চারণভূমিতে বাস করছি যেন। তবু আশান্বিত যুবকের ঠোঁটে উচ্চারিত এ দেশমৃত্তিকা ভালবাসি। জয়তু এই আশা আকাঙ্খার আগামীর নবীন যুবক।
গতকাল ছবি দেখে অবাক হয়েছিলাম! মনে হয়েছিল লেখাটা রোমান্টিক টাইপ হবে তা নাজমুল ভাইয়ের লেখায় দুর্লভ। সাথে সাথেই পড়েছিলাম। ব্যস্ততার কারণে কমেন্ট করতে পারিনি। বাস্তবতার নিরিখে দুর্দান্ত কবিতা যা বরাবর লেখেন। ছাগলের চারণভূমিতে দাঁড়িয়ে এমন কবিতা লিখতে দম লাগে
এখানে রোমান্টিকতার আবেশ আছে। বর্তমান নিরিখে হলেও একটা ঘোর লাগা রেখে দিয়েছি স্বপ্নের মোড়ক দিয়ে। তাছাড়া পরস্পরের একটা নির্ভরতার জায়গাও দাঁড় করিয়েছি কবিতার শব্দে।
ছবিটির সাথে লেখাটি যায় বলেই ছবিটি সংযুক্ত করছি।
আমি নিস্তব্ধ
আমি নির্বাক
তাঁর ভগ্নস্তূপ আগলে রেখে শুনতে পাই
হুবহু মিলে যাচ্ছে; পাথরে খোদাই করে লিখা-
গণধর্ষণতান্ত্রিক এক লালার দেশ ভালোবাসি
নারীর ক্ষমতায়ন; আজ বিবস্ত্র চিৎকার করি।***
সমসাময়িক বাস্তবতা। শুভ কামনা রইলো।
২৩টি মন্তব্য
ফয়জুল মহী
অনবদ্য শব্দগঠনে নান্দনিক উপলব্ধির উপস্থাপন। বেশ মুগ্ধ হলাম।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার সমসাময়িক বাস্তবতা তুলে ধরলেন। ছাগলগুলোর চরিত্রায়ন দারুন হয়েছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
সমসাময়িক সোচ্চারিত কন্ঠস্বরের আঘাজ। শব্দের কি তীব্রবাণ ছুঁড়েছো প্রতিটি লাইনে। ছাগলের চারণভূমিতে বাস করছি যেন। তবু আশান্বিত যুবকের ঠোঁটে উচ্চারিত এ দেশমৃত্তিকা ভালবাসি। জয়তু এই আশা আকাঙ্খার আগামীর নবীন যুবক।
নাজমুল হুদা
ধন্যবাদ বড় আপু। ভালো থাকবেন সবসময়।
মনির হোসেন মমি
গণধর্ষণতান্ত্রিক এক লালার দেশ ভালোবাসি
নারীর ক্ষমতায়ন; আজ বিবস্ত্র চিৎকার করি।
চমৎকার শব্দের ব্যাবহার।বাস্তবতা তাই বলে।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
গতকাল ছবি দেখে অবাক হয়েছিলাম! মনে হয়েছিল লেখাটা রোমান্টিক টাইপ হবে তা নাজমুল ভাইয়ের লেখায় দুর্লভ। সাথে সাথেই পড়েছিলাম। ব্যস্ততার কারণে কমেন্ট করতে পারিনি। বাস্তবতার নিরিখে দুর্দান্ত কবিতা যা বরাবর লেখেন। ছাগলের চারণভূমিতে দাঁড়িয়ে এমন কবিতা লিখতে দম লাগে
নাজমুল হুদা
এখানে রোমান্টিকতার আবেশ আছে। বর্তমান নিরিখে হলেও একটা ঘোর লাগা রেখে দিয়েছি স্বপ্নের মোড়ক দিয়ে। তাছাড়া পরস্পরের একটা নির্ভরতার জায়গাও দাঁড় করিয়েছি কবিতার শব্দে।
ছবিটির সাথে লেখাটি যায় বলেই ছবিটি সংযুক্ত করছি।
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
কি জানি বাপু আপনাগো শক্ত পোক্ত লেখা বুঝতে বড়ই অপারগ আমি। তবুও চেষ্টা করি বোঝার। যেটুকু পারি বুঝি বাকিটার জন্য তো আপনারা আছেন ই
নাজমুল হুদা
আপুরা এভাবে বললে লজ্জায় পড়ে যাই। আমি এখনও শক্ত পোক্ত কবিতা বুঝি না।
মোঃ মজিবর রহমান
ছাগলরূপী নেড়ি কুত্তারা যাকে তাকেই দোষে– এখানে ঠিক বুঝলাম না নাজমুল ভাই।
সুন্দর উপস্থাপন সময়ের প্রয়োজনে মানুষ জেগে উঠে হয় পরাস্ত নয়তো জিৎ ।
নাজমুল হুদা
ভাই বাকিটা বুঝলে এটাও বুঝার কথা। পুরো কবিতায় একটা স্বপ্নের মধ্যে দিয়ে রোমান্টিকতা, প্রতিবাদ, এবং নানান অসংগতি তুলে ধরেছি এটাই বুঝাতে চেয়েছি।
ধন্যবাদ ভাইয়া 😍
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা রইল ভাই।
শামীম চৌধুরী
সময়োপযোগী কবিতা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন সবসময়।
আরজু মুক্তা
ছাগলে কি না খায়? ছাগলে কি না করে?
এটা পড়ে ছাগল নিয়ে একটা অনুগল্প মাথায় আসছে।
নাজমুল হুদা
কবিতাটি স্বার্থক আপনার অনুগল্পের ভাবনায় সাড়া জাগাতে পেরে। পড়ার অপেক্ষায় রইলাম, আপু।
রোকসানা খন্দকার রুকু
আমি নিস্তব্ধ
আমি নির্বাক
তাঁর ভগ্নস্তূপ আগলে রেখে শুনতে পাই
হুবহু মিলে যাচ্ছে; পাথরে খোদাই করে লিখা-
গণধর্ষণতান্ত্রিক এক লালার দেশ ভালোবাসি
নারীর ক্ষমতায়ন; আজ বিবস্ত্র চিৎকার করি।***
সমসাময়িক বাস্তবতা। শুভ কামনা রইলো।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
মুহাম্মাদ মাসুদ
ছাগলের চারণভূমিতে হেঁটে যাচ্ছি
দেশীয় জাতের ছাগলেরা ত্রি- নীতির বিশ্বাসী।
ভালো লেগেছে
তৌহিদ
দৃশ্যপটে ফুটে উঠেছে জীবনের বাস্তবতা। চমৎকার লিখেছ ভাই।
শুভকামনা সবসময়।