১. পিতা ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে )
ঘাস ,পাখি ,গাছ , লতা, ফুল
জঙ্গলের প্রতিচ্ছবি ।
একমুঠো সম্বল , নড়বড়ে আশ্রয়
দুঃখিনী মায়ের প্রতিচ্ছবি ।
লাঙ্গল , গাই , বলদ , ধান , জমি
সংগ্রামী কৃষকের প্রতিচ্ছবি ।
শব্দ , কাগজ , কালি , উপমা
একজন কবির প্রতিচ্ছবি ।
গনতন্ত্র মুক্তিপাক , সংগ্রামী স্লোগান
ফেস্টুন , ব্যানার
নুর হোসেনের প্রতিচ্ছবি ।
সুতো , যন্ত্র , অক্লান্ত পরিশ্রম
ঘামে ভেজা গার্মেন্টস কর্মীর প্রতিচ্ছবি ।
নড়বড়ে চেয়ার , পুরনো ডায়েরীর পাতা
জায়নামাজ – পিতার প্রতিচ্ছবি ।
এসব মিলেই সোনার বাংলা
এবং পিতা তুমি এই সোনার বাংলার প্রতিচ্ছবি ।
২.
স্বাধীনতা তোমার আমার
দুপুর রোদে ঘুরে বেরানো
স্বাধীনতা তোমার মনের ঘরে
আমার অধিকার খাটানো ।
৩.
কতোজনেই আসবে কাছে
কতো জনেই যাবে
বল তুমি আমার মতো
কাকেই বা পাবে ?
আমার ঘাড়ের রগ ট্যারা ;
তুমি জানোনা ? – তাইতো ছুটে আসি
তোমার চোখের দৃষ্টি ঘোলা
তাইতো বাজাই ময়ূরকণ্ঠী বাঁশি
৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ভালো ভালো… 🙂
আমার স্বপ্ন ও মনের কথা
কতোজনেই আসবে কাছে
কতো জনেই যাবে
বল তুমি আমার মতো
কাকেই বা পাবে ?
………………………………………………. অনেক ভালো লেগেছে -{@
খসড়া
ভাল লাগলো।
মর্তুজা হাসান সৈকত
লিখেছেন ভালো তবে বানানের প্রতি একটু যত্নশীল হলে ভালো হয় আরেকটু।
মা মাটি দেশ
:v NICE
জিসান শা ইকরাম
কবিতা ত্রয়ী ভালো হয়েছে –
পিতা টি খুব বেশী ভালো লেগেছে -{@