
শরতের নির্মল বিজন সন্ধ্যারাতে
জীবনের কথামালা বদল বীণায়,
দেখেছিলাম তাকে শ্যাম সমারোহে
অভ্যর্থনার আহ্বানে প্রিয়দর্শিনী রুপে।
সময়ে অসময়ের ফাগুন বেশে
হিল্লোলিত প্রাণ যৌবন আবেশে,
আশা আকাঙ্ক্ষায় শিমুল রঙে
বাসন্তী সবুজের খাঁজে খাঁজে।
স্নেহ আদরের পরম ব্যাকুলতা
তিমির রাতে নিত্য দীপজ্বালা,
স্নিগ্ধ সমর্পনের পরম উষ্ণতায়
সেতারের মূর্ছনায় পূবালী উত্তাপে।
রুদ্ধ নির্জনে দুষ্টুমিষ্টি কথাচ্ছলে
বিচিত্র সৌন্দর্য প্রেমের কল্পকথায়,
তুমি আর আমি’র যাপিত জীবন
মিশেছে সংগীতে স্বপ্ন-স্নেহমায়ায়।
কল্পতরু নদের পেলব স্রোতে
ভেসে যাওয়া অগণিত কাব্যকথায়,
ছলাকলাহীন তার অভিমানী বুননে
স্মৃতি স্বাক্ষরে রঙিন নকশীকাঁথায়।
– মিষ্টি মেয়ে শবনমকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
৫০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
প্রিয়দর্শিনী
সুভাষিণী
প্রিয়জন, প্রিয় স্বজন ভোরের শিশির মিষ্টি মেয়ে শবনমকে জন্মদিনের রাশিরাশি শুভেচ্ছা।
শুভ জন্মদিন। শুভ হোক প্রতিদিন, প্রতিটি ক্ষন ❤❤
তৌহিদ
ধন্যবাদ আপু, আপনাকেও অনেক শুভেচ্ছা রইলো। শবনমের জন্মদিনে এটি আমার ছোট্ট উপহার তাকে।
ভালো থাকুন সবসময়।
শবনম মোস্তারী
অনেক অনেক ধন্যবাদ আপু।
এতগুলো সম্বোধন আমার জন্য! আমি সত্যিই ভাগ্যবান। শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্যেও।
মোঃ মজিবর রহমান
জন্মদিনের শুভেচ্ছা। সারাটা জীবন হাস্যোউজ্জল কাটুক। কামনা করি।
তৌহিদ
আপনিও ভালো থাকুন ভাই। শুভকামনা সবসময়।
মোঃ মজিবর রহমান
আপনাদের জীবন ভালো ও সুন্দরময় হোক।
শবনম মোস্তারী
ধন্যবাদ ভাইয়া। দোয়া রাখবেন।
ছাইরাছ হেলাল
আপনার সাথে আমরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
এ দেখছি আমরা -আমরাই।
তৌহিদ
অবশ্যই ভাই। পরিবারে আমরা আমরাইতো।
ধন্যবাদ অশেষ।
শবনম মোস্তারী
অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া চাই সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপুর জন্য একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। জন্মদিন শুভ হোক। এভাবেই ভালোবাসা হয়ে সারাজীবন একসাথে পথ চলুন। ঈশ্বর সবার মঙ্গল করুন। খুব সুন্দর হয়েছে কবিতা। শুভ সকাল
তৌহিদ
প্রার্থনায় রাখবেন আপু। শুভকামনা সবসময়।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু, আপনার জন্যেও শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
কবিতা পড়ে মনে হল একেবারে মনের ভেতর থেকে বের হওয়া কথা। অসাধারণ প্রকাশ ভালোলাগলো ॥সেই সাথে এমন মিষ্টি মানুষটার জীবন সূখময় হোক॥ অনাবিল আনন্দে ভরে উঠুক॥
শুভ জন্মদিন আপু।
তৌহিদ
মন থেকেই ভালোবাসা, না হলে আর লিখি ক্যামনে! প্রার্থনায় রাখবেন আপু।
ধন্যবাদ অশেষ।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু। আপনার জীবন অনাবিল আনন্দে ভরে থাকুক সবসময় এটাই প্রার্থণা।
সুরাইয়া পারভীন
আপনার প্রিয়দর্শিনী মিষ্টি মেয়ে শবনম ভাবী/আপুকে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। মান অভিমান, খুনসুটি আর ভালোবাসায় ভরা থাক আপনাদের সংসার। সুখ ও শান্তির হোক আপনাদের যাপিত জীবন।
তৌহিদ
আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা আপু। ভালো থাকুন সবসময়।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু। শুভেচ্ছা আপনাকেও।
মনির হোসেন মমি
মিষ্টি মেয়ে প্রিয় দর্শনী প্রিয় ভাবীকে জানাই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।এ কবিতা একদিন ইতিহস হয়ে কথা বলবে কারন জগতে সুনামধন্য বহু লেখক সহিত্যিক আছেন যারা তাদের প্রেয়সীকে নিয়ে বহু কবিতা গল্প লিখে গেছেন।
দোয়া করছি আপনাদের দাম্পত্য জীবন সূখ আর আনন্দে ভরে থকুক আর আমরা যেন অচিরেই মামা কাকু’র ডাক শুনতে পাই।
শুভেচ্ছা শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ ভাইয়া। চাচা হবার ইতিহাস উপরওয়ালা জানেন। দোয়া রাখবেন ভাই।
শবনম মোস্তারী
অনেক ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন।
জিসান শা ইকরাম
শবনম আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
হাসি আনন্দে জীবন পূর্ণ হোক আপুর।
আপুর জন্মদিনে এত সুন্দর একটি উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ তৌহিদ ভাই।
তৌহিদ
ধন্যবাদ ভাই। আপনার জন্যেও শুভকামনা রইলো।
শবনম মোস্তারী
ধন্যবাদ ভাইয়া। আপনিও অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এটাই চাই।
শুভকামনা সবসময়।
শামীম চৌধুরী
সময়ে অসময়ের ফাগুন বেশে
হিল্লোলিত প্রাণ যৌবন আবেশে,
আশা আকাঙ্ক্ষায় শিমুল রঙে
বাসন্তী সবুজের খাঁজে খাঁজে
কি যে সুন্দর কথামালাগুলি। কবিতায় এত সুন্দর করে অনুভূতিগুলি প্রকাশ পাওয়া দেখে নিজেকেও ডুবিয়ে নিয়েছিলাম।
ধন্যবাদ ভাই সুন্দর অনুভুতির একখান কবিতা পাঠ করার সুযোগ করে দেয়ার জন্য।
তৌহিদ
আপনার ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম ভাই। শুভকামনা সবসময়। দোয়া রাখবেন।
শামীম চৌধুরী
তোমার ও তোমাদের জন্যও রইলো শুভ কামনা।
শবনম মোস্তারী
আপনাকেও অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।
সুপায়ন বড়ুয়া
প্রিয়দর্শিনীকে ফুলেল বৃষ্টি
জন্মদিনের সেরা সৃষ্টি।
আপু আমার চরম পাওয়া
কাব্যিক ভাষায় মিষ্ট হাওয়া।
জন্মদিনের শুভেচ্ছা।
তৌহিদ
ধন্যবাদ দাদা। আপনার জন্যেও শুভকামনা রইলো।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা, শুভেচ্ছা রইলো।
খাদিজাতুল কুবরা
খুব ভালো লাগলো মিষ্টি কবিতাখানি। এমন শুভদিন শতবার ফিরে আসুক নতুন নতুন আনন্দের বারতা নিয়ে।
রোমান্টিক, মিষ্টি জুটির জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইলো।
শবনম ভাবিকে শুভেচ্ছা অফুরন্ত।
তৌহিদ
আপনার জন্যেও শুভেচ্ছা রইলো আপু। শুভকামনা সবসময়।
শবনম মোস্তারী
আপনাকেও অনেক শুভেচ্ছা আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ।
নাজমুল হুদা
আপুর জন্য শুভকামনা। আপু এবং ভাইয়া ভালো থাকবেন এভাবেই সবসময় 😍
তৌহিদ
তুমিও ভালো থেকো ভাই। শুভকামনা রইলো।
শবনম মোস্তারী
ধন্যবাদ ভাই, শুভকামনা সবসময়।
রেজওয়ানা কবির
অনেক অনেক শুভকামনা। এভাবেই প্রিয় মানুষটার পাশে থাকুন,আরও বেশী বেশী ভালোবাসুন,সুখী থাকুন,খুশিতে থাকুন।আলহামদুলিল্লাহ। শুভ জন্মদিন।
তৌহিদ
ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকুন সবসময়।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু। শুভেচ্ছা আপনাকেও।
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মদিন, মিষ্টি দিদি।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ভালো থাকুন অনেক।
.
শুভ জন্মদিনে এত সুন্দর করে লেখনী।
মুগ্ধতা দাদা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, মন্তব্যে অনেক ভালোলাগা রইলো। ভালো থেকো প্রতিক্ষণ।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা, শুভকামনা রইলো।
শবনম মোস্তারী
এত সুন্দর একটি কবিতা আমার জন্মদিনে এরচেয়ে ভালো উপহার আর কিছু হতে পারেনা। ধন্যবাদ দিলেও কম হবে। এভাবেই একসাথে পথচলতে চাই আমৃত্যু। হাসি গানে সুখ দুঃখ ভাগাভাগি করে ভালোবাসতে চাই মনের মাধুরী মিশিয়ে।
শুভকামনা সবসময়ের জন্য।
তৌহিদ
ধন্যবাদ আপনাকেও, ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
এভাবে কাটুক বাকি দিনগুলো।
শুভকামনা
তৌহিদ
ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকুন সবসময়।
হালিম নজরুল
শুভ জন্মদিন প্রিয় ভাবী শবনম মোস্তারী। শুভ হোক তৌহিদ ভাই ও ভাবীর সারাটি জীবন ও সারাটি সংসার।
তৌহিদ
ধন্যবাদ ভাই, শুভেচ্ছা আপনার জন্যেও।