প্রিয়দর্শিনী

তৌহিদুল ইসলাম ৭ অক্টোবর ২০২০, বুধবার, ১২:২৩:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫০ মন্তব্য

শরতের নির্মল বিজন সন্ধ্যারাতে
জীবনের কথামালা বদল বীণায়,
দেখেছিলাম তাকে শ্যাম সমারোহে
অভ্যর্থনার আহ্বানে প্রিয়দর্শিনী রুপে।

সময়ে অসময়ের ফাগুন বেশে
হিল্লোলিত প্রাণ যৌবন আবেশে,
আশা আকাঙ্ক্ষায় শিমুল রঙে
বাসন্তী সবুজের খাঁজে খাঁজে।

স্নেহ আদরের পরম ব্যাকুলতা
তিমির রাতে নিত্য দীপজ্বালা,
স্নিগ্ধ সমর্পনের পরম উষ্ণতায়
সেতারের মূর্ছনায় পূবালী উত্তাপে।

রুদ্ধ নির্জনে দুষ্টুমিষ্টি কথাচ্ছলে
বিচিত্র সৌন্দর্য প্রেমের কল্পকথায়,
তুমি আর আমি’র যাপিত জীবন
মিশেছে সংগীতে স্বপ্ন-স্নেহমায়ায়।

কল্পতরু নদের পেলব স্রোতে
ভেসে যাওয়া অগণিত কাব্যকথায়,
ছলাকলাহীন তার অভিমানী বুননে
স্মৃতি স্বাক্ষরে রঙিন নকশীকাঁথায়।

– মিষ্টি মেয়ে শবনমকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

৯৮৯জন ৭৬৮জন
0 Shares

৫০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ