
সূর্যটা নিভু নিভু ধরণীর আবক্ষে, সন্ধ্যা-গোধূলির আবির ছড়িয়ে যাচ্ছে আরশির আলোক ছটায়। আঁধারের শামিয়ানা পর্দা ফেলছে বিস্তীর্ণ প্রান্তর জুড়ে। সন্ধ্যা মালতীরা অঙ্গে রামধনুর রঙ এঁকে নিচ্ছে ধীরে ধীরে। বসনের খাঁজে খাঁজে কামনার বহ্নিশিখা উল্কাবৃষ্টি ছড়াচ্ছে। অমানিশার অন্ধকারে বর্ণিল আলোক বিচ্ছুরণ ঘটছে সড়কের বাগান গুলোতে; সুগন্ধির ঝাঁঝালো, মিষ্টি গন্ধ পথচারীদের নাসিকারন্ধ্রের সরু টানেল বেয়ে রতিশক্তির দ্বারে কড়া নাড়ছে অবিরত। দোদুল্যমান সন্ধ্যা মালতীর দেহবল্লরীর মাদকতায় রতিশক্তি উজ্জীবিত হয়ে পড়ছে।
যামিনীর কুচবরণ রঙ গভীর থেকে গভীরতর হচ্ছে , সন্ধ্যা মালতীরা আরো উজ্জ্বল নক্ষত্র হয়ে পথের ধারে পথিকের কর্ণিয়াতে মদিরার নেশা ধরিয়ে দিচ্ছে। তালুবন্দী হলো কামনার করতলে পথের অতিথি, একটু একটু করে উলঙ্গ হচ্ছে সন্ধ্যা মালতীদের রঙ মাখানো অঙ্গ সমূহ। রাতভর অভিযান চলে কামুক সুখের সন্ধানে দেহবল্লরীর আনাচে কানাচে। সব সৌন্দর্য বিদীর্ণ হয়ে যায় ভোগের কামুকতায়, নেতিয়ে পড়ে সতেজতায় ভরপুর মাংসপিন্ডের দলাগুলো ভোরের আলো পৃথিবীর দ্বারে পৌঁছাবার আগেই। সন্ধ্যা মালতীদের সাথে সূর্যরশ্নি যায়না তাইতো সন্ধ্যা-আরতিতে দ্বীপশিখা হয়ে জ্বলে ওঠে। কখনো মেঘ, কখনো ঝড়, কখনো ঘূর্ণিঝড়ের তান্ডবে কুঁচকে যায়, ভেঙেচুরে ঝুলে পড়ে মালতীদের সন্ধ্যা, রাত, একাকী বিকেল ।
ছবি-আমার
২৫টি মন্তব্য
ফয়জুল মহী
বেশ গাম্ভীর্যপূর্ণ ভাবনা l চমকদার প্রকাশশৈলী শুভ কামনা নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রথম হবার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
সুরাইয়া পারভীন
বাহ্ কী দুর্দান্ত উপস্থাপন ও শব্দ চয়ন! কতো সুন্দর করে সন্ধ্যামালতীর অন্তরালে থাকে সেই সব মালতীদের মিলিয়ে দিলেন দিদিভাই যার বাধ্য হয়ে অথবা পেটের দায়ে বেছে নিয়েছে এমন পথ।
তবে কথা হচ্ছে এই পোড়া দেশের এতো এতো মালতীরা থাকতে ফুলের উপর ঝাঁপিয়ে পড়ে কেনো হায়না গুলো? কেনো মেতে উঠে এই নিকৃষ্টতম উল্লাসে? ধিক শত ধিক এই সব মানুষরূপী জানোয়ারদের
সুরাইয়া পারভীন
অন্তরালে থাকা
যারা বাধ্য হয়ে
টাইপ মিসটেক দিদিভাই
সুপর্ণা ফাল্গুনী
এমন প্রশ্নের উত্তর আমার ও জানা নেই আপু। এ জিজ্ঞাসা তো আমার ও। সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও ভালোবাসা। শুভ সকাল
ছাইরাছ হেলাল
এক সন্ধ্যা মালতীতেই রাত পার!! এত্ত কঠিন লাগে ক্যা!!
ছবিটির আকণ্ঠ প্রশংসা।
সুপর্ণা ফাল্গুনী
কি কন আপনার কাছে কঠিন লাগে এমন লেখা আছে নাকি!!! 🤔🤔🤔🤔 । প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা রইলো
মোঃ মজিবর রহমান
দিদি ছবি ফুলের আপনার হাতের ক্যামেরায় বন্দি। তয়! ছবিটা দারুন হইছে।
সুন্দর শব্দের খেলায় করুণ সমাজের করুণ একটি দিক তুলে ধরেছেন। কাকে দোষ দেব, আমাকে, সমাজকে, পিতামাতাকে, ভাইবোনকে??? কারণ আমরা সবাই দুষি। আমার ঘর আমি ঠিকভাবে পরিচালিত করনা, বাবামা সন্তান্দের খোজ রাখেনা, বড় ভাইবোন ছোটদের খোজ রাখেনা।
আবার সন্তান অপরাধ করলে পিতামাতা বা বড়রা ছোটদের দোষ না দিয়ে ভিক্টিমকে উলটা অপরাধি বানায়। তুই আইসছ কেণ? ইত্যাদি ইত্যাদি।
সুপর্ণা ফাল্গুনী
আপনার বলিষ্ঠ, সত্য মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো মন্তব্য টি। আশা করি সবাই এ সত্যটা উপলব্ধি করবে, ধারণ করবে। ভালো থাকবেন শুভ সকাল। মন্তব্যটি ঠিক জায়গায় লেখা হয়নি বলে দ্বিতীয় বার আবার দিলাম
সুপর্ণা ফাল্গুনী
আপনার বলিষ্ঠ, সত্য মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো মন্তব্য টি। আশা করি সবাই এ সত্যটা উপলব্ধি করবে, ধারণ করবে। ভালো থাকবেন শুভ সকাল
ত্রিস্তান
কি জানি এমন সন্ধ্যা মালতীও আবার ফোটে, তবে হাস্নাহেনার এক মুহুর্তের ঘ্রাণ আমি বাকীটা জীবনের জন্যে প্রাণশক্তি হিসেবে সঞ্চিত রেখেছি। ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার জয়তু হাসনাহেনা। আপনার প্রাণশক্তি দীর্ঘায়ু হোক। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরাম
তৌহিদ
মালতী আর নারী এখন সমানরুপে ধরা দিয়েছে আমাদের সমাজে। অথচ প্রতিবাদ করতেও ভয়ে গুটিয়ে থাকছে নারীকুল। আমাদের পৌরুষত্ব যেন নারীকে হেয় করার জন্যই দেখাই আমরা।
প্রস্ফুটিত সন্ধ্যা মালতী আর স্নিগ্ধ নারীর এমন রুপ লেখায় এনে আবারো আপনার লিখনশৈলীরর প্রমাণ পেলাম। ভালো থাকুন আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন। একরাশ শুভকামনা রইল
সুপায়ন বড়ুয়া
“সন্ধ্যা মালতীদের সাথে সূর্যরশ্নি যায়না
তাইতো সন্ধ্যা-আরতিতে দ্বীপশিখা হয়ে জ্বলে ওঠে।”
ঠিক বলেছেন দিদি আজ এই কঠিন কঠোর সময়ে
দ্বীপশিখা হয়ে এগিয়ে আসতে হবে সবাইকে।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনি ও ভালো থাকবেন সবসময় শুভ কামনা অফুরন্ত
শামীম চৌধুরী
দারুন উপস্থাপনা দিদিভাই।
ভাবনাগুলি মন কেড়ে নেবার মতন।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য ও।
খাদিজাতুল কুবরা
দিদি ভাই সন্ধ্যা মালতীরা দুহাত বাড়িয়ে বসে আছে তবুও হায়েনা গুলোর কুদৃষ্টি লজ্জাবতী’র দিকে। কোন এক মালতী বলেছিলো যে তোরা মেয়েদের কষ্ট দিসনে। আমরা আছি কিসের জন্য। এ পোড়া দেশে নারীর বসবাসের জন্য আর একইঞ্চি ও স্বাধীন ভূমি নেই।
যদি আল্লাহ সহায় হন তবেই রক্ষা।
অনবদ্য লিখেছেন দিদি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
সেটাই এদের জন্য মালতীরা আছে তবুও এরা বাইরে অন্যায় ভাবে ধর্ষণ করছে, নিজেদের পশুত্ব জাহির করছে। ঘৃণ্ণা লাগে এসব বলতেও তবুও বলতে হয়। অফুরন্ত ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো
হালিম নজরুল
চমৎকার উপস্থাপনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আরজু মুক্তা
আজ মদের টাকা নিবো না। শরীর ছুলি তাও নেবো না। কথা দে পাপড়ি মেলানো ফুল গুলো যেনো ভালো থাকে।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো মন্তব্য টি পড়ে তবুও যদি পুরুষের লালসা কমতো। অসংখ্য ধন্যবাদ আপু। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
ধন্যবাদ দিদি