
এলোমলো ভাবনাতে একটু রাখ দেশত্বপ্রেম
না হলে সবমিছে যাবে তোমার সমস্ত গেম!
সকালে দেখো রঙের বৃষ্টি- বিকালে রঙধনু;
মাঠে ময়দানে দেখো সবুজ হাসি- অলিগলিতে
দেখো রক্তের হলি; কি ভাবছো রাতের স্বপ্ন?
এবার ঘুম ভাঙ্গ চেয়ে দেখো- দেশমাথা তোমার
জন্য করছে গভীর আর্তনাদ- তুমি শুনতে চাও না-
শুধুই কি চিত্তবিনোদন নিয়ে ব্যস্ত! আর
থেকো না- দেশমাথা তোমার জন্য দেয়েছে
অনেক কিছুই! ভেবে দেখো তুমি দিচ্ছো কি?
এভাবে থাকলে পরে সবই, যাবে গোল্লাই-
তুমি হারাবে দেশপ্রেমের মৃত্যু চোল আই।
২০ আশ্বিন ১৪২৬, ০৫ অক্টোবর ২০
—————————————-
২৫টি মন্তব্য
ফয়জুল মহী
ভয়ে ডুকে গিয়েছে মনে সব ঘটনা ফেনী নোয়াখালী
আলমগীর সরকার লিটন
চিরসত্যা কথা
অশেষ ধন্যবাদ জানাই
আরজু মুক্তা
আর দেশপ্রেম?
সবগুলারে লটকানো উচিত
আলমগীর সরকার লিটন
হু মুক্তা আপু তবুও দেশপ্রেম নিতে হবে
অশেষ ধন্যবাদ জানাই
খাদিজাতুল কুবরা
জায়গায়ন গুলি করে মারা উচিৎ। তাহলে আর জঘন্য অপরাধ করবেনা। প্রাণের ভয় কার নেই।
দেশপ্রেম নয় নিজের মা বোনদের, মেয়েদের সম্ভ্রম নিয়ে ভাবুন।
সুপর্ণা ফাল্গুনী
আপনি একদম আমার মনের কথা টাই বলে দিলেন। দেশপ্রেম দিয়ে কি করবো যেখানে মানুষের প্রতি মানুষের ই ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই। এখন সময় হয়েছে নারীকে রক্ষার যুদ্ধ করার। একাত্তরে দেশ রক্ষা করেছি যেভাবে সেভাবেই নারীর জন্য যুদ্ধ করার সময় এসেছে।
খাদিজাতুল কুবরা
দিদি ভাই পরিবার থেকেই এরা মেয়েদেরকে অসম্মানিত হতে দেখে এবং মস্তিষ্কে গেঁথে নেয় এই জন্যই নারী তাদের কাছে শুধুই কামনার বস্তু। পরোক্ষভাবে পরিবারই দায়ী।
আলমগীর সরকার লিটন
জ্বি কুবরা আপু সঠিক বলেছন
অশেষ ধন্যবাদ জানাই
শামীম চৌধুরী
দেশপ্রেমটা আজ আমাদের কারো ভিতরে আসে কবি?
দেশটা আজ কোথায় নিয়ে যাচ্ছে নরপশুরা?
কে দিবে আমার প্রশ্নের উত্তর?
ভাল লিখেছেন।
আলমগীর সরকার লিটন
আমরা কেউ জানি না শামীম দা
অশেষ ধন্যবাদ জানাই
সুপায়ন বড়ুয়া
দেশপ্রেমে উজ্জীবিত করে মা বোনকে সম্মানের
চোখে দেখলেই ল্যাটা চুকে যায়।
তাঁদের গৃহবন্দী বা পরবাসি করে রাখলেই
লোভাতুর দৃষ্টির মেলে শকুনের গায়।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
বাস্তবতার কথা বলেছেন সুপায়ন দা
অশেষ ধন্যবাদ জানাই
সুপর্ণা ফাল্গুনী
দেশপ্রেম নয় এখন সবার আগে জীবন, সম্ভ্রম , শিশু কে রক্ষা করতে হবে তাহলেই তো দেশ বাঁচবে, ভালো থাকবে। ভালো থাকবেন
আলমগীর সরকার লিটন
এবারে সত্য কথা বলেছেন প্রিয় সুপর্ণা দিদি
অশেষ ধন্যবাদ জানাই
রেহানা বীথি
দেশমাতা কি জিনিস এরা কি বোঝে?
বুঝবে কোনওদিন?
আলমগীর সরকার লিটন
সঠিক কথা বলেছন বীথি আপু
অশেষ ধন্যবাদ জানাই
জিসান শা ইকরাম
দেশপ্রেম এখন মুখের কথায় আছে শুধু,
দেশ যে আমাদের দিচ্ছে তা ভুলে গিয়েছি আমরা।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
হু সঠিক বলেছেন জিসান দা অশেষ ধন্যবাদ জানাই
সুরাইয়া পারভীন
যদি পাথর নিক্ষেপ করে মৃত্যু দেওয়া হতো তবে এমন নৃশংস আচরণ করার আগে কয়েকশ’ বার ভাবতো। এই চরম বিপর্যয় রোধে কঠোর থেকে কঠোরতর হও মা। আর নির্বাক থেকো না
আলমগীর সরকার লিটন
সুন্দর মন্তব্য করেছেন অশেষ ধন্যবাদ জানাই পারভীন আপু
রোকসানা খন্দকার রুকু
কারও কারও কাছে দেশপ্রেম মানে অবৈধ ক্ষমতা।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
হু সঠিক বলেছেন তারপর দেশপ্রেম নিজেকে রাখতে হবে
উর্বশী
মা, বোন, শিশুদের সম্ভ্রম রক্ষা হওয়া জরুরী।
মুখের বুলি দেশ প্রেম,নীরবে অন্যকিছু।
সুন্দর উপস্থাপন করেছেন। শুভ কামনা সব সময়
তৌহিদ
আমাদের মুখে দেশপ্রেম, মনে নেই। আর এ কারনেই পিছিয়ে আছি শতবছর।
ভালো থাকুন ভাই।
হালিম নজরুল
এভাবেই বেজে উঠুক জাগরণের গান।