
জীবনের বাঁকে বাঁকে স্নেহ-প্রেম স্মৃতিতে ব্যাকুল
সজল চোখে বিপর্যস্ত কেশ-বাস,
সাহারার মতো রসকষহীন
যেন দৈত্যের মায়াপুরীর মতো বিভীষিকাময়।
বটের ছায়ায় মর্মরধ্বনি
মুকুলিত বকুলকুঞ্জে বিরহী কোকিলের কুহুতান;
বসে আছি স্বপ্নের আবেশে ক্লান্তমনের আবিষ্টতায়,
চিরকল্লোলময়ী তিস্তার তীরে বসে দেখি
বালকবালিকার গোল্লাছুট খেলা।
সত্য অসত্যের বেড়াজালে আবদ্ধ আমি
আলোকবর্তিকার খোঁজে ভাসমান ভেলা।
একবিন্দু শিশিরে মেটেনি যে তৃষ্ণা;
একাকী ভাঙা নৌকায় অকুল নদী পার হতে চেয়ে
কেন তবে আজ বিপদাপন্ন হওয়া?
এভাবে হয়তো দেখবো একদিন
ঝড়ে পড়েছে যৌবন বৃন্তচ্যুত ফুলের মত!
বসন্তবাতাসের দোলায়
পৃথিবীর আদি-অন্ত ঠিকই আছে;
মাঝখানে নিজের জীবনের খাতা শুন্যই রয়ে গেছে।
[ছবি নেট থেকে নেয়া]
২৮টি মন্তব্য
কামাল উদ্দিন
সত্যিই এলোমেলো ভাবনা, তবে এসব যেন মিলে যায় আমাদের সকলের বেলায়। কতো কিছুর পাণে ছুটছি মরন পণ করে, যাবার বেলায় সেই শূন্য হস্ত…………ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
তৌহিদ
শুন্য হাতেই এসেছি শুন্য হাতেই ফিরে যাবো। রেখে যাবো কিছু স্মৃতি, কেউ কাঁদবে বা কেউ ক্ষণিকের বেদনায় আক্রান্ত হয়ে ভুলে যাবে। জীবনের পাতা শুন্যই রয়ে যায়।
ভালো থাকুন ভাই।
সুপায়ন বড়ুয়া
“পৃথিবীর আদি-অন্ত ঠিকই আছে;
মাঝখানে নিজের জীবনের খাতা শুন্যই রয়ে গেছে।”
এলোমেলো ভাবনাগুলো শুধু হতাশা আনে ডাকে
জীবন কতো স্বপ্নময় সময়ের আঁকে বাকে।
বহুদিন পর কাব্য কথন লাগলো ভালো।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
জীবনে সুখ যেমন থাকে দুঃখ বেদনা হতাশাও থাকে। এসবকে খুব বেশি আমলে নিতে নেই। তবে বেখেয়ালি মনে চিন্তা আসেই- হু এম আই, আমি কে?
উওর জানেন কি?
শুভকামনা রইলো দাদাভাই।
ইঞ্জা
সত্য অসত্যের বেড়াজালে আবদ্ধ আমি
আলোকবর্তিকার খোঁজে ভাসমান ভেলা।
একবিন্দু শিশিরে মেটেনি যে তৃষ্ণা;
একাকী ভাঙা নৌকায় অকুল নদী পার হতে চেয়ে
কেন তবে আজ বিপদাপন্ন হওয়া?
অনবদ্য চয়ন।
তৌহিদ
নিজের যৌবন কর্ম এসব যাদের জন্য বিলিয়ে দিয়েছেন একসময় তারাই অকৃতজ্ঞ হয়ে যায়। হিসেবের খাতা শুন্য অথচ জীবন চলে যাচ্ছে জীবনের নিয়মে।
ভালো থাকুন দাদা।
ইঞ্জা
মূল্যবান কথা বললেন ভাই।
ছাইরাছ হেলাল
আপনার লেখা পরে একটি গানের কথা মনে পড়ে গেল…..
https://www.youtube.com/watch?v=32VFo_ErsXI
তৌহিদ
অনেকদিন পরে শুনলাম গানটি! সত্যি ভুলেই গিয়েছিলাম। ধন্যবাদ ভাই।
শুভকামনা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
দিনশেষে আমরা শূন্য।
তবুও জীবন তার গতিতে চলছে।
সে চলার পথে হঠাৎ থমকে যায়।
সেইদিন যৌবন বৃদ্ধে পরিণত হয় কখনো বা তার আগে ঝরে পড়ে।
এটাই নির্মম বাস্তব, দাদা।
ভালো প্রকাশ।
তৌহিদ
সুন্দর বলেছ দাদা, ধন্যবাদ।
ভালো থেকো।
সুপর্ণা ফাল্গুনী
সময় বহতা নদীর মতো । পৃথিবীর জায়গায় পৃথিবী থাকবে শুধু আমরা জীবনের হিসাব নিকাশ এর খাতা শূণ্য রেখেই ওপাড়ে চলে যাবো/ চলে যেতে হয়। যৌবন বৃন্তচ্যুত হয়ে ঝরে পড়ে পথের ধূলিতে। চরম বাস্তবতা তুলে ধরলেন ভাইয়া। এযে চিরন্তন সত্য, অমোঘ বাণী – একে খন্ডাবে সাধ্যি কার! ভালো থাকবেন শুভ কামনা রইলো
তৌহিদ
এই জগতে যতদিন দেহে শক্তি থাকে, অপরের কাজে লাগি ততদিনই মানুষ মনে রাখে। এরপর সব ভুলে যায়।
হিসেব কষে আসলে জীবন চলেনা। ভালো থাকুন আপু।
আরজু মুক্তা
এপার ওপার দুই পারেই হিসাব নিকাশের খেলা।
অংক কষে লাভও নাই। যা হওয়ার তা হয়। তবুও মানবিকগুণগুলো বিকশিত করে একটু যদি ভালো থাকা যায়! ক্ষতি কি?
ভালো থাকবেন। শুভকামনা
তৌহিদ
মানবিকতা এখন জানালা দিয়ে পালায়। স্বার্থের কাছে বন্দী হয়েছে চাওয়াপাওয়াগুলি।
ভালো থাকুন আপু।
রোকসানা খন্দকার রুকু
পৃথিবীর আদি-অন্ত ঠিকই আছে;
মাঝখানে নিজের জীবনের খাতা শুন্যই রয়ে গেছে।***
এমন শূন্য হাতে শূন্য খাতা নিয়ে চলে যেতে হবে।
শুভ কামনা রইলো ভাইয়া।
তৌহিদ
ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকুন সবসময়।
মনির হোসেন মমি
জীবন সংসার ভাবলে কিছুই না সব যেন এক জীবনের খেলাঘরের পুতুল খেলা। খুব ভাল লিখেছেন।
তৌহিদ
জীবনটাই এক রঙ্গমঞ্চ ভাই। আমরা শুধু অভিনয় করেই যাচ্ছি।
ধন্যবাদ ভাইয়া।
মোঃ মজিবর রহমান
জীবন বাঁকে অতি দুক্ষ জ্বালা নিত্যসংগী
সেই জীবনই অধিক ভাল নায়তো পাপী।
জীবন যৌবন কাটে কাজে সেইতো কর্মী
সহায় থাকে মানবের পাশে সেই প্রিয় তুমি।
তৌহিদ
এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। সবাই নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ভাই।
ভালো থাকুন সবসময়।
মোঃ মজিবর রহমান
তা সত্যি হইতো কাল্পনিক হবে।
ভালো থাকুন।
শামীম চৌধুরী
ভাই তোমার কবিতাটি কয়েক জায়গায় বেশ কিছু লাইন পড়ে শৈশবে ফিরে গেলাম।
যেমনঃ চিরকল্লোলময়ী তিস্তার তীরে বসে দেখি
বালকবালিকার গোল্লাছুট খেলা।
আহা কি না মধুর দিনগুলি ছিল আমাদের।
ভাল লাগলো কবিতাটি।
তৌহিদ
কৈশরের দিনগুলিতো ভোলা যায়না ভাইয়া। সোনালী স্মৃতি সেসব।
শুভকামনা রইলো।
হালিম নজরুল
এভাবে হয়তো দেখবো একদিন
ঝড়ে পড়েছে যৌবন বৃন্তচ্যুত ফুলের মত!
———- জীবন শূন্য না থাকুক, পরিপূর্ণ হোক স্বপ্নসফলতায়।
তৌহিদ
ভালো থাকুন ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
অসাধারণ অসাধারণ এক ভাবনাময় কবি দা
তৌহিদ
পড়েছেন দেখে খুশি হলাম ভাই। ভালো থাকুন।