
: এই যে অনিমেষ !
: আমাকে বলছেন !
: জি।
: আমি তো ‘ বিকেল’।
: সুন্দর নাম তো ! আপনার মা কেমন আছেন?
: ভালো। মায়ের সাথে খুব খাতির মনে হয়?
: আজ নাকি মা কে বলেছেন, দুপুরে খাবেন না!
: খাবো না বলিনি। বলেছি ক্ষিধা নেই।
: ইচ্ছে করেই বলেছেন?
: আপনার কি খুঁত ধরা অভ্যেস? এমন মানুষ আমার পছন্দ না।
: আপনি তো সিঁড়ি দিয়ে উঠতে নামতে এমনভাবে নামেন ; আশেপাশের মানুষ দেখলে, সাগর পরিমাণ অপছন্দের তিতা ওষুধ গিলছেন মনে হয়!
: জ্বি না! ভুল বললেন, সাগর না মহাসাগর।
: কোন মহাসাগর?
: আশেপাশের ভারত মহাসাগর।
: অপছন্দের দৈর্ঘ্য না হয় ৬৬,৫২৬ কিলোমিটার। কিন্তু গভীরতা কি বাড়ানো যায় না?
: এখন ভালোবাসায় বিস্তীর্ণ বালু। ভরাট হবে না।
: আজ তাড়া নেই? দাঁড়িয়ে আছেন যে?
: আপনাকে একটু সময় নিয়ে দেখছি।
: রোজই তো আড়চোখে দেখেন।
: এসবও দেখা হয়।
: কখনো কলেজ যাওয়ার পথে কোন মেয়েকে দাঁড়িয়ে দেখেননি?
: না হ্ !
: নিজেকে চরিত্রবানের তকমা লাগাচ্ছেন।
: বাড়িতে চারিত্রিক সার্টিফিকেট আছে। দেখাবো?
: হা হা। লেখকরা বড্ড মিথ্যেবাদী।
: আমি তো গদ্য লিখি। ঘাসের মতো সতেজ, সরল, সবুজ।
: আমি আপনার কয়েকটা বই পড়েছি। নারীদের অনাধিকার প্রবেশ। এখন কি বলবেন?
: যার প্রবেশাধিকার আছে ; সে চৌকাঠে পা রাখে না।
: তাহলে কী আমি মরীচিকা?
: আত্মবিশ্বাস এতো দুর্বল কেনো?
: মহাসগরের তীরে দাঁড়িয়ে ডুবানোর কথা ভাবছেন?
: আমি তো লেখক। কখনো কখনো বিরামহীন ঘুড়ির মতো উড়ি!
: ঘুড়ি কিন্তু কাটা পরেছে।
: ঘুড়ি কাটা আর হৃদয় কাটায় অনেক তফাত।
: সূর্যের মতো কাল অনেক ক্ষণ পুড়িয়েছেন।
: আমি তো পোড়াই না। আইসক্রীম খাবেন? পুড়ে যাওয়া অংশে ভালো কাজ করবে।
: ঠিক আছে। আজ বিকেলে দেখা হতে পারে কি?
: আলবত! চলে আসেন “রোদেলা বিকেলে”।
: লোভনীয় প্রস্তাব। মিস করার কোন কারণ নেই। তবে, রাগ বহাল থাকবে।
: কতোদিন পর আবার শুনানি হবে?
: মাস, বছর, যুগ !
: মা, ডাকছে। আসি।
: আমি কিন্তু অপেক্ষায় থাকবো। রজনীগন্ধা হাতে।
: হুম ! মায়াকন্যা !
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এত সহজে পটানো যায়!! মায়া কন্যাকে। অবশ্য লেখালেখিতে কত কী না হয়।
মিথের ফুলঝুরিতে, মিথ্যের হাতছানি দেখিয়ে।
আরজু মুক্তা
ঐ আর কি? ভাবনার আকাশে নিরিবিলি পাখা মেলা।
হালকা লেখাও লিখতে হয় মাঝে মাঝে। মন ভালো হয়।
শুভকামনা
হালিম নজরুল
সুন্দর লিখেছেন। তবে দৈর্ঘ্যের একক কি:মি: হবার কথা।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই। ঠিক করেছি।
খাদিজাতুল কুবরা
সুন্দর কথোপকথন থেকে নতুন গল্পের সূচনা হবে আশা করি।
ভালো লাগলো কথোপকথনটি।
শুভকামনা রইল আপু
আরজু মুক্তা
হা হা। কলম বন্ধ।
ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভকামনা
সুপায়ন বড়ুয়া
কথোপকথনে শেষে
কেউ রজনী গন্ধা হাতে দাড়ালে
আমি দেখতে আসব আপু আড়ালে।
এমন আমন্ত্রন যায় না কেউ ভুলে।
ভাল লাগলো। শুভ কামনা।
আরজু মুক্তা
আপনিও আসেন রোদেলা বিকেলে, জামাল খানে।
সুপ না হলে কি চলে?
সুপায়ন বড়ুয়া
আমি কিন্তু এলাকার ই ছেলে।
আসব কিন্তু সত্যিই চলে।
ভয় পাবেন না ভুলে।
আরজু মুক্তা
ভয়? নয় নয়
শামীম চৌধুরী
নিঁখুত, স্বর্গীয় ও স্বার্থহীন ভালোবাসা কখনই বালু দিয়ে পূর্ন করা যাবে না।
আর এত এত অফার দিয়ে ভালোবাসা প্রস্তাবটাও মন্দ না। তবে খাদ্য পন্য থেকে ভালোবাসার স্বাদ ভিন্নতর। অপেক্ষায় থাকুন। দেখি সে আসে কিনা?
আরজু মুক্তা
হা হা। কমেন্ট পড়ে ভালো লাগলো।
অফারের অভাব নেই। মারলোর একটা কবিতা পড়ে এমনভাবে লেখা। যদিও সেটা গ্রাম্য বালক বালিকাকে নিয়ে লেখা।
না গিয়ে উপায় আছে। সিঁড়িতেই তো চোখাচোখি।
শুভকামনা ভাই
সুপর্ণা ফাল্গুনী
এতো সংক্ষিপ্ত কথোপকথনে এতো কিছু বলা হলো, দেখা করার অনুমতি পাওয়া গেল সত্যিই খুব ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে কথোপকথন। পুরো একটি গল্প পেয়ে গেলাম মনে হয়। ধন্যবাদ আপু। রজনীগন্ধার শুভেচ্ছা রইলো আপনার জন্য
আরজু মুক্তা
একটা গ্রাম্য কৃষাণ কৃষানীর কবিতা পড়ে, এৃন ভাবনা মাথায় আসে।
ভালো লেগেছে জেনে, আমার লেখা সার্থক হলো।
শুভকামনা
তৌহিদ
কথার ফুলঝুরিতে নিজেকে নিবেদনের চেষ্টা! প্রাপ্তির খাতা শেষে শুন্যই রয়ে যায়।
চমৎকার লেখা পড়লাম। ভালো থাকুন আপু।
আরজু মুক্তা
হাআহা! দেখা যাক কি হয়।
ভাবনার আকাশে ওড়াওড়ি।
শুভকামনা জানবেন।
রেহানা বীথি
মায়াকন্যা তো মায়ায় পড়ে গেল দেখছি! সাবধান, লেখকরা কিন্তু মিথ্যেবাদী! হা হা…
বেশ লাগলো কথোপকথন।
আরজু মুক্তা
হা হা।
মিথ্যে কিন্তু বলিনি। সিমিলি আর মেটাফরে ভর্তি।
ভালো থাকবেন।
শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
পটেই গেল তাহলে? মিথ্যে ছাড়া আসলে প্রেম হয়না। এটাকে ছলাকলাও বলা যায়। অন্যরকম স্বাদ পাওয়া গেল।
শুভ কামনা।আরও দুচারটে লিখে ফেলুন এমন।
ভালো থাকবেন।
আরজু মুক্তা
আমার এমন পাঠক থাকলে আর কিছু লাগে?
লেখা এমনিই চলে আসবে।
শুভকামনা আপনার জন্য।
উর্বশী
বেশ ভাল লেগেছে। সামান্য কথায় পুরো গল্পের আসর।রজনীগন্ধার তোড়া হাতে নিয়ে দাড়িয়ে থাকার পরের ঘটনা তো আরও মজার কাহিনী। চমৎকার লিখেছেন ।
আরজু মুক্তা
ধন্যবাদ আপনাকে। সুন্দদ মন্তব্য লিখার অনুপ্রেরণা যোগায়।
শুভকামনা