কথোপকথন ( ২ )

আরজু মুক্তা ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৯:২৫:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

: এই যে অনিমেষ !

: আমাকে বলছেন !

: জি।

: আমি তো ‘ বিকেল’।

: সুন্দর নাম তো ! আপনার মা কেমন আছেন?

:  ভালো। মায়ের সাথে খুব খাতির মনে হয়?

: আজ নাকি মা কে বলেছেন,  দুপুরে খাবেন না!

: খাবো না বলিনি। বলেছি ক্ষিধা নেই।

: ইচ্ছে করেই বলেছেন?

: আপনার কি খুঁত ধরা অভ্যেস? এমন মানুষ আমার পছন্দ না।

: আপনি তো সিঁড়ি দিয়ে উঠতে নামতে এমনভাবে নামেন ;  আশেপাশের মানুষ দেখলে,  সাগর পরিমাণ অপছন্দের তিতা ওষুধ গিলছেন মনে হয়!

: জ্বি না! ভুল বললেন, সাগর না মহাসাগর।

: কোন মহাসাগর?

: আশেপাশের ভারত মহাসাগর।

: অপছন্দের দৈর্ঘ্য না হয় ৬৬,৫২৬ কিলোমিটার। কিন্তু গভীরতা কি বাড়ানো যায় না?

: এখন ভালোবাসায় বিস্তীর্ণ বালু। ভরাট হবে না।

: আজ তাড়া নেই?  দাঁড়িয়ে আছেন যে?

: আপনাকে একটু সময় নিয়ে দেখছি।

: রোজই তো আড়চোখে দেখেন।

: এসবও দেখা হয়।

: কখনো কলেজ যাওয়ার পথে কোন মেয়েকে দাঁড়িয়ে দেখেননি?

: না হ্ !

: নিজেকে চরিত্রবানের তকমা লাগাচ্ছেন।

: বাড়িতে চারিত্রিক সার্টিফিকেট আছে।  দেখাবো?

: হা হা।  লেখকরা বড্ড মিথ্যেবাদী।

: আমি তো গদ্য লিখি। ঘাসের মতো সতেজ, সরল, সবুজ।

: আমি আপনার কয়েকটা বই পড়েছি।  নারীদের অনাধিকার প্রবেশ। এখন কি  বলবেন?

: যার প্রবেশাধিকার আছে ; সে চৌকাঠে পা রাখে না।

: তাহলে কী আমি মরীচিকা?

: আত্মবিশ্বাস এতো দুর্বল কেনো?

: মহাসগরের তীরে দাঁড়িয়ে ডুবানোর কথা ভাবছেন?

: আমি তো লেখক। কখনো কখনো  বিরামহীন ঘুড়ির মতো উড়ি!

: ঘুড়ি কিন্তু কাটা পরেছে।

: ঘুড়ি কাটা আর হৃদয় কাটায় অনেক তফাত।

: সূর্যের মতো কাল অনেক ক্ষণ পুড়িয়েছেন।

: আমি তো পোড়াই না। আইসক্রীম খাবেন?  পুড়ে যাওয়া অংশে ভালো কাজ করবে।

: ঠিক আছে। আজ বিকেলে দেখা হতে পারে কি?

: আলবত!  চলে আসেন “রোদেলা বিকেলে”।

: লোভনীয় প্রস্তাব। মিস করার কোন কারণ  নেই।  তবে, রাগ বহাল থাকবে।

: কতোদিন পর আবার শুনানি হবে?

: মাস,  বছর,  যুগ !

: মা, ডাকছে। আসি।

: আমি কিন্তু অপেক্ষায় থাকবো। রজনীগন্ধা  হাতে।

: হুম !  মায়াকন্যা !

 

 

 

১২৭৫জন ৮৯৯জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ