
ভাবনাগুলো ধবল সাদা ডানায় ভর করে প্রাচীন শঙ্খের মতো-
কুন্ডলীকারে ঘুরছে বন্দী কারাগারের প্রাচীর ঘেঁষে।
ড্রিল মেশিনের মতো ভাবনাগুলো প্রাচীর ভেদ করে বেরিয়ে যেতে পারছেনা মুক্ত নীলাম্বরে।
কষ্টগুলো ঝুলন্ত মেঘের বৃষ্টির মতো টপটপ করে জমা হচ্ছে-
কপোল বেয়ে বুকের বাম অলিন্দের কুঠুরিতে।
চাওয়া পাওয়া গুলো কে সুঁই সুতা দিয়ে একখন্ড কাপড়ের জমিনে-
এফোড় ওফোড় করে আটকানো যাচ্ছে না।
প্রজাপতির ডানায় রঙধনু দখল নিয়েছে অবৈধ নিবন্ধনে কিংবা
বিবর্ণ প্রজাপতি জোর করে আটকে নিয়েছে রঙধনুকে রূপের জৌলুস বাড়াতে!
হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় জীবনের স্বপ্নগুলো
কারো অবহেলা আর অযত্নের এক চিমটি আঙুলের দমবন্ধ পীড়নে।
নাইট কুইনের মতো ভোরের আলো ফুটবার আগেই
সুখপাখি বিষাক্ত সাপের গর্তে লুকিয়ে যায়।
কান্নাগুলো শুকিয়ে গিয়ে লোনাজল জমানো চোখের পাপড়িতে ঝুলে থাকে বেদনার মানচিত্র এঁকে।
বোবা শব্দরা পরিপাটি সেজে অপলক দৃষ্টিতে সহস্র ভাবনার খেরোখাতা খুলে বসেছে।
নীলাভ, ঢেউ খেলানো জলপর্দার বুকে নির্বাক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কে।
পেঁজা তুলোর মেঘের উড়ুপে ভর করে বিষণ্ণ বিকেল জেঁকে বসেছে চোখের কার্নিশে।
ছবি- গুগল
২৮টি মন্তব্য
শামীম চৌধুরী
হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় জীবনের স্বপ্নগুলো-
একদম বাস্তব কথা দিদিভাই।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইলো 🌹💓। অফুরন্ত ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও শুভকামনা রইলো। ভালো থাকবেন
আলমগীর সরকার লিটন
হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় জীবনের স্বপ্নগুলো
কারো অবহেলা আর অযত্নের এক চিমটি আঙুলের দমবন্ধ পীড়নে।——চমৎকার কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ইঞ্জা
হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় জীবনের স্বপ্নগুলো
কারো অবহেলা আর অযত্নের এক চিমটি আঙুলের দমবন্ধ পীড়নে।
সত্যি আপু, দারুণ লিখলেন।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
ইঞ্জা
শুভেচ্ছা আপু
Jasim uddin
সুখপাখি বিষাক্ত সাপের গর্তে লুকিয়ে যায়।
তৌহিদ
ভাবনাকে অবমুক্ত করে দিন আপু। কষ্টেসৃষ্টে বিরহবেদনারর চেয়ে হাসিমুখের মুল্য অনেক। ছবিটি কিন্তু অসাধারণ হয়েছে।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া। ছবিটি আমার ও খুব ভালো লেগেছে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ফয়জুল মহী
অনন্যসাধারণ ভাবে অনুপম লেখা I
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অফুরন্ত
সুরাইয়া পারভীন
ভাবনা গুলো যেদিন বন্দী কারাগারের প্রাচীর ভেঙে বেড়িয়ে পড়বে মুক্ত নীলাকাশের বিশুদ্ধ বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নিতে পারে সেদিন সবচেয়ে সুখি মানুষ মনে হবে নিজেকে।
চমৎকার লিখেছেন দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। সতত শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
কোনকিছু আটকাতে নেই।চুপসে যেতে দিতেও নেই।উডিয়ে দিন। লাগলে আমাদেরও ডাকুন। বিষন্নতা ঝেঁটিয়ে বিদায় করব।
শুভ কামনা। ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
এই না হলে সোনেলার সোনা! অবশ্যই ডাকবো এমন সঙ্গী পেলে সব দূর হয়ে যাবে। যুদ্ধে নাহি ডরাই 🙂🙂। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
নীলকণ্ঠ এখন বেঘোরে ঘুমুচ্ছে, খোঁচাখুঁচি করেন ক্যা!!
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣 ব্যাটা আর কত ঘুমাবে? অফুরন্ত কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
আরজু মুক্তা
বাহিরে ডানা মেলে স্বপ্নগুলো দারুণ হাসুক
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও ভালোবাসা অবিরাম 🌹🌹। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। শুভ কামনা সতত
সুপায়ন বড়ুয়া
বিষন্ন বিকেলে সরস বদনে
দিদি আমার বসে
কাব্যিক ভাষায় ভেবেছিল যা
অসাধারন লিখেন এসে !
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। আপনার ছড়াকারে মন্তব্যগুলো খুব ভালো লাগে দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
খাদিজাতুল কুবরা
“নাইট কুইনের মতো ভোরের আলো ফুটবার আগেই
সুখপাখি বিষাক্ত সাপের গর্তে লুকিয়ে যায়।
কান্নাগুলো শুকিয়ে গিয়ে লোনাজল জমানো চোখের পাপড়িতে ঝুলে থাকে বেদনার মানচিত্র এঁকে।”
কান্না শুকিয়ে যায় জীবনের প্রয়োজনে,
দাগ রয়ে যায় যাতনার খাতায় সংগোপনে।
খুব ভালো লিখেছেন দিদি ভাই।
বেদনা যদি এমন সুন্দর কবিতার জন্ম দেয় তবে সে বেদনা থাকুক কিছুটা।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যের জন্য একরাশ শুভেচ্ছা ও ধন্যবাদ। কিছু কিছু বিরহ অনেক ভালো কিছুর জন্ম দেয় এটা অস্বীকার করার উপায় নেই। আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় ই তার প্রমাণ। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
হালিম নজরুল
চমৎকার কিছু উপমাসম্মৃদ্ধ কবিতায় মুগ্ধ হলাম।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। আপনার এমন মন্তব্যে সত্যিই আনন্দিত। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
রেজওয়ানা কবির
হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় জীবনের স্বপ্নগুলো। সত্যি তাই,,,,চমৎকার অনুভূতির প্রকাশ।খুব ভালো থাকুন আপু।শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
দুঃখিত বলছি আপু। আপনার মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেল । আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একদমই খেয়াল করিনি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন নিরাপদে থাকবেন