বৃষ্টি মানে

নিরব সাগর ৭ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ১২:১৩:৫০অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

 

 

বৃষ্টি মানে বিষন্নতা

 মেঘমালার ফল।

 বৃষ্টি মানে আকাশের সাথে

 আমার চোখে জল।

 বৃষ্টি মানে বাদলা দিন

ভাঙ্গা স্মৃতির মেলা।

 বৃষ্টি মানে আষাঢ় চোখে

অঝরে জল ফেলা।

 বৃষ্টি মানে বেদনা

 ভাঙ্গা বুকের ক্ষত।

 বৃষ্টি মানে বয়ে চলা

 চোখের জলের স্রোত।

 বৃষ্টি মানে ব্যাকুলতা

 ব্যর্থতার বহিঃপ্রকাশ।

 বৃষ্টি মানে আমার কাছে

চোখের জলে জলোচ্ছ্বাস।

 বৃষ্টি মানে বর্ষণ মুখর

কান্না করছে কেউ ।

বৃষ্টি মানে নিজ নয়নে

বয়ে চলা ঢেউ।

৬১৭জন ৪৯১জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ