
এক.
দিনের পর দিন আমি অপেক্ষায় থেকেছি,
অপেক্ষায় থেকেছি একটা ফোন কলের।
অপেক্ষায় থেকেছি অনেক প্রত্যাশিত-
একটা নম্বর ভেসে উঠবে মোবাইলের স্ক্রিনে,
পূর্ব পরিচিত কাঙ্ক্ষিত সে নম্বরে কল পেয়ে-
আবেগ আপ্লুত হবে মন!
শুষ্ক মরুর চোখ ভরবে অভিমানের অশ্রুতে,
অঝরে ঝরবে বিরহের বারিধারা!
হৃদয়ে উঠবে কালবৈশাখীর ঝড়,
বুকের বাম অলিন্দে বইবে জলোচ্ছ্বাসের স্রোত!
ক্ষণিকের অভিমান ভুলে, নিরবতা ভেঙ্গে
কম্পনরত আর্দ্রকন্ঠে অভিযোগের সুর তুলে,
বলবো এতো দিন পর মনে হলো?
দুই.
আমার কোনো তাড়া নেই
কোথাও যাবার তাড়া নেই
কারো ডাকে সাড়া দেবার তাড়া নেই
কাউকে ভালোবাসার তাড়া নেই
কারো জন্য অপেক্ষার তাড়া নেই
কাউকে অভিযোগের তাড়া নেই
কারো উপর অভিমানের তাড়া নেই
কাউকে কৈফিয়ত দেবার তাড়া নেই
এই দেখো না কেমন আনমনে বসে আছি?
স্থির দৃষ্টিতে শূন্যে তাকিয়ে চোখ জুড়াচ্ছি!
আকাশ নীলে মন রাঙাচ্ছি!
পদ্মদীঘির শান্ত জলের শীতল স্পর্শ নিচ্ছি!
আমার কোনো তাড়া নেই;
বলেই তো এসব সম্ভব তাই না বলো!
২৯টি মন্তব্য
শামীম চৌধুরী
দুটো কবিতাই সুন্দর। শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দাদাভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
চমৎকার কবিতা।
শুভকামনা
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 💜💜
ফয়জুল মহী
নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
আমার ও কোন তাড়া নেই
তাই আপুর লেখা সময় নিয়ে পড়ে নেই।
আপুর যদি ও আমাদের লেখা পড়ার সময় নেই।
ভাল লাগলো আপু। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
দিলেন তো বাঁশখান
পড়বো গো পড়বো
সবার লেখাই পড়বো
আগে একটু অশান্ত মনে
শান্তির বারিধারা আসুক
কৃতজ্ঞতা অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
হা হা হা।
আপু আনন্দ করলাম ছন্দ মিলানোর জন্য্।
ভাল থাকবেন। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
**অপেক্ষার ফল মধুরই হয়**।আর একটু সময় নিয়ে নিন অবশ্যই ফোন আসবে তখন সুদে আসলে না হয় পুশিয়ে নেবেন।
দারুন অভিব্যক্তি আপু। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
দারুণ বলেছেন আপু
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
আপনারা একান্ত অনুভূতি লেখেন, আর আমার পড়ে কবিতা মনে হয়।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
অপেক্ষার প্রহর শেষ হোক , তাড়াহুড়ো করার দরকার নেই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜
বন্যা লিপি
স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি নিরলস!
পরিচিত নাম্বারটা কখন ভেসে উঠবে?
বলেবে, কেমন আছো তুমি? আমায় মনে পড়ে?
অভিমানের ভেজা কন্ঠে বলে উঠবো, এতদিন পরেনে পরলো আমায়? আহা……অপেক্ষারা কেবল অভিমানী চোখ ভিজিয়ে গেলো অবলীলায়।
শেষাবধি বলতেই পারি— আমার আর তাড়া নেই কোনোকিছুতে। নেই কোনো অভিযোগ।
সর্বত ভালোথাকারা ভালোথাকুক।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা রইলো আপু এতো সুন্দর মন্তব্যের জন্য। লাভ ইউ সো মাচ আপু ❤❤❤
সুরাইয়া পারভীন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 💜💜
রেজওয়ানা কবির
অপেক্ষায় আনন্দ কম কষ্ট বেশী থাকে,ভালোবাসা অবিরাম।ভালো লাগল আপু।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
একটিতে খুব অপেক্ষার তাড়া,
এরপর বলছেন তাড়া নেই !!
আসলে খুব ই পাওয়ার তাড়া মনে মনে।
সুরাইয়া পারভীন
নেই গো আর কোনো তাড়া নেই
সিরিয়াসলি বলছি আর কোনো তাড়া নেই
প্রথমটা অনেক আগের লেখা
শেষেরটা এই কয়েকদিন আগের
আপু বলেছিলেন ছোট লেখা পোস্ট করলে যেনো এক জোড়া করি তাই এক সাথে দুটো দিয়েছি
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সৌবর্ণ বাঁধন
কবিতায় আবেগের উচ্ছ্বাস। বেশ সুন্দর।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
অপেক্ষাকে মধুর সুর তুললেন
যেখানে পাওয়া গেছে শান্তির দোলন।
নাই নাই তাড়া নায়
আরামসে কর্ম করে যায়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মোঃ মজিবর রহমান
আপনিও ভাল থাকুন
আলমগীর সরকার লিটন
বেশ এক অনুভূতির ছুঁয়া কবি আপু
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়