
প্রবল জীবন তৃষ্ণার ব্যাসার্ধে জেগে উঠি আবার
অন্তর্ঘাতী নৈঃশব্দিক দুপুরে !!
মাতৃগর্ভের নিরেট অন্ধকার যাপন শেষে
প্রাগৈতিহাসিক আলোর প্রলুব্ধ আহ্বানে
পৃথিবীর জীব রূপে লটকে যাই বোধের চরকে।
চৈত্রের তৃষ্ণাতুর মাটি চুষে খায় চুয়ে পরা রক্ত।
অস্থিমজ্জার মিছিল গিয়ে থামে কপট নিউরনে
গহন ক্ষতির সাঁকো নিদারুণ অসারতায়
বুকে পিঠে জল ছুঁয়ে দেখে পাড়ের ভাবনায়।
মহাকাল বুঝে ওঠার অভিশাপে আমাকে গিলছে
পৃথিবীর নাভিদেশে চুয়ে পরা মাতাল শরাব ।
মদে আর নেশা কই হয় ?
যতটুকু নেশাতুর হয়ে উঠি বকুল গন্ধে ।
বকে যাওয়া নিউরোন গুলো আমায় ঝুলিতে তুলে নেয় প্রাগৈতিহাসিক কায়দায়।
২০টি মন্তব্য
ইঞ্জা
আপনার প্রফাইলেতো ছবি আছেই, পোষ্টে আবার আপনার ছবি দেয়ার কারন বুঝলাম না।
ফিচার ছবি দিন লেখার বিষয়বস্তু অনুযায়ী।
মন্তব্যের জবাবও আপনি দেননা, ব্লগে লিখতে হলে নিজের লেখায় মন্তব্যের জবাব, অন্যদের লেখা পড়ে মন্তব্য করতে হয়।
নিজেকে অন্য ব্লগারদের থেকে বিচ্ছিন্ন করে না রেখে, তাদের সাথে মিশে যান প্রিয় ব্লগার।
শুভ ব্লগিং।
বন্যা লিপি
ভাইজান, আপনার মন্তব্যে বুঝতে পারলাম, ইনি কারো মন্তব্যের জবাব দেন না।কবি যদি মনে করেন। তার লেখাট প্রকাশ করাটাই প্রয়োজন শুধু। কার কি প্রতিক্রিয়া হলো লেখা পড়ে, তাতে তার কিছু যায় আসে না, তাহলে তো আর মন্তব্য করার প্রয়োজনও দেখিনা কারো।
আপনার মন্তব্যের জবাবও দেবেন কিনা যথেষ্ঠ সন্দেহ আছে।
ইঞ্জা
না দিলে আপু জোর করবোনা, কিন্তু সামাজিকতা বলে একটা কথা আছে, উনি মানলে জবাব দেবেন, নাহয় দেবেন না।
নাজমুল হোসেন নয়ন
মন্তব্যের জবাব আর অন্যদের লেখায় নিয়মিত মন্তব্য করবো এখন থেকে
শামীম চৌধুরী
ভাইজান,
কেউ যদি আমার জন্য এক কদম এগিয়ে আসে তার জন্য আমি দুই কদম এগিয়ে যাবো। এই নীতিতে বিশ্বাসী। থাকুক না যার যার মতন।
ইঞ্জা
দেখা যাক ভাই
নাজমুল হোসেন নয়ন
ধন্যবাদ ভাই আলাপ হবে এখন থেকে আশা রাখছি
নাজমুল হোসেন নয়ন
শুভেচ্ছা নেবেন ভাই,ফিচার ছবি পরবর্তীতে প্রাসঙ্গিক হবে আশা করি। আর নিদারুণ এক গহন ক্ষতির কাল পার করছিলাম।ভিরের ভেতর একা হাঁটতে হাঁটতপ আমিও ক্লান।এখন থেকে আলাপ হবে। কমেন্টের জবাব সহ অন্যদের লেখাও কমেন্ট করা হবে।একত্ব থেকে বহুত্বে রূপ নেনপ চিন্তার তির্যক রেখা।
ইঞ্জা
শুভকামনা, হ্যাপি ব্লগিং।
ফয়জুল মহী
অনবদ্য লেখা
সুপর্ণা ফাল্গুনী
জন্ম থেকেই যাত্রা শুরু হয়ে থামে কবরে। বকুলের গন্ধে সত্যিই নেশার মতো লাগে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
নাজমুল হোসেন নয়ন
সুপর্ণা ফাল্গুনী- আপনার জন্যও শুভেচ্ছা রইল।
রেজওয়ানা কবির
বকুলের গন্ধে আসলেই নেশা কাজ করে।
নাজমুল হোসেন নয়ন
আমিও তাই হই
রোকসানা খন্দকার রুকু।
শুভ কামনা। ভালো থাকবেন।
নাজমুল হোসেন নয়ন
আপনার জন্যও শুভ কামনা রইল
আরজু মুক্তা
অহেতুক যাত্রায় বকুলও হাসে। অন্ধকার আর আলোর খেলায়। আমরাও দম নিতে চাই।
ভালো লাগলো।
নাজমুল হোসেন নয়ন
ঝুলে আছি যেন দম বন্ধ চরকে
আলমগীর সরকার লিটন
মদ আর নেশ কবিতার বুক হৃদয় চমৎকা কবি দা
নাজমুল হোসেন নয়ন
ভালোবাসা নিবেন লিটন ভাই