
দৈব ক্রমে পঁচা শামুকে পা কেটেছে,
পঁচন ও ধরেছিলো।
না পঁচা অঙ্গ রাখা গেলোনা, ফেলতে হয়েছে।
ভাঙা পা খাদে পড়েছে!
বারবার, বহুবার, অজস্র বার!
না মুখ থুবড়ে পড়ে থাকিনি উঠে দাঁড়িয়েছি প্রতিবার।
শুধু একটি ভুল হয়েছে আবার,
অসংযত ভাবাবেগে ভালোবাসার খাদে পড়েছি,
ভেবেছিলাম পেতে চলেছি একটি শক্ত কাঁধ,
অনুভূতির গিরিখাতে ডুবে সবটুকু নিখাঁদ
ভালোবাসা উজাড় করে দিতে ভাবিনি দু’বার।
না,কারুর দোষ নয়,দোষ অসাবধানী আমার।
তাই ভুলের খেসারত দিতে কার্পণ্য করিনি,
কষ্ট পেয়েছি, হাউমাউ করে কেঁদেছি
ভনিতা করে দুঃখ লুকাইনি,
এ ভার আর নিজের মধ্যে রাখিনি,
চোখের জলে প্রেমের সলিল সমাধি স্তম্ভ ভাসিয়েছি।
জল শুকিয়ে সেখানে এখন চর জেগেছে,
আমি শুধু ফসল বুনে চলেছি,
আর আমার পুনরায় উঠে দাঁড়ানোর গল্প লিখছি।
আশা একটাই আর কেউ যেন আমার মতো
অসতর্ক না হয়।
নিজেকে ভালোবাসতে হয়, অন্য কাঁধের ভরসা নয়।
দিনশেষে কেউ কারও নয়।
০৯/০৮/২০২০ইং
২৮টি মন্তব্য
শামীনুল হক হীরা
দারুণ লিখেছেন সম্মানিত কবি।।শুভকামণা রইল প্রিয়।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং শরতের শুভেচ্ছা রইল
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু
অনেক শুভেচ্ছা রইল———-
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবা এবং অফুরান শুভেচ্ছা রইল লিটনদা
শামীম চৌধুরী
ভাল লিখেছেন। সবচেয়ে বাস্তব সত্যটা হলেছেন “দিন শেষে কেউ কারো নয়”।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ ভাইয়া কৃতজ্ঞতা জানবেন।
ছাইরাছ হেলাল
অলীক বস্তু পেতে চাইলে এমন বিড়ম্বনা মাস্ট !!
তাও ভাল অলীক কে অলীক হিসেবে বুঝে নিয়েছেন!!
খাদিজাতুল কুবরা
অন্যের কাছে প্রত্যাশা অলীক বস্তুই বটে।
অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
সুপায়ন বড়ুয়া
নিজেকে ভালোবাসতে হয়,
অন্য কাঁধের ভরসা নয়।
দিনশেষে কেউ কারও নয়।
আপনার মতো সবার যদি
এরকম ঠিক উপলব্দি হয়।
ভাল লাগলো। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ এবং শরতের শুভেচ্ছা জানবেন দাদা।
রেজওয়ানা কবির
দিন শেষে কেউ কারও নয়, খুব সুন্দর ও সঠিক কথা।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ আপু।
তৌহিদ
চেষ্টারর বিকল্প নেই। তবে কাঁধে কাঁধ মেলানোর জন্যে হলেও কাউকে পাশে প্রয়োজন। সবাই সুখের পায়রা, দুঃসময়ে কেউ থাকেনা।
ভালো থাকুন আপু।
খাদিজাতুল কুবরা
দিনশেষে পরিতৃপ্তির দেয় নিজের কর্মফল।
আজকাল অনুভবেে আর কিছু খুঁজে পাইনা ।
বয়স বাড়ার প্রতিফল ভাইয়া।
সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
প্রদীপ চক্রবর্তী
নিজেকে ভালোবাসতে হয়, অন্য কাঁধের ভরসা নয়।
দিনশেষে কেউ কারও নয়।
এটাই কবিতার বাস্তবতা।
এটাই মানবজীবনের প্রতিয়মান।
বেশ ভালো লাগলো,দিদি।
খাদিজাতুল কুবরা
আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
অনেক ধন্যবাদ এবং শরতের কাশফুলের শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
নিজের মতো করে কেউ কাউকে ভালোবাসতে পারেনা তাই নিজেকে আগে ভালোবাসুক, চিনুন, জানুন। এটাই আমার মতামত। তারপর অন্যকাউকে। শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
দিদি ভাই সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আগাম শারদীয় শুভেচ্ছা রইল।
ফয়জুল মহী
মনোরম ও মনোহর লিপি ।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ মহী ভাইয়া।
শরতের শুভেচ্ছা জানবেন।
সাবিনা ইয়াসমিন
দিনশেষে কেউ কারো নয়, একদম বাস্তব সত্যিটাই বলেছেন। যতবার নিজের পায়ে উঠে দাঁড়ানোর শক্তি থাকে, যতক্ষণ নিজের কাধে জোর থাকে, ততক্ষণ পৃথিবীটা আমার, আমার আমিত্বকে বাঁচিয়ে রাখতে হয় যেকোনো মুল্যে। চমৎকার লিখেছেন, আপনার লেখনীতে আশাবাদী হওয়ার অনুপ্রেরণা থাকে, যেটা আমায় মুগ্ধ করে।
অনেক অনেক ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপু আমার লেখা আপনার ভালো লাগে জেনে নিজেকে ধন্য মনে করছি। আমি চেষ্টা করি নিজের ক্ষুদ্র অনুভূতি লিখে প্রকাশ করতে।
অনেক ভালোবাসা এবং শরতের শুভেচ্ছা জানবেন প্রিয় আপু।
রোকসানা খন্দকার রুকু।
নিজেকে ভালোবাসতে হয়, অন্য কাঁধের ভরসা নয়।
দিনশেষে কেউ কারও নয়।***
একদম সত্যি কথা।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন আপু।
ভালো থাকুন সবসময়।
সৌবর্ণ বাঁধন
সুন্দর কবিতা।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ এবং শরতের শুভেচ্ছা জানবেন প্রিয় সুহৃদ।
সুরাইয়া পারভীন
সমস্ত দিনের শেষে
আমরা সবাই নিঃসঙ্গ
একলা একা আহত পাখি
জানি বুঝি তবুও সেই
মায়া নামক অলীক বস্তুর পিছনেই ছুটি
অনেকটা প্রতঙ্গের মতো!
তবে সান্ত্বনা একটাই সেই কাজ থেকে বেড়িয়ে আসার ক্ষমতাও আমরা রাখি। তাই তো এমন দৃঢ় প্রত্যয়ের গল্প লিখি
খাদিজাতুল কুবরা
কি বলবো আপু ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আমার আগের লেখা পড়ছেন। সত্যি আমি আপ্লূত।
অসংখ্য ধন্যবাদ এবং অফুরান ভালবাসা রইলো আপু।
ভালো থাকুন দোয়া করি