
ক্লান্ত দেহ জুড়াতে
বেলকনিতে এসে দাঁড়াই।
হৃদয় কুঠুরির ঘষামাজা শেষে
মেঘমুক্ত আকাশ দেখি।
এবছর পাঁজরে প্রেম জমিয়েছিলো বর্ষাকাল,
উথাল পাতাল বাতাসে, পানির স্রোতে ;
ভেসেছে ঘর, নৌকা, হাঁড়ি পাতিল
ফুটপাতে বেড়েছে লোকের আনাগোনা।
সাদাকালো মানুষগুলোর চেহারায়
আমের আচারের হলুদ ফাংগাস!
বাণিজ্যের জাহাজ ঢুকে পরেছে,
দুঃসহ স্মৃতি!
হঠাৎ তোমার কণ্ঠে রবীন্দ্র সংগীত!
নিজেকে ফিরে পেয়ে, দেখি
জুন, জুলাই ক্যালেন্ডার থেকে সরে
সমাধি ফলকে আটকে আছে আগস্ট।
ফুটেছে কাশ, শিউলি, কাঞ্চন, মাধবী
শরতের বিকেলে, ” নীলাকাশে কে ভাসালে ”
গানটার সাথে স্মৃতিসিক্ত অলকানন্দা।
২৭টি মন্তব্য
শামীম চৌধুরী
বর্ষা, শরত শোকের মাস আগষ্ট সবই ফুটিয়ে তুলেছেন এক কবিতার ভিতরে। শিউলি কাঞ্চন মাধবী ফুলগুলি কবিতাটিকে আরো অলংকৃত করেছে। সত্যিই বলেছেন আপু, বর্ষায় বেলকনীতে দাঁড়িয়ে ক্লান্ত দেহ জুড়ানোর মজাই আলাদা। খুব সুন্দর কবিতাটি। ভাল থাকবেন।
আরজু মুক্তা
ভাই, ধন্যবাদ। এমন সুন্দর মন্তব্য পেয়ে মন ভালো হলো।
বর্ষা আকুল করে আমাদের। আবার কষ্টও দেয়।
সুপায়ন বড়ুয়া
বেলকনিতে ক্লান্ত দেহে
আপু করে শরৎ বন্দনা
রূপ লাবন্যে রূপে ঠাসা
আপুর জন্য শুভ কামনা।
আরজু মুক্তা
দাদা, কবিতার ছন্দে যা বললেন। চমৎকার।
শুভকামনা
সুপায়ন বড়ুয়া
আপনি ও ভাল থাকবেন। শুভ কামনা।
রেজওয়ানা কবির
ভালো লাগল।
আরজু মুক্তা
শুভকামনা। ভালো থাকবেন
ফয়জুল মহী
নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
শুণকামনা
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর লিখেছেন আপু। আপু আপনার লেখায় লক্ষনীয়ভাবে মানবতার কথা পাওয়া যায়। এটা সত্যি অসাধারণ অভিব্যক্তি।
আমরা বৃষ্টি কাব্য লিখে থাকি উপরতলায় বসে যারা ফুটপাতে থাকে তাদের কথা ভাবি না।
শুভেচ্ছা রইল আপু।
আরজু মুক্তা
ধন্যবাদ। দোয়া করবেন।
উপর নীচ ভাবিনা। ভাবি আমিও মানুষ। বেঁচে আছি এই বড়।
সুপর্ণা ফাল্গুনী
শরৎ বন্দনায় ফুটপাতের জীবন ও উঠে আসলো। চমৎকার আপু। শুভ কামনা রইলো
আরজু মুক্তা
আপি শুভেচ্ছা নিরন্তর
প্রদীপ চক্রবর্তী
দুচোখ ভরে শরতের মেঘমুক্ত আকাশ দেখা মানে নিজেকে উদারতায় অবগাহন করানো।
বেশ ভালো লাগার মতো কবিতা,দিদি।
আরজু মুক্তা
আপনার মন্তব্য ভালো লাগলো।
ভালো থাকবেন। শুভকামনা
আলমগীর সরকার লিটন
গল্পে যে রকম কাল্পনীক পেয়েছি কবিতা নেই অনেক ভাল লাগল কবি আপু
আরজু মুক্তা
শুভকামনা জানবেন
রোকসানা খন্দকার রুকু।
বাহ্ দারুন প্রকাশ।
শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ বোন
ছাইরাছ হেলাল
প্রথমে তো দারুন ভাবে বর্তমানতাকে তুলে এনেছেন।
অলকানন্দা আর কাশ ফুলের সৌন্দর্য আপনি ও দেখতে পাচ্ছেন জেনে ভাল লাগল।
আহা শরৎ কত ভাবেই না ধরা দেয় এক এক জনের কাছে।
আরজু মুক্তা
শরৎ বন্দনা বলে কথা।
ধন্যবাদ ভাই
তৌহিদ
শরতের দিনগুলি এভাবেই আমাদের আন্দোলিত করে। আপনার লেখায় শরতকে নতুন রুপে দেখলাম।
ভালো থাকুন আপু।
আরজু মুক্তা
ভাবলাম একটু অন্যরকম করে।
আপনার ভালো লেগেছে জেনে আমি ধন্য।
শুভকামনা।
সঞ্জয় মালাকার
শরৎ বন্দনায় ফুটপাতের জীবন
বর্ষাএলেই যে বানবাসির কান্দন,
শিউলি সুভাসে ভরে উঠুক মানব জীবন।
ধন্যবাদ দিদি আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
আরজু মুক্তা
দাদা, সুন্দর কমেন্ট করলেন। ভালো লাগলো।
সাজেদুল হক
জানলায় ভালোবাসা ।
দারুণ ।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই