স্বপ্নের শরৎ

খাদিজাতুল কুবরা ২২ আগস্ট ২০২০, শনিবার, ১০:২২:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

 

শরৎ তুই এলি!
আয় সখি গলা মিলিয়ে খুব করে কাঁদি,
কেমন করে কাঁদবো সই চোখ দুটো মোর শুকনো মরা নদী!
জলাধারশূন্য এখন আমি, সব জল ডাকে পাঠিয়েছি মেঘ বন্ধি খামে বর্ষার নামে।
তবে আমরা ভেসে বেড়াতে পারি  শুভ্র গগনে ধবল  বাড়ির উঠোনে,
কিংবা হারিয়ে যেতে পারি পেঁজো তুলার পাহাড়ি ভুবনে,
কেবল একটি শর্তে আমি রাজি,খুঁজে ফিরে হাত ধরে ফিরবো আবার মাটির ঘরে।
শরৎ তুই এলি!
আয় তবে সখি লুকোচুরি খেলি কাশবেন!
কাশফুলের রেশম কোমল পেলবতা মাখি সারা বদনে।
ফিরে এসে উঠোন মাচার ঝিঙে ফুল নিয়ে পরবো কানে দুল!
গোধূলি গায়ে মেখে নেচে উঠবে মন, যেন হরিণী চঞ্চল!
ঝিঁঝি পোকা সেতার বাজাবে শুনশান প্রকৃতি গাইবে বাউল গান
ঝিরিঝিরি হাওয়ায় পতপতে উড়নি উড়া বাঁশপাতার বাঁশিতে ধরবে সুরের টান!
তোর আকাশের চেয়ে আমার মাটির ঘরে আছে ঢের আয়োজন।
ও শরৎ সই থেকে যা একটি রাত,একসাথে দেখবো রাঙা প্রভাত!

২১/০৮/২০২০ইং

১১৭৯জন ৯৯১জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ