কথোপকথন

খাদিজাতুল কুবরা ১৭ আগস্ট ২০২০, সোমবার, ১০:২৭:৪০পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

 

দুই পাড়ে দুই পাহাড় দাঁড়িয়ে নিশ্চুপ অবিচল।
যেন এপারে আমি ওপারে তুমি অবিকল!
মাঝে চোখের নদী বহে নিরবধি,
বাধার স্রোতস্বীনি বহে সমান্তরাল।
সূর্যটা দূরে দাঁড়িয়ে হাসে খিলখিল!
যেন বলছে দেখ আমি দাঁড়িয়ে থাকি ঠায়,
পৃথিবী ঘূর্ণায়মান নিয়মের বাঁধনে অসহায়!
“তোমরাও কি তাই?
সময়ের কারাগারে সশ্রম কারাদণ্ড ভোগায়!”
আমরা সমস্বরে বলি ‘না’
প্রকৃতির সঙ্গী মোরা একা নই, নই নিরুপায়।
আমাদের স্বরধ্বনি প্রতিধ্বনিত হয়ে মাদল বাজায়।
যেন বলছে “তোরা মিথ্যে  বলছিস!
প্রকৃতি শুষে নেয় তোদের প্রতিমুহূর্তের দীর্ঘশ্বাস!”
চাপা হাসিতে আমরা মাথা নোয়াই।
আমরা কি পরস্পরকে আজও  ভালোবাসি!
সত্যি কি তাই?

০১৭/০৮/২০২০ইং

#ছবি ক্রেডিট__ সৈয়দ ইমাম

৮৭৮জন ৭৪০জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ