
দুই পাড়ে দুই পাহাড় দাঁড়িয়ে নিশ্চুপ অবিচল।
যেন এপারে আমি ওপারে তুমি অবিকল!
মাঝে চোখের নদী বহে নিরবধি,
বাধার স্রোতস্বীনি বহে সমান্তরাল।
সূর্যটা দূরে দাঁড়িয়ে হাসে খিলখিল!
যেন বলছে দেখ আমি দাঁড়িয়ে থাকি ঠায়,
পৃথিবী ঘূর্ণায়মান নিয়মের বাঁধনে অসহায়!
“তোমরাও কি তাই?
সময়ের কারাগারে সশ্রম কারাদণ্ড ভোগায়!”
আমরা সমস্বরে বলি ‘না’
প্রকৃতির সঙ্গী মোরা একা নই, নই নিরুপায়।
আমাদের স্বরধ্বনি প্রতিধ্বনিত হয়ে মাদল বাজায়।
যেন বলছে “তোরা মিথ্যে বলছিস!
প্রকৃতি শুষে নেয় তোদের প্রতিমুহূর্তের দীর্ঘশ্বাস!”
চাপা হাসিতে আমরা মাথা নোয়াই।
আমরা কি পরস্পরকে আজও ভালোবাসি!
সত্যি কি তাই?
০১৭/০৮/২০২০ইং
#ছবি ক্রেডিট__ সৈয়দ ইমাম
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভালোবাসা থাকুক বা না-থাকুক
প্রকৃতির স্বরধ্বনি প্রতিধ্বনিত হয় মাদলে মাদলে।
খাদিজাতুল কুবরা
প্রকৃত প্রেমিক আসলে প্রকৃতি। যে শুধু দিয়েছে নেয়নি কিছুই।
সুন্দর মন্তব্যেরজন্য অসংখ্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির ছোঁয়া কবি আপু
অনেক শুভেচ্ছা রইল———–
খাদিজাতুল কুবরা
মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ লিটনদা।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল
সুপায়ন বড়ুয়া
“দুই পাড়ে দুই পাহাড় দাঁড়িয়ে নিশ্চুপ অবিচল।
যেন এপারে আমি ওপারে তুমি অবিকল!”
তাহলেতো হয় বোবা কান্নায় কথোপকথন।
হৃদয় নিংড়ানো ভালবাসায়।
ভাল লাগলো শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
দাদা আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্ত।
অশেষ কৃতজ্ঞতা জানবেন। অনেক শুভেচ্ছা রইল
সুপায়ন বড়ুয়া
আপনাকে ও ধন্যবাদ। শুভ কামনা।
ফয়জুল মহী
নিপুন প্রকাশ।
অপূর্ব গাঁথুনিতে অনবদ্য লেখা
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ মহী ভাইয়।
শামীম চৌধুরী
আসলেও তো! আমরা কি পরস্পরকে ভালবাসতে শিখেছি? যতদিন না শিখবো ততদিন আমাদের মাঝে নদী, পাহাড়, পর্বত বাঁধা হয়ে থাকবে। থাকতে গবে দুজনার দুই পাড়ে। দারুন হয়েছে কবিতাটা।
খাদিজাতুল কুবরা
প্রথম বার আপনার মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাইয়া।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
শামীম চৌধুরী
আর মন খারাপ করবেন না বোন। একন থেকে নিয়মিত মন্তব্য পাবেন। যা আপনার পুরস্কার। ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
দুই পাড়ে দুই পাহাড় দাঁড়িয়ে নিশ্চুপ অবিচল।
যেন এপারে আমি ওপারে তুমি অবিকল!
মাঝে চোখের নদী বহে নিরবধি,
বাধার স্রোতস্বীনি বহে সমান্তরাল। কথাগুলো অসাধারণ লেগেছে আপু। সুন্দর উপমায় মুগ্ধ হলাম। প্রকৃতির ছন্দ , রুপ মনকে ভালোবাসায় পরিপূর্ণ করুক। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
খাদিজাতুল কুবরা
আপনার শুভকামনায় সবসময় আপ্লূত হই দিদি।
অনেক ধন্যবাদ এবং অফুরান ভালবাসা রইলো।
কামাল উদ্দিন
নিয়মের বাঁধনেসত্যিই আমরা অসহায়, তাইতো নিরন্তর আমাদের ছুটে চলা…….শুভ কামনা জানিয়ে গেলাম আপু।
খাদিজাতুল কুবরা
পড়ে সুন্দর মন্তব্যের জন্য অসংখ্ ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন সবসময় শুভকামনা নিরন্তর।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
নিতাই বাবু
এক কথায় অসাধারণ! ভালো লাগলো আপনার সুলিখিত কবিতা “কথপোকথন”। ভালোবাসার কথপোকথন এমনই হওয়া চাই!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
খাদিজাতুল কুবরা
দাদা আপনার ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো।
অনুপ্রেরণা পেলাম।
ভালো থাকুন প্রিয় দাদা।
তৌহিদ
সত্যিকারের ভালোবাসা প্রকৃতির মতই সতেজ থাকে। দুই প্রান্তে দুজন থাকলেও মনে হয় কত কাছে। তারপরেও একটা দীর্ঘশ্বাস থেকেই যায়।
ভালো লিখেছেন আপু।
খাদিজাতুল কুবরা
সত্যিকারের ভালোবাসা না পাওয়ার মাঝে ও বেঁচে থাকে।
সুন্দর বললেন ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।
আরজু মুক্তা
পাহাড় তো নিজেই অটল অবিচল। ওর কাছে নতজানু হতেই হয়। তবে ভালোবাসাটা সমুদ্রের মতো হওয়াই ভালো।
শুভকামনা
খাদিজাতুল কুবরা
যে ভালোবাসা সফলতা পায়না সেতো পাহাড়ের মতো দুর্গম বন্ধুর!
তার আর নদীর মতো বয়ে যাওয়া হয়না।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ভালোবাসা রইলো।
রেজওয়ানা কবির
সুন্দর অনুভুতির প্রকাশ। শুভকামনা।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ আপু।
ভালো থাকুন প্রিয় সবসময়।
সুরাইয়া পারভীন
নিয়তির নির্ধারিত নিয়মের বাইরে আমরা মেতে পারি না। নিয়তি যেমন চালায় তেমনি চলি
দারুণ লিখেছেন আপু
ভাল থাকবেন সবসময়
খাদিজাতুল কুবরা
আপু মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনি ও ভালো থাকুন সবসময় শুভকামনা নিরন্তর।
সুরাইয়া পারভীন
যেতে