
বালু চরে বইছে শরতের আকাশ
মৃদু হাওয়ায় দুলছে কাঁশ ফুলের বুক
ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় গাং চিলের দল
মাঝির কণ্ঠে ভাটিয়ালী সুর
সারি সারি পাল তোলা তরী
ভেসে যায় দুর অভিসারে
মেঘের ভেলায় ঢেকে যায় রবির মুখ
শুভ্রতা ছড়ায় কাঁশ ফুলের পাপড়ী
জেগে উঠে প্রকৃতি, কোমল ছোয়ায়
এক বিকেলে তুমি এসো
মেঘ বালিকা হয়ে
হাতে হাত ধরে, ছুঁয়ে যাবো
কাঁশ ফুলের নরম স্নিগ্ধতা ।।
রচনা কাল ঃ ১৪/০৮/২০২০
ঢাকা
১৬টি মন্তব্য
ফয়জুল মহী
আপনার লেখা পড়ে গান মনে পড়লো “তুমি রোজ……..
কামরুল ইসলাম
ধন্যবাদ
সাদিয়া শারমীন
সুন্দর কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ
রোকসানা খন্দকার রুকু।
ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
চমৎকার রোমান্টিক ছুঁয়া কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
এক বিকেলে তুমি এসো – কি মোহনীয় আবেশিত আমন্ত্রণ! ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অহর্নিশি
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা অহর্নিশি
রেজওয়ানা কবির
ভালো লিখেছেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ
আরজু মুক্তা
শরত মানেই নিরিবিলি। নীল আকাশ সব কিছুই য়েনো ভালো লাগে
কামরুল ইসলাম
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
শুধু এক বিকেলে না, সে আসুক প্রতিদিন, প্রতি বিকেলেই।
সুন্দর কবিতা লিখেছেন ভাই 🙂
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু, অনেক শুনে কামনা