একটা তুমি চাই

রোকসানা খন্দকার রুকু ১৫ আগস্ট ২০২০, শনিবার, ০৪:৪৬:১১অপরাহ্ন কবিতা ৩৩ মন্তব্য

হ্যাঁ! তোমাকেই আমার খুব বেশি প্রয়োজন

তুমিই তো,যাকে অকপটে বলা যায় সব প্রকাশ্য অপ্রকাশ্য।

সহ্য কর তুমি আমার সকল অত্যাচার

হাজার নখের আঁচড়ে ছেড়ে দাও না

আগলে রাখ বুকের ভেতর শক্ত করে।

সমাজ যখন ধিক্কারিত করে,অভিশাপ দেয়,আস্ফালন করে,

পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বল আমি তো আছি।

আমার শত অপরাধ,অন্যায়,দোষ,পাগলামি,বখাটেপনা মেনে নিয়ে বল এসবই আমার ভালো লাগে।

তাই তো তোমায় এত এত ভালো বাসি।

কোন কিছুই পাবার যোগ্যতা নেই আমার

অগোছালো,সময়জ্ঞানহীন, বাউন্ডুলে একটা,

তারপরও বল,তুমি তো অদ্বিতীয় তোমার মত হয় বলো?

শত ব্যস্ততার মাঝেও আমার পছন্দের বই আনতে ভুল হয়না তোমার।

সব ফেলে রেখে কবিতা নিয়ে বসলে বল লাগবে কিছু?

আমার সমস্ত দুকখের বোঝা মুখবন্ধি করে আটকে রাখ তোমার অভয় হাসিতে।

মন খারাপ সে বুঝতে বাকি থাকে না তোমার

তার জন্য তোমার অস্থিরতা আর অনেক আয়োজন

শুধু দেখে দেখে বলি-

শুধু তোমার জন্যে বাঁচতে ইচ্ছে করে অনেক অনেক বছর।

১৪১৭জন ১২২৬জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ