বেলাভূমির নীলাবতী

খাদিজাতুল কুবরা ১৫ আগস্ট ২০২০, শনিবার, ০১:০৯:১৬পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

 

নীলাবতী হেঁটে চলছে একাকী,
আলো আঁধারীর সন্ধিক্ষণে এখনও কতো পথ চলা বাকী!
গোধূলি গায়ে মেখে শৌখিন ছাতা মাথায় রেখে,
আপন মনে বেলাভূমির সাথে পদযুগল চলে সমান তালে।
তাই দেখে টোল পড়েছে লজ্জা রাঙা সূর্যের গালে!
জলমগ্না আকাশ ডুবে আছে সমুদ্রের বিরহ স্নানে,
সমুদ্র ও একবুক দুঃখ নিয়ে আঁধারে হারাচ্ছে অভিমানে!
ব্যস্ত সমস্ত দুষ্ট বালকের দল দিনের শেষ ঝিনুক অন্বেষণে।
একটু পর আঁধার নামবে, পাখিদের কলকাকলি থামবে।
নীল বসনা অপরুপা নীলাবতী কি পৌছাবে গন্তব্যে?

১৩/০৮/২০২০ইং

৯৮৪জন ৭৬৯জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ