
নীলাবতী হেঁটে চলছে একাকী,
আলো আঁধারীর সন্ধিক্ষণে এখনও কতো পথ চলা বাকী!
গোধূলি গায়ে মেখে শৌখিন ছাতা মাথায় রেখে,
আপন মনে বেলাভূমির সাথে পদযুগল চলে সমান তালে।
তাই দেখে টোল পড়েছে লজ্জা রাঙা সূর্যের গালে!
জলমগ্না আকাশ ডুবে আছে সমুদ্রের বিরহ স্নানে,
সমুদ্র ও একবুক দুঃখ নিয়ে আঁধারে হারাচ্ছে অভিমানে!
ব্যস্ত সমস্ত দুষ্ট বালকের দল দিনের শেষ ঝিনুক অন্বেষণে।
একটু পর আঁধার নামবে, পাখিদের কলকাকলি থামবে।
নীল বসনা অপরুপা নীলাবতী কি পৌছাবে গন্তব্যে?
১৩/০৮/২০২০ইং
২৮টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ ভাবে অনুপম লেখা I
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ মহী ভাইয়া।
অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
নিতাই বাবু
“নীল বসনা অপরুপা নীলাবতী কি পৌছাবে গন্তব্যে?”
হয়তো পৌঁছাতে পারে। এবার না-ও পৌঁছাতে পারে। তবে কামনা আমার থেকে যায়, লীলাবতী নিজ গন্তব্যে যেন ঠিকঠাকমতো পৌছায়।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
খাদিজাতুল কুবরা
দাদা ছোটবোনের জায়গাটা পেলে খুব খুশি হবো।
অনেক ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা রইলো।
ছাইরাছ হেলাল
কঠিন প্রশ্নের মুখে আজ অপরূপা নীলাবতী !
তবে সমুদ্র কিন্তু দুঃখ ছড়াচ্ছে।
খাদিজাতুল কুবরা
মানুষ আর সমুদ্রে খুব মিল খুঁজে পাই।
চমৎকার বলেছেন।
সমুদ্রের নোনাজল মানুষের চোখে দুঃখের একটি রুপ।
অনেক ধন্যবাদ এবং অফুরান শুভেচ্ছা রইল।
সুপর্ণা ফাল্গুনী
দারুন হয়েছে আপু । নীলাবতী গন্তব্যে পৌঁছাবে কিনা জানা নেই। তবে আপনার লেখনীতে মুগ্ধতা ছড়িয়ে দিল অপরুপা নীলাবতী। ভালো থাকুন সুস্থ থাকুন অবিরত শুভ কামনা
খাদিজাতুল কুবরা
দিদি এতো সুন্দর করে বলেন খুব অনুপ্রেরণা পেলাম।
অনেক ভালোবাসা রইলো প্রিয় দিদি।
সুপায়ন বড়ুয়া
নীলাবতীর গন্তব্য সেকি বহুদুর ?
কামনা করি পৌঁছে যাক মিলন মধুর।
ভালো থাকুন সুস্থ থাকুন
শুভ কামনা
খাদিজাতুল কুবরা
দাদা আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
সুপায়ন বড়ুয়া
আপনাকে ও ধন্যবাদ। শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
আপু কবিতাটা আমার কাছে দারুন লেগেছে, কবিতার প্রতিটা চরণ মুগ্ধতা ছড়ানো।।সমুদ্র সবার কাছেই প্রিয় আমিও কিছুদিন আগে কক্সবাজার ঘুরে আসলাম। আপু কবিতা, ছন্দ,ছবি সবকিছুর দারুন ভাবে মিলে গেল..
খাদিজাতুল কুবরা
আপু আপনার মন্তব্য আমার লেখার চেয়েও সুন্দর হয়েছে।
খুব ভালো থাকুন ছোট আপু।
হ্যাপী ব্লগিং।
তৌহিদ
নীলাবতী কি স্বপ্নে হাঁটছে? স্বপ্নে অনেক কিছুই সম্ভব কিন্তু। আর বাস্তবে হলে শামুক ঝিনুকে পা কেটে গেলেও হাঁটা বন্ধ করা যাবেনা। গন্তব্য সেতো বেশী দূরে নয়!
ভালো থাকুন আপু।
খাদিজাতুল কুবরা
সুন্দর বলেছেন ভাইয়া।
চলার নাম জীবন।
থেমে যাওয়া মানেই অচলায়তন।
কতো নীলাবতী হারিয়ে যায় কালের গর্ভে।
আপনি ও খুব ভালো থাকবেন শুভকামনা সর্বক্ষণ।
কামাল উদ্দিন
কবিতাটা খুবই ভালো লেগেছে। ব্যথার রং নীল, আবার এটা প্রেমেরও রং, ঐ যে নীল খামে চিঠি। নীলাবতী কি ব্যথা বয়ে নিয়ে চলছে না নিজেকে প্রেমের রং এ রাঙিয়ে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়।
খাদিজাতুল কুবরা
মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
ছবিটিকে উপজীব্য করে লিখেছি। আজকাল মেয়েদের বিচরণক্ষেত্র কতোটা নিরাপদ সে প্রশ্ন আমাদের সকলের মনে।
তাই ভেবেই লেখা।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, শুভ কামনা সব সময়।
রোকসানা খন্দকার রুকু।
বাহ্ অসাধারণ প্রকাশ।
শুভ কামনা আপু।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন শুভকামনা রইল
আরজু মুক্তা
আজ নীলাবতি মনে মনে ঘুরে আসুক।
আচ্ছা, আমরা তো সমুদ্রের কাছে সব দুঃখ রেখে আসি। ওকেও বলেন। তাহলে ঢেউগুলো সব নিয়ে যাবে বয়ে
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর আইডিয়া আপু। তবে আমার মনে হলো তনুর মতো নীলাবতী যদি গন্তব্যে পৌঁছাতে না পারে!
আজকাল মেয়েদের বিচরণক্ষেত্র কতোটা নিরাপদ প্রশ্নটা সবার মনে।
অনেক ভালোবাসা রইলো আপু।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ যেনো যমুনা পারের নীলাবতী কবি দিদি
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ লিটনদা।
সুন্দর মন্তব্যের জন্য।
অনেক শুভেচ্ছা রইল।
সাবিনা ইয়াসমিন
সুর্য পরিশ্রান্ত হয়ে ডুবে যায় পরেরদিন আবার উঠবে বলে। সমুদ্র অন্ধকারে ঢেকে যায় নতুন আলোর প্রত্যাশায়। পাখিরাও জেগে উঠে নিত্ত কলরব নিয়ে। তেমনি করে নীলাবতীও একদিন ঠিকঠাক পৌঁছে যাবে নির্দিষ্ট কোন গন্তব্যে। ভালো লাগলো ছোট কবিতা।
কবিতা ছোট হবে নাকি বড় হবে এটা নির্ভর করে কবির তাৎক্ষণিক মনোভাবের উপর। তবে যদি ব্লগে লেখা দেয়ার মনস্থির করেন তাহলে চেষ্টা করুন বড় লেখা দিতে। নয়তো ছোট ছোট কয়েকটা কবিতা মিলিয়ে একটা সম্পুর্ন পোস্ট দিতে পারেন।
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য এবং সুপরামর্শের জন্য।
আসলে আপু ছবিভিত্তিক লিখতে গিয়ে ছোট কবিতা লিখেছি।
পরবর্তীতে মাথায় রাখবো।
সুরাইয়া পারভীন
পিচ্ছি লেখায় যে দৃশ্যপট এঁকেছেন
তাতে নীলাবতীর সাধ্য আছে গন্তব্যে পৌঁছার?
এমন দৃশ্য পেলে আমি ভুলেই যেতাম গন্তব্যের ঠিকানা
দুর্দান্ত লিখেছেন
খাদিজাতুল কুবরা
আপু ছবিটিকে উপজীব্য করে লিখেছি। তবে আজকাল মেয়েদের বিচরণ ক্ষেত্রের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ তাই শংকা থেকেই প্রশ্ন রেখেছি।