
একটা পাগল আমি চাই, ~
অন্তহীন ভালবাসায় যার জুড়ি নাই ~
এমন একটা মানুষ আমি চাই ~
নিঃশব্দে যার বুকে নির্ভরতা পাই ~
এমন একটি সাথি আমি খুঁজি ~
ভালবাসার স্বপ্ন বুনে আমায় নিয়ে রোজই ~
এমন একটা বন্ধু থাকুক পাশে ~
বিষণ্ণ প্রহর গুলো মুগ্ধতা পায় সুবাসে ~
এমন একটি প্রিয়তম চাই আমি ~
আমার গড়া ধরায় যেন সে ই অন্তযামী ~
এমন একটি হাত চাই বরাবর ~
ব্যষ্ঠিত জীবনে অবলম্ভন ও সহচর ~
এমন একটি মন খুঁজে বেড়াই বার বার ~
কাছে দুরে প্রেমের টানে খবর নিবে আমার ~
এমন একটি চোখে রাখতে চাই দৃষ্টি ~
আমি যেন আমাতেই নতুন করে হই সৃষ্টি ~
আমি এমন একটি প্রেমিক চাই ~
যার কথা ও গানে নিজেকে খুঁজে পাই ।
~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৩/০৮/২০২০
ঢাকা
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
অনন্যসাধারণ ভাবে অনুপম লেখা I
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
প্রেমের আকুলতা দারুন লাগলো। অনেক দিন পর লেখা পেলাম। খুব ভালো লেগেছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরাম
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
ব্যস্ত সময় যাচ্ছে,
লিখতে পারছি না নিয়মিত।
অনেক শুভ কামনা আপনার জন্য
রেজওয়ানা কবির
চমৎকার অনুভূতির প্রকাশ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
কামাল উদ্দিন
এই দুনিয়ার সবাই পাগল, এমন একটা না পাওয়ার কোনও কারণ নাই কবি……..শুভ কামনা সব সময়।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
সুরাইয়া পারভীন
মনোবাসনা পূর্ণ হোক
শুভ কামনা রইল
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
ইঞ্জা
অসাধারণ আকুলতা মিশ্রিত আবেগী প্রকাশ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
ইঞ্জা
শুভেচ্ছা
রোকসানা খন্দকার রুকু।
দারুন লাগলো।
দারুন অভিব্যক্তি।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
সাবিনা ইয়াসমিন
এমন প্রেমিক শুধু কল্প-কবিতাতেই মেলে।
সৃষ্টির সেরা প্রেমিক হওয়া সহজ কাজ নয় 🤔🤔
অনেকদিন পর আপনার লেখা পড়লাম কামরুল ভাই। নিয়মিত লিখুন। শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
ব্যস্ত থাকার কারণে নিয়মিত লিখতে পারছি না,
অনেক শুভ কামনা, ভাল থাকবেন অহর্নিশি