
কেউ অনলাইনে নেই!
আমার সাথে পরিচয় হয় আমার ঘনিষ্ঠ বান্ধবির কোনো এক ফেসবুক পোষ্টের কমেন্ট বক্সে। মন্তব্য এবং পাল্টা মন্তব্যে হাস্য রসাত্মক আক্রমনের মধ্য দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্টে! ওখানেই পরিচয় পাই তিনি একজন কবি। পরবর্তিতে জানা গেলো তিনি আমারই এলাকার মানুষ। আমারই এক্কেবারে পিচ্চি চাচার 😊(রাসেল) সহপাঠী ছিলেন একসময়।
আমিই একদিন অনেক সংকোচে জিজ্ঞেস করেছিলাম “সোনেলায় লিখবে”? বড় বোনের মত ভালবাসে,সন্মান করে। জানতে চাইলো কিভাবে? তারপর যেভাবে হয় আর কি! সেভাবেই আইডি এবং সার্বিক সহযোগীতায় জিসান ইকরামের অবদান।
নানান বিষয়েই আমাদের মাঝে মাঝে কথা হয়, খোলামেলা এবং স্পষ্টভাষী কথা বলেন এবং মন্তব্যেও তিনি তেমনই প্রকাশ করেন সর্বত্র যেমন তিনি অন্তরে বাহিরে। বিভিন্ন অনলাইন জগতে তাঁর সমান পদচারনা। প্রচন্ড মেধা সম্পন্ন বুদ্ধিমত্তার স্বাক্ষর রেখে চলেছেন। তাঁর স্বপ্ন একদিন তিনি নিজের লেখা বই প্রকাশ করবেন। লিখতে তাঁর ভালো লাগে। কিন্তু জাগতিক ব্যাস্ততায় খুব কম সময়ই পেয়ে থাকেন লিখতে। তার লেখা এবং লেখা সম্পর্কে বেশ গভীর ধারনা রাখার পরিচয় প্রায়ই আমার সাথে কথা হলে টের পাওয়া যায়।
অনুরোধ করবো আরেকটু বেশি বেশি লেখা দিয়ে সোনেলাকে সমৃদ্ধ করবেন।এই লেখা যখন লিখছি তখন সাদেকুর তার সহধর্মিণীর কাছে পৌঁছে গেছেন ঝালকাঠি। হয়তো আজকে( ১০.৮.২০২০) কোনো এক সময়ে সাদ দ্বিতীয় সন্তানের বাবা হবার সৌভাগ্য অর্জন করবেন। প্রানঢালা দোয়া এবং শুভ কামনা থাকলো সোনেলার সকল ব্লগারদের পক্ষ থেকে।
স্বপ্ন:১০ পোস্ট, সোনেলায় তার পঞ্চাশতম পোস্ট। হাফ সেঞ্চুরী পোস্টের মাইলফলক স্পর্শ করায় তাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
নোট# এই প্রথম এরকম শুভেচ্ছা পোষ্ট লিখলাম।
ভুলচুক থাকতে পারে প্রচুর। গুছিয়ে হয়তো হয়নি কিছুই। ক্ষমা প্রার্থি সকলের কাছে। নেক্সটে আরো ভালো করে প্রস্ততি নিয়ে অন্য কারো শুভেচ্ছা পোষ্ট লেখার চেষ্টা করবো।
কিছুদিন বিরতিতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই।
শুভ ব্লগিং।
৩৮টি মন্তব্য
সিকদার সাদ রহমান
ধন্যবাদ আমাকে আশকারা দিয়ে মাথায় তোলার জন্যে। এই মুহুর্তে নলছিটি লঞ্চ ঘাটের কাছে লঞ্চের তৃতীয় তলায় পাইলটের সামনের খোলা যায়গায় একটি কাঠের টুলে বসে এই শুভেচ্ছান্নিত হইলাম। অসংখ্য ধন্যবাদ আমার হাত ধরে সোনেলায় নিয়ে আসার জন্যে। সোনেলার কারনে আমার অনেক প্রাপ্তি। অনেক নতুন মুখের সাথে পরিচয়, কিছু নতুন লেখার প্রাপ্তি সহ আরও অনেক কিছুর সমন্বয় ঘটেছে এই জীবনে। তাই আপনাকে ধন্যবাদ না দিয়ে পারি না। তবে এই শুভেচ্ছা বার্তার সাথে যদি খাওয়ার দাওয়াত টাও থাকতো তাহলে বোধয় ভালই হতো! 😁
বন্যা লিপি
তোমার আর খাওয়া দাওয়ার প্রতি অভিযোগ শেষ হবে না আমার বিরুদ্ধে। ও আমি মেনে নিয়েছি। দ্বিতীয় কন্যার পিতা হওয়াতে অশেষ শুভ কামনা, অভিনন্দন রইলো। এবার তোমার কাছে পাওনা রইলাম মিষ্টি খাওয়ার।
ফয়জুল মহী
অভিনন্দন সাদ ভাইকে । মন্তব্য করেছে কম পেয়েছে বেশী। মনে হয় উনি ব্যস্ত থাকে বেশী।
বন্যা লিপি
জি মহীভাই, তিনি ব্লগে সময় কম দেন।অনলাইন ভিত্তিক কয়েকটা পেইজের এডমিন তিনি নিজে। অনলাইন খবরের কাগজের রিপোর্টিংএর কাজও করেন তিনি। তদুপরি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সব মিলিয়ে ভালোই ব্যস্ত থাকেন তিনি। আপনাকে ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
সাদ ভাইয়ের তো অনেক গুলো ট্রিট পাওনা রইলো। প্রথমত হাফ সেঞ্চুরি, দ্বিতীয়ত দ্বিতীয় সন্তানের বাবা হবেন। অজস্র অজস্র অভিনন্দন ও শুভেচ্ছা রইল। খাবার টা কুরিয়ারে পাঠালেও সমস্যা নেই, তানা হলে বিকাশ নাম্বার তো আছেই 😋😋। বন্যা আপুর কল্যানে কিঞ্চিত জানা হলো আপনার সম্পর্কে। কিন্তু আমরা চাই আপনার এই ব্যস্ততাকে ছুটি দিয়ে একটা বই অন্তত প্রকাশ করুন। শুভ কামনা রইলো। ভালো থাকবেন, হাসিখুশি থাকবেন এমন করেই মজার লেখা আরো উপহার দিবেন।
সুপর্ণা ফাল্গুনী
বন্যা আপুকে ধন্যবাদ সাদ ভাইয়ের জন্য শুভেচ্ছা পোস্ট উপহার দেবার জন্য। তাকে অভিনন্দন জানাতে পেরে খুব ভালো লাগলো। আপু ভালো থাকুন সুস্থ থাকুন। বেশী দূরে যাইয়েন না।কাছে কাছেই থাইকেন আর তাড়াতাড়ি পোস্ট দিয়েন। শুভ সকাল
বন্যা লিপি
বেশি দূরে আর কই যামু ছোটদি? ঘুরে ফিরে মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই😁 ধন্যবাদ ছোটদিভাই। ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল ————–
বন্যা লিপি
ধন্যবাদ লিটন ভাই
সুরাইয়া নার্গিস
অভিনন্দন ভাইজান।
ধন্যবাদ বড় আপু আপনার সুন্দর পোষ্টের মাধ্যমে ভাইজান সম্পর্কে জানলাম।
ভাইজান সময় করে একটা বই প্রকাশ করে ফেলুন কিনবো ইনশাল্লাহ্।
নতুন অতিথি ও তার মায়ের জন্য দোয়া রইল ওনাদের সুস্থতা কামনা করছি।
ভালো থাকুন।
বন্যা লিপি
সু-নার্গিস, সাদ টাকা জমাতে পারলে আর সুবিধামত প্রকাশক পেয়ে গেলেই বই বের করে ফেলবে। আমরা তার জন্য দোয়া করি যেন, আগামী বই মেলা থেকে তার লেখা বই সংগ্রহ করতে পারি।
ধন্যবাদ ও ভালবাসা তোমাকে।
ইঞ্জা
নতুন সন্তানের জন্য অভিনন্দন ভাউ
সাথে সাথে ৫০তম পোস্টের জন্যও অভিনন্দন
শুভেচ্ছা ও শুভকামনা রইলো আমার ভাউয়ের জন্য।
ইঞ্জা
বন্যা আপুকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন বার্তাটি দেওয়ার জন্য।
বন্যা লিপি
গুছিয়ে সময় নিয়ে প্রস্ততি নিয়ে লিখলে হয়ত আরো ভালো হতো শুভেচ্ছা পোষ্ট। চট করে তাৎক্ষনিক লেখা এ পোষ্ট ভাইজান। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কৃতজ্ঞতা জানবেন।
ইঞ্জা
আওউ ভালোই লিখেছেন। 😊
রোকসানা খন্দকার রুকু।
অভিনন্দন ও শুভকামনা রইলো ভাইয়ার জন্য।।।
বন্যা লিপি
ধন্যবাদ আপনাকে রুকু।
সুপায়ন বড়ুয়া
অভিনন্দন সাদ ভাইকে ।
সাথে বন্যা আপুকে বিস্তারিত তুলে ধরার জন্য।
শুভ কামনা।
বন্যা লিপি
ধন্যবাদ দাদা।
রেজওয়ানা কবির
অভিনন্দন।
বন্যা লিপি
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹@রেজোয়ানা কবির।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন।
বন্যা লিপি
শুভ কামনা দাদাভাই।
তৌহিদ
৫০ তম পোস্টের মাইলফলক স্পর্শ করার জন্য সাদ ভাইকে অভিনন্দন। তবে এই সময়ে আরো বেশী লেখা পাঠকদের পাওনা ছিলো। আপনার মাধ্যমে সোনেলায় তিনি এসেছেন জেনে ভালো লাগলো।
আপনাকেও ধন্যবাদ সুন্দর করে সশুভেচ্ছা পোস্ট লেখার জন্য। ভালো থাকুন আপু।
বন্যা লিপি
প্রথম চেষ্টা করলাম এরকম শুভেচ্ছা পোষ্ট লেখার, তাও ঝটপট ভাবনায়। অসঙ্গতি রয়ে গেছে প্রচুর। ভুল মাফ করে দেবেন।
ধন্যবাদ মন্তব্যে।
সাবিনা ইয়াসমিন
অল্প সময়ে খুব সহজে মানুষকে আপন করে নেয়ার দুর্লভ ক্ষমতা আছে তার। সোনেলায় তাকে খুব একটা দেখা যায় না, অথচ এমন ব্লগার কমই আছেন যারা সাদকে চেনে না 🙂
সোনেলায় তার ৫০ তম পোস্ট পূর্ণ হলো। শুভেচ্ছা ও অভিনন্দন তাকে 🌹🌹
এবার আর সেঞ্চুরি করতে বাধা রইলো না, তাইনা সাদ? 😉
তোমাকেও অনেক ধন্যবাদ বন্যা। শত ব্যস্ততার মাঝে থেকে সহ ব্লগারকে শুভেচ্ছা দিয়েছো। এতেই প্রমাণিত হলো সোনেলা ব্লগ একটা পরিপূর্ণ পরিবার। এখানে সবাই সবার জন্য নিবেদিত। ভালো থাকো ❤❤
বন্যা লিপি
তুমি বললে বলে, হঠাৎ মনে হলো, পোষ্টটা লিখতে। নইলে আমারও খেয়াল হতো না। সাদ ৫০ তম পোষ্ট খতম করে ফেলেছে ইতিমধ্যে। শুভেচ্ছা দিতে পোষ্ট লিখে ফেললাম এভাবে তাৎক্ষনিক।
ভালবাসা তোমাকে।
সিকদার সাদ রহমান
আমিও জানি যে এক ময়নায় আরেক ময়নার কানে কানে যাইয়া শুভেচ্ছা পোস্ট দেতে কইছে। সব ময়নার কারবার।
বন্যা লিপি
এই জন্যই তোমারে কই “মহা পন্ডিত” একটু আউগারি বোজো সবকিছু। ময়না আমারে শুভেচ্ছা পোষ্ট দেতে কয়নায়। ময়না তোমার স্বপ্ন পোষ্টে আরো মন্তব্য দেতে কইছেলে। আর কইছেলো, তোমারে যেন তোমার পোষ্টেই ৫০ তম পোষ্টের জন্যি শুভেচ্ছা দেই। আমি হেয়া না কইরা। সরাসরি শুভেচ্ছা পোষ্ট লিখছি। এহন বোজ্জো? ফাও পন্ডিত😊😊
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ফাউ পন্ডিত! সম্বোধন টা দারুন। 👏👏
বন্যা লিপি
কি আর কমু ময়না কও? একছের পিছে লাইগ্যাই থাহে পন্ডিতি দেহানোর লাইগ্যা😃😃
জিসান শা ইকরাম
সিকদার সাদ রহমান কে হাফ সেঞ্চুরী পোস্ট স্পর্শ করায় শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ তিনি আরো এক কন্যার জনক হলেন, এজন্য আলাদা শুভেচ্ছা দিচ্ছি তাকে।
সোনেলার সাথে সাদ এর বন্ধন আরো দৃঢ় হোক।
জিসান শা ইকরাম
সাদকে নিয়ে শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ তোমাকে।
সহ ব্লগারদের জন্য সহ ব্লগারগনই পোস্ট দেবে, এমনই হওয়া উচিত। কিন্তু এমন শুভেচ্ছা পোস্ট দিতে অন্যান্য ব্লগারগন এগিয়ে আসেন না। এই প্রথা তুমি ভেঙে দিয়ে নতুন ধারা শুরু করলে।
পোস্ট ভালো হয়েছে।
শুভ কামনা।
বন্যা লিপি
পরবর্তিতে চেষ্টা করবো আরো গুছিয়ে লেখার। খেয়াল রাখার চেষ্টা করবো। কৃতজ্ঞতা শ্রদ্ধা জানবেন।
আরজু মুক্তা
শুভেচ্ছা ও শুভকামনা
বন্যা লিপি
ধন্যবাদ ফু’আম্মা।শুভেচ্ছা আপনাকেও।
সাবিনা ইয়াসমিন
তোমার পোস্টের হেডলাইন কিন্তু সাদের সাথে মিলছে না। লিখেছো সাদামাটা বাঙালী, অথচ তার সানগ্লাস পরা ছবি আর তার অম্ল কমেন্ট দেখে তাকে একদমই ভুংভাং বাঙালী টাইপ মনে হচ্ছে 😀😀
বন্যা লিপি
কথা হচ্ছে ময়না, সাদা মাটা বাঙালী’র তকমাই সে তার ব্লগ আইডিতে দিয়ে রেখেছে😊 ক্যাপসনটা ওখান থেকেই নেয়া😊 ভুংভাং বাঙালী’র তকমাটা না হয় আমারাই দিলাম তাহাকে কি বলো😊😊😊😊