
নব নব পাতার বুকেই তোমার আমার মিলন,
চেতনায় ঠিকানা নতুন যৌবন।
শুরু হোক অক্ষয় চির সবুজ,আর অনন্ত সু- মধুর জীবন।
বেদনার দহনে নতুন ফুল ফুটেছে,
যার সৌরভ ছড়াবে নব জীবন গৌরবে।
যুগ যুগ ধরে সবার অগোচরে, প্রকৃতির সব গভীরে,
আমায় খুঁজেছো গোপনে গোপনে বিভোরে।
প্রকৃতির ছোঁয়ায়, নুরের আলোয়,
প্রেমের চেতনায় যেন পবিত্র।
তুমি আমায় খুঁজেছো গ্রহ থেকে গ্রহে,
রঙধনুর সাত রঙের নক্ষত্রে ।
প্রেম ও প্রণয়ের সুর বাজে তোমার কানে।
খুঁজে বেড়াও,ঘুরে বেড়াও তুমি আমার সন্ধানে।
অতৃপ্ত নিরানন্দের গভীরেই খুঁজে পাও
আমার তৃপ্ত প্রেমের আনন্দ গান।
ইচ্ছেরা বলে চলোনা হারাই শুধুই ভালোবেসে,
ইচ্ছেরা কত রঙ খেলে রঙধনু ওঠে হেসে।
২৬টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
সুন্দর অনেক।
উর্বশী
সৌবর্ণ বাঁধন ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থাকুন, ,অফুরান শুভ কামনা।
শামীম চৌধুরী
চাহিদা সুন্দর করে ফুঁটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে। ভাল লাগলো।
উর্বশী
শামীম চৌধুরী ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । খুব ভাল থাকুন, অফুরান শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
প্রকৃতির ছোঁয়ায় চির সবুজের সান্নিধ্যে ইচ্ছেরা উড়ে বেড়াক প্রজাপতির ডানায়। পবিত্র প্রেমে তৃপ্তি আসবেই, দহনের অগ্নিতে প্রণয় পাবে অমরত্ব।
সুন্দর কবিতা।
ভালো থাকুন আপু, শুভ কামনা 🌹🌹
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
সুন্দর পরিপাটি করা দারুন মন্তব্য।আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন, অফুরান ভালোবাসা ও শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
যুগলের মিলনে , ভালোবাসায় রঙধনু হেসে উঠে , হারিয়ে যায় ভালোবেসে। দারুন লেগেছে। প্রকৃতির ছোঁয়ায় মন নেচে উঠল।। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আসোলেই প্রকৃতির ছোঁয়ায় মন নেচেই ওঠে। চমৎকার মন্তব্য আপনার। ভাল থাকুন, অফুরান শুভ কামনা
নিতাই বাবু
কবির সুলিখিত কবিতায় নিজের অনুভূতি প্রকাশে লিখতে চাই, সবার জীবন যেন সু-গন্ধময় সুরভিত হয়ে ওঠ!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।
উর্বশী
নিতাই বাবু দাদা,
আমিও চাই, এবং দোয়া করি সবার জীবন যেন সু গন্ধময় সুশোভিত, সুরভিত হয়ে ঊঠুক।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন শুভ কামনা
ফয়জুল মহী
স্বচ্ছ প্রেম অকৃত্রিম ভালোবাসা সবই নির্মল স্বচ্ছ প্রকৃতির মত। তাই গ্রহ হতে গ্রহে খোজ । মারভেলাস
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদও কৃতজ্ঞতা। চমৎকার মন্তব্য করেছো
খুব ভাল থেকো, অফুরান শুভ কামনা।
তৌহিদ
বেদনার দহনে নতুন ফুল ফুটেছে,
যার সৌরভ ছড়াবে নব জীবন গৌরবে।
চমৎকার লিখেছেন আপু। ভালোবাসা আর প্রকৃতি আলাদা নয় কিন্তু!
শুভকামনা সবসময়।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চমৎকার মন্তব্য।
ভাল থাকুন, অফুরান শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
“ইচ্ছেরা বলে চলোনা হারাই শুধুই ভালোবেসে,
ইচ্ছেরা কত রঙ খেলে রঙধনু ওঠে হেসে।”
ইচ্ছেরা শুধু হারায় না ভালবেসে।
ইচ্ছেরা রাখে মানুষের ও পাশে।
ভাল লাগলো। শুভ কামনা।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
দারুন মন্তব্য। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুভ ভাল থাকুন অফুরান শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ইচ্ছেদের কথা শুনে শুনে কবিতার মত হারিয়ে যেতে পারলে মন্দ হয় না।
ভালই লেখেন আপনি।
উর্বশী
কথা কিন্তু মন্দ বলেন নি জনাব। আপনিও তো অনেক সুন্দর লিখেন। অন্য রকম চঞ্চলতা খুঁজে পাওয়া যায়। খুব ভাল থাকুন,আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ কামনা সব সময়।
আরজু মুক্তা
প্রকৃতির সাথে সাথে ইচ্ছেরাও ডানা মেলুক
উর্বশী
আরজু মুক্তা আপু,
হ্যা, ডানা মেলতে থাকুক,প্রকৃতিরা মিলে হাসুক।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন, অফুরান শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক আমার কাছে মনে হলো কবি আপু———
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া,
দারুন মন্তব্য। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থাকুন,অফুরান শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
তুমি আমায় খুঁজেছো গ্রহ থেকে গ্রহে,
রঙধনুর সাত রঙের নক্ষত্রে ।
ইশ্ এমন করে কেউ যদি খুঁজত।।।
দারুন হয়েছে।।।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থাকুন, অফুরান শুভ কামনা রইলো।
সুরাইয়া নার্গিস
অনেক অনেক ভালো লাগার একটা লেখা পড়লাম আপু চমৎকার সাজিয়েছেন।
আরো লিখুন, আরো সুন্দর সুন্দর লেখা চাই,শুভ কামনা রইল।
উর্বশী
সুরাইয়া নার্গিস আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থাকুন,অফুরান শুভ কামনা রইলো।