কিন্তু আমি আপনাকে চুরি টা করতে দেখছি, ম্যাডাম,আবার বললো দারোয়ান।
ঠিক আছে,নিজের কাজ যথারীতি শুরু করে দিল পুলিশ। প্লিজ, আপনাকে আমার সাথে আসতে হবে ইয়ং লেডি। আর আপনাকেও স্যার, দামি কাপড়ে সজ্জিত লবমা লোকটাকে উদ্দেশ্য করে বললো। পুলিশ স্টেশনে যেতে হবে আপনাদের। একটি ক্যাব ডাকোতো দারোয়ান কে বললো পুলিশ।
‘আমি চুরি করিনি’ ক্যাবে উঠতে উঠতে একই কথার পুনরাবৃত্তি করলো তরুনী।অবশ্য গাড়ী চলতে শুরু করতেই শান্ত হয়ে বসে রইল। অন্যদিকে চুরির ভুক্তভোগী জানালার বাইরের দৃশ্য দেখায় মনযোগ দিল। সেদিকে লক্ষ্য নেই পুলিশের। তরুনীর দিকে চোখ আঠার মত সেঁটে আছে। খেয়াল করছে বাইরে কোন কিছু ফেলে দেয় কিনা। দারোয়ানের কথার বিশ্বাস আছে পুলিশ টার।
গাড়ী থানায় পৌছাতেই আগের মত ঘ্যানর ঘ্যানর শুরু করলো তরুনী।
মেয়েটাকে চেক করা দরকার ঘটনার বিস্তারিত শুনে ঘোষণা করলো ইন্সপেক্টর। নারী পুলিশের সাথে ইন্টারভিউ রুমে নিয়ে যাওয়া হলো তাকে। জেরা শুরু করার আগেই তরুনী নিজের পকেট থেকে সিগারেটের কেস বের করে। টেবিলে রাখলো। যেটা খুঁজছেন, সেটা । আর আমার পার্সটাও নিন। হ্যাঁ , এবার ওই কাগজটা বের করুন প্লিজ। কাগজটাতে নোট লেখা আছে। প্লিজ একবার পড়ে দেখুন।
তরুনীর এমন অদ্ভুত অনুরোধে থতমত খেল মহিলা পুলিশ । তবে কথামত কাজ করলো।তাতে লেখা ছিল —-++
” আমি চুরিটা করেছি।নইলে যার কাছে থেকে চুরি করেছি,তাকে পুলিশ স্টেশনে আনা সম্ভব হতো না। তাই একমাত্র পথটাই বেছে নিতে হয়েছে। লম্বা লোকটার নাম মিষ্টার ওয়াটসন ওরফে ক্রিষ্টিপার ওরফে ম্যাক।মিশিগান ডেট্রয়েট থেকে শুরু করে নিউইয়র্ক, মেলবোর্ন কলম্বো,লন্ডনের পুলিশরা তাকে হন্য হয়ে খুজছেঁ। মারাত্মক ঘাঘু অপরাধী লোক টা “
ছাইরাছ হেলাল ভাইয়া,
হে প্রিয় গুনীজন। না চাহিলে যা পাওয়া যায়। আপনি যে মন্তব্য করেছেন সেটাই বড় পাওয়া হিসাবে মনে করি। একদম স্পষ্ট বক্তব্য। সহমত প্রকাশ করা যেতে পারে এই কারণে, যে একবারে সম্পূর্ণ লেখাটি পড়ে যে সারমর্ম দেয়া খুব সহজ সিরিজে তার কিছুটা এলোমেলো লাগে বটে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন, অফুরান শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া দাদা,
বিনম্র শ্রদ্ধা। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কিছুটা সেরকম ই লেখার চেষ্টা মাত্র দাদা। তবে আগামীতে মনে হয় এধরনের লেখা লিখতে পারবো আশা করি। ভাল থাকুন,শুভ কামনা।
সুপর্না ফাল্গুনী আপু,
সঠিক বলেছেন আপু।একসাথে গল্পটি দিতে পারলে বেশী ভাল হত। আমার সময়ের বড় অভাব। কিছু ঝামেলায় সময় টা বেশী চলে যায়। আগামীতে দেয়ার চেষ্টা থাকবে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন,অফুরান শুভ কামনা।
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আসলে আমার অপারগতার কথা ই বলতেছি।
আপনার আগের লেখাও দেখেছি, সিরিজ লেখায় আমি সাবলীল মন্তব্য করতে পারি না।
অনুসরণে ঠিক ভাবে থাকে না।
উর্বশী
ছাইরাছ হেলাল ভাইয়া,
হে প্রিয় গুনীজন। না চাহিলে যা পাওয়া যায়। আপনি যে মন্তব্য করেছেন সেটাই বড় পাওয়া হিসাবে মনে করি। একদম স্পষ্ট বক্তব্য। সহমত প্রকাশ করা যেতে পারে এই কারণে, যে একবারে সম্পূর্ণ লেখাটি পড়ে যে সারমর্ম দেয়া খুব সহজ সিরিজে তার কিছুটা এলোমেলো লাগে বটে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন, অফুরান শুভ কামনা।
ফয়জুল মহী
সুশোভিত ও সৌন্দর্যময় কথামালা । উৎকৃষ্ট চিন্তার চয়ন ।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যাক শত ব্যস্ততার মাঝেও লেখা গুলো তুমি রেগুলার পড়ো । এটা দারুন ভাল লাগা মহী। ভুল ধরিয়ে দিও কিন্তু। ভাল থেকো শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
ওয়াও সুন্দর গল্পো তো
ডিটেকটিব গল্পের মতো মনে হচ্ছে
এক নিমিষে পড়া যায়।
শুভ কামনা আপু।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
বিনম্র শ্রদ্ধা। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কিছুটা সেরকম ই লেখার চেষ্টা মাত্র দাদা। তবে আগামীতে মনে হয় এধরনের লেখা লিখতে পারবো আশা করি। ভাল থাকুন,শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন লাগলো। আপু পর্বগুলো আরেকটু বড় আকারে দিলে ভালো হতো যেহেতু গল্প তো তাই। অপেক্ষায় রইলাম আরো নতুনত্বের। শুভ কামনা রইলো
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
সঠিক বলেছেন আপু।একসাথে গল্পটি দিতে পারলে বেশী ভাল হত। আমার সময়ের বড় অভাব। কিছু ঝামেলায় সময় টা বেশী চলে যায়। আগামীতে দেয়ার চেষ্টা থাকবে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন,অফুরান শুভ কামনা।
আরজু মুক্তা
সাসপেন্স কাজ করছে।
গল্পটা দারুণ জমবে
উর্বশী
আরজু মুক্তা আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । সঠিক বলেছেন। ভাল থাকুন, অফুরান শুভ কামনা।আশা করি সব সময় সাথেই থাকবেন।
নিতাই বাবু
দারুণ তো! গল্পটায় রহস্য ঘেরা! মজা হবে খুব! পরের পর্বের অপেক্ষায় থাকলাম। দেখতে হবে যে!
ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয়।
উর্বশী
নিতাই বাবু দাদা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সঠিক বলেছেন। আজ পোষ্ট দিয়েছি দাদা। ভাল থাকুন,শুভ কামনা রইলো।
জিসান শা ইকরাম
অসুস্থতার জন্য আপনার শিকার একটি পর্বও পড়া হয়নি।
সবগুলো অবশ্যই পড়ে মন্তব্য দেব।
শুভ কামনা।
উর্বশী
জিসান শা ইকরাম ভাইয়া,
আগে সুস্থতা জরুরী। সুস্থ হন,আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সময় ও সুযোগ হলে পড়বেন ভাইয়া । ভাল থাকুন,অফুরান শুভ কামনা।
তৌহিদ
মেয়েটি চালাক আছে বলতে হয়। আসল অপরাধী যাতে ধরা পরে সেজন্য চালাকির আশ্রয় নিয়েছে।
চলুক গল্প।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
একদম সঠিক বলেছেন।তবে মেয়েটিকে পরিস্থিতি চালাক হতে বাধ্য করেছে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন, অফুরান শুভ কামনা।