
মাহবুবুল আলম //
রুবাইয়াৎ || ১
পশু জবাই করে সবাই করলি যে আজ ঈদ
খেয়ে দেয়ে নাক ডাকিয়ে দিলি সুখের নিদ
ভাবলি না রে, যদি তোর ঘুম না ভাঙ্গে আর
এক পলকে সুখের জীবন হবে যে আন্দার।
রুবাইয়াৎ || ২
এই দুনিয়ার সরাইখানায়, দুদিনের মেহমান
ওপার থেকে এলে ডাক, সেখানে চলে যান
দুই দিনের এই খেলা ঘরে, দেখান বাহাদুরি
দমখানা আটকে গেলে, শেষ যে জারিজুরি।
রুবাইয়াৎ || ৩
যে তোমাকে করলো সৃজন, নেওনা তাঁর নাম
টাকা পয়সার পাহাড় গড়ে, কুড়াও যে সন্মান
দুচোখ যখন বন্ধ হবে, যাবে না কিছু সাথে
ধন দৌলত থাকবে পড়ে, যাবে শূন্য হাতে।
রুবাইয়াৎ || ৪
এখনো হাতে সময় আছে, সালাত আদায় কর
লোভ লালসা বাদ দিয়ে, আল্লাহর পথটি ধর
আখেরাতের শুরু তোমার, অনন্ত জীবন
দুনিয়াদারীর জন্য তোমার, কান্দে কেন মন।
রুবাইয়াৎ || ৫
সাত আসমান সাত জমিনের, মালিক প্রভু যিনি
সব জীবেরই জীবনদাতা, আল্লাহমালিক তিনি
তিনিই সবার রিজিকদাতা, খোদা মেহেরবান
তাঁর হুকুমেই আজরাইল, কবজ করেন জান।
১৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
রুবাইয়াৎ চমৎকার দেখালেন কবি দা স্যালুট জানাই
তবে অল্পকথা কিন্তু ভাবনা অনেক ———-
মাহবুবুল আলম
অনেক ধন্যবাদ আপনাকে !
শুভেচ্ছা জানবে।
ফয়জুল মহী
অসাধারণ প্রকাশ ।
ভালো লাগলো।
মাহবুবুল আলম
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন!
নিতাই বাবু
সবাই বুঝে, আবার কেউ বুঝেও বুঝতে চায় না, কবি। সবাই থাকে নিজের স্বার্থের ধান্দায়।
মাহবুবুল আলম
নিতাই দা!
ঠিক বলেছেন! অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ
আপনাক। ভাল থাকবে!
সুপর্ণা ফাল্গুনী
দম ফুরালেই সব শেষ লোভে, মায়ায় পড়ে সবাই ভুলে থাকে। সাথে কিছু ই যাবেনা শুধু ভালো ব্যবহার , বিধাতার নাম ছাড়া। দারুন হয়েছে ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো
মাহবুবুল আলম
প্রিয় ব্লগার! মন্তব্যে প্রীত হলাম !
শুভেচ্ছা রইলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাক।
সুপায়ন বড়ুয়া
“পশু জবাই করে সবাই করলি যে আজ ঈদ
খেয়ে দেয়ে নাক ডাকিয়ে দিলি সুখের নিদ
ভাবলি না রে, যদি তোর ঘুম না ভাঙ্গে আর
এক পলকে সুখের জীবন হবে যে আন্দার।”
এটাই যে জগৎ নিয়ম বুঝলি নারে আর
চলো সবাই বসত গড়ি অকৃত্রিম ভালবাসার।
খুব ভাল লাগলো। শুভ কামনা ভাইজান।
মাহবুবুল আলম
সুপায়ন দা!
আশা করি ভাল আছেন।
আপনার মন্তব্যে খুশি হলাম।
ধন্যবা। ভাল থাকবেন।
তৌহিদ
কোরবানির মহত্ত্ব, এর উদ্দেশ্য অনেকেই জানিনা। অনেকেই দেখানো মনোভাব নিয়ে কোরবানি দেন। সবার কোরবানি কবুল হোক এটাই প্রার্থণা।
ভালো থাকুন ভাইজান
মাহবুবুল আলম
ভাই সালাম। কোরবানি কবুলের আল্লাহ
তিনিই সব কিছু ভাল জানেন!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন! নিরন্তর শুভ কামনা!
তৌহিদ
ওয়ালাইকুম আসসালাম ভাইজান।
আরজু মুক্তা
ভালো লাগলো